মুম্বই, 10 অক্টোবর : চলন্ত ট্রেনে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটজনকে গ্রেফতার করল মুম্বই রেলওয়ে পুলিশ কমিশনারেট (Mumbai Railway Police Commissionerate) ৷ পুলিশের দাবি, ধৃতরা সকলেই মাদকাসক্ত ৷ নেশার ঘোরেই চলন্ত ট্রেনে এক তরুণীকে গণধর্ষণ করে তারা ৷
আরও পড়ুন : Himant Biswa Sarma : হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের চক্রান্ত ! উদ্ধার অপহৃত যুবক
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে লখনউ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসে গণধর্ষণের ঘটনাটি ঘটে ৷ সেই সময় ট্রেন মহারাষ্ট্রের কল্যাণের উপর দিয়ে যাচ্ছিল ৷ রেলপুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যেই ট্রেনে সওয়ার হয়েছিল আট দুষ্কৃতী ৷ ইগতপুরী স্টেশন থেকে ট্রেনে উঠেছিল তারা ৷ পরে চলন্ত ট্রেনেই 20 বছরের এক তরুণীকে গণধর্ষণ করে তারা ৷ এরপর, একাধিক যাত্রীর মোবাইল ফোন-সহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালায় ৷ সব মিলিয়ে যার মূল্য 96 হাজার টাকারও বেশি ৷
আরও পড়ুন : Rajasthan youth murdered : বিবাহিতার সঙ্গে সম্পর্ক, রাজস্থানে যুবককে পিটিয়ে খুন
ঘটনার তদন্তে নেমে শনিবারই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে আরও চারজনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মধ্যে ছ’জন হল আরশাদ খান, প্রকাশ পারধি, কিশোর সোনাওয়ানে, কাশীনাথ ওরফে কাশ্য তেলাং, আকাশ শেনারে এবং ধনঞ্জয় ভগৎ ওরফে গুড্ডু ৷ বাকি দুই অভিযুক্তের নাম অবশ্য জানা যায়নি ৷ ধৃতদের প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পেরেছে, তারা সকলেই পরস্পরের বন্ধু ৷ তাদের মধ্যে সাতজন মহারাষ্ট্রের ঘোটির বাসিন্দা ৷ বাকি একজনের বাড়ি মুম্বই ৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷