ETV Bharat / bharat

Sonia Gandhi ED Appearance: সোনিয়াকে ইডি'র জিজ্ঞাসাবাদের প্রতিবাদ, দিল্লিতে আটক 75 জন কংগ্রেস সাংসদ

author img

By

Published : Jul 21, 2022, 3:29 PM IST

Updated : Jul 21, 2022, 4:48 PM IST

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন 75 জন কংগ্রেস সাংসদ (75 Cong MPs detained by Delhi Police) ৷ ন্যাশনাল হেরল্ড আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইডি দফতরে তলব করা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে ৷

Sonia Gandhi ED Appearance
দিল্লিতে আটক 75 জন কংগ্রেস সাংসদ

নয়াদিল্লি, 21 জুলাই: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন 75 জন কংগ্রেস সাংসদ (75 Cong MPs detained by Delhi Police) ৷ বৃহস্পতিবার তাঁদের আটক করেছে দিল্লি পুলিশ ৷ আটক সাংসদদের মধ্যে রয়েছেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, শশী থারুর, সচিন পাইলট প্রমুখ ৷

আটক কংগ্রেস নেতাদের মধ্যে কেসি ভেনুগোপাল, হরিশ রাওয়াত, অশোক গেহলট, অজয় মাকেনরাও রয়েছেন ৷ বৃহস্পতিবার সংসদ ভবন থেকে বেরিয়ে কংগ্রেস দফতরের দিকে যাওয়ার সময় এই কংগ্রেস সাংসদদের আটক করা হয় বলে জানা গিয়েছে ৷ বিষয়টিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছে কংগ্রেস ৷ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন সত্বেও কেন কংগ্রেস নেতা-সাংসদদের আটক করা হল সে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা ৷ দিল্লিতে বেশ কয়েকজন কংগ্রেসকর্মীকেও আটক করা হয়েছে ৷

আরও পড়ুন : সোনিয়ার ইডি হাজিরায় উত্তাল দেশ-সংসদ, বিরোধীদের প্রতিবাদে সাময়িক মুলতুবি দুই কক্ষ

উল্লেখ্য, ন্যাশনাল হেরল্ড আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইডি দফতরে তলব করা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে ৷ 75 বছর বয়সি সোনিয়া গান্ধি এদিন দুপুর সাড়ে 12টা নাগাদ ইডি দফতরে হাজির হন ৷ সোনিয়ার বয়স হওয়া সত্বেও কেন তাঁরা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ না করে ইডি তাঁকে তাদের দফতরে ডেকে পাঠিয়ে হেনস্থা করছে সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস নেতৃত্ব ৷

নয়াদিল্লি, 21 জুলাই: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন 75 জন কংগ্রেস সাংসদ (75 Cong MPs detained by Delhi Police) ৷ বৃহস্পতিবার তাঁদের আটক করেছে দিল্লি পুলিশ ৷ আটক সাংসদদের মধ্যে রয়েছেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, শশী থারুর, সচিন পাইলট প্রমুখ ৷

আটক কংগ্রেস নেতাদের মধ্যে কেসি ভেনুগোপাল, হরিশ রাওয়াত, অশোক গেহলট, অজয় মাকেনরাও রয়েছেন ৷ বৃহস্পতিবার সংসদ ভবন থেকে বেরিয়ে কংগ্রেস দফতরের দিকে যাওয়ার সময় এই কংগ্রেস সাংসদদের আটক করা হয় বলে জানা গিয়েছে ৷ বিষয়টিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছে কংগ্রেস ৷ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন সত্বেও কেন কংগ্রেস নেতা-সাংসদদের আটক করা হল সে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা ৷ দিল্লিতে বেশ কয়েকজন কংগ্রেসকর্মীকেও আটক করা হয়েছে ৷

আরও পড়ুন : সোনিয়ার ইডি হাজিরায় উত্তাল দেশ-সংসদ, বিরোধীদের প্রতিবাদে সাময়িক মুলতুবি দুই কক্ষ

উল্লেখ্য, ন্যাশনাল হেরল্ড আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইডি দফতরে তলব করা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে ৷ 75 বছর বয়সি সোনিয়া গান্ধি এদিন দুপুর সাড়ে 12টা নাগাদ ইডি দফতরে হাজির হন ৷ সোনিয়ার বয়স হওয়া সত্বেও কেন তাঁরা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ না করে ইডি তাঁকে তাদের দফতরে ডেকে পাঠিয়ে হেনস্থা করছে সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস নেতৃত্ব ৷

Last Updated : Jul 21, 2022, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.