ETV Bharat / bharat

সিংহভাগ ভারতীয়র মতে ডিজিটাল ওয়ালেটে কেনাকাটা সহজ, বলছে সমীক্ষা

ব্ল্যাকহক নেটওয়ার্কের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দশজনের মধ্যে ন'জন ভারতীয়র দৃঢ় বিশ্বাস ডিজিটাল ওয়ালেট কেনাকাটাকে এখন ভীষণ সহজ করে দিয়েছে ৷ আর কী কী বলছে সমীক্ষা ?

কেনাকাটা
কেনাকাটা
author img

By

Published : Jul 9, 2021, 3:46 PM IST

বেঙ্গালুরু, 9 জুলাই : করোনা পরস্পরের মধ্যে সামাজিক দূরত্ব সৃষ্টি করেছে ৷ যে ভারতীয়রা দোকানে গিয়ে দরদাম করে জিনিস কিনতে বেশি স্বছন্দ বোধ করতেন এখন তাঁদের ভরসা অনলাইন কেনাকাটা ৷ একটি সমীক্ষায় দেখা গিয়েছে এই করোনা প্যান্ডামিকে ভারতে উল্লেখযোগ্য হারে বেড়েছে অনলাইন কেনাকাটার চাহিদা ৷

দশজন ভারতীয়র মধ্যে ন'জন বিশ্বাস করেন ডিজিটাল ওয়ালেট কেনাকাটাকে আরও সহজ করে তুলেছে ৷ একটি নতুন গ্লোবাল রিপোর্টে দেখা গিয়েছে, গত 12 মাসে 98 শতাংশ মানুষ শুধুমাত্র অনলাইনে কেনাকাটা করেছে ৷

এই পরিস্থিতিতে অনলাইন কেনাকাটার উপরেই কেন ঝুঁকছেন বেশিরভাগ মানুষ?

দূরত্ব বজায় রেখে যেমন জিনিসপত্র নেওয়া যাচ্ছে , তেমনই বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন পছন্দের জিনিস ৷ নির্দিষ্ট সময় ধরে পাড়ার দোকান খোলার অপেক্ষা করে আর থাকতে হচ্ছে না ৷

আরও পড়ুন : প্রতি মিনিটে মৃত্যু 11 জনের, করোনার থেকেও ভয়ঙ্কর খিদের জ্বালা

অন্যান্য সহযোগী দেশের তুলনায় ভারত অনলাইন বাণিজ্যে অগ্রণী হয়ে উঠেছে ৷ এই বিষয়ে ব্ল্যাকহক নেটওয়ার্কের মার্কেটিং প্রধান থেরেসা ম্যাকেন্ড্রী বলেন, "যোগাযোগ ব্যতীত টাকা দেওয়া যায় বলে এই পরিস্থিতিতে ডিজিটাল ওয়ালেটের চাহিদা বৃদ্ধি পেয়েছে ৷ ভারতের বাজারে নগদ টাকায় কেনাকাটা বেশি হতো ৷ এখন ডিজিটাল পেমেন্ট ইন্ডাস্ট্রি সুসজ্জিত হয়েছে ৷"

বেঙ্গালুরু, 9 জুলাই : করোনা পরস্পরের মধ্যে সামাজিক দূরত্ব সৃষ্টি করেছে ৷ যে ভারতীয়রা দোকানে গিয়ে দরদাম করে জিনিস কিনতে বেশি স্বছন্দ বোধ করতেন এখন তাঁদের ভরসা অনলাইন কেনাকাটা ৷ একটি সমীক্ষায় দেখা গিয়েছে এই করোনা প্যান্ডামিকে ভারতে উল্লেখযোগ্য হারে বেড়েছে অনলাইন কেনাকাটার চাহিদা ৷

দশজন ভারতীয়র মধ্যে ন'জন বিশ্বাস করেন ডিজিটাল ওয়ালেট কেনাকাটাকে আরও সহজ করে তুলেছে ৷ একটি নতুন গ্লোবাল রিপোর্টে দেখা গিয়েছে, গত 12 মাসে 98 শতাংশ মানুষ শুধুমাত্র অনলাইনে কেনাকাটা করেছে ৷

এই পরিস্থিতিতে অনলাইন কেনাকাটার উপরেই কেন ঝুঁকছেন বেশিরভাগ মানুষ?

দূরত্ব বজায় রেখে যেমন জিনিসপত্র নেওয়া যাচ্ছে , তেমনই বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন পছন্দের জিনিস ৷ নির্দিষ্ট সময় ধরে পাড়ার দোকান খোলার অপেক্ষা করে আর থাকতে হচ্ছে না ৷

আরও পড়ুন : প্রতি মিনিটে মৃত্যু 11 জনের, করোনার থেকেও ভয়ঙ্কর খিদের জ্বালা

অন্যান্য সহযোগী দেশের তুলনায় ভারত অনলাইন বাণিজ্যে অগ্রণী হয়ে উঠেছে ৷ এই বিষয়ে ব্ল্যাকহক নেটওয়ার্কের মার্কেটিং প্রধান থেরেসা ম্যাকেন্ড্রী বলেন, "যোগাযোগ ব্যতীত টাকা দেওয়া যায় বলে এই পরিস্থিতিতে ডিজিটাল ওয়ালেটের চাহিদা বৃদ্ধি পেয়েছে ৷ ভারতের বাজারে নগদ টাকায় কেনাকাটা বেশি হতো ৷ এখন ডিজিটাল পেমেন্ট ইন্ডাস্ট্রি সুসজ্জিত হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.