ETV Bharat / bharat

700 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ হায়দরাবাদে ! - হায়দরাবাদ

আয়কর বিভাগের অভিযানে সামনে এল বিপুল পরিমাণ কর ফাঁকির ঘটনা ৷ তেলঙ্গনার ইয়াদাগিরিগুট্টা এলাকায় দু’টি রিয়েল এস্টেট সংস্থায় অভিযান চালিয়ে উদ্ধার হল 11 কোটি 88 লাখ নগদ টাকা এবং 1 কোটি 93 লাখ টাকার গয়না ৷

700 Crore Tax Evasion Detected After Raids On Hyderabad Realty Developers
700 কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ
author img

By

Published : Apr 1, 2021, 12:29 PM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল : 700 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল হায়দরাবাদের দু’টি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে ৷ সম্প্রতি সংশ্লিষ্ট দু’টি সংস্থার দফতরে অভিযান চালানোর পর এই অভিযোগ তুলেছে খোদ আয়কর বিভাগ ৷

সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্য়াক্স (সিবিডিটি)-এর দাবি, তেলঙ্গনার ইয়াদাগিরিগুট্টা এলাকার ওই দু’টি সংস্থায় অভিযান চালিয়ে 11 কোটি 88 লাখ নগদ টাকা এবং 1 কোটি 93 লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে ৷ মিলেছে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি, হাতে লেখা খাতা, চুক্তিপত্র ৷ যা খতিয়ে দেখে বেআইনি লেনদেনের হদিস পেয়েছে সিবিডিটি ৷ গরমিলের প্রমাণ মিলেছে উদ্ধার হওয়া বেশ কিছু সফ্​টওয়্য়ার এবং বৈদ্যুতিক সরঞ্জামেও ৷

আরও পড়ুন : বস্তায় এক কোটি টাকা, বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন

আয়কর বিভাগের অভিযোগ, রিয়েল এস্টেটের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি লেনদেন ৷ লাগাতার কর ফাঁকি দিয়ে জমানো হয়েছিল নগদ 700 কোটি ৷ সাম্প্রতিক অভিযানে সেই টাকারই কিছু অংশ হাতে আসে আয়কর বিভাগের প্রতিনিধিদের ৷

নয়াদিল্লি, 1 এপ্রিল : 700 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল হায়দরাবাদের দু’টি রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে ৷ সম্প্রতি সংশ্লিষ্ট দু’টি সংস্থার দফতরে অভিযান চালানোর পর এই অভিযোগ তুলেছে খোদ আয়কর বিভাগ ৷

সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্য়াক্স (সিবিডিটি)-এর দাবি, তেলঙ্গনার ইয়াদাগিরিগুট্টা এলাকার ওই দু’টি সংস্থায় অভিযান চালিয়ে 11 কোটি 88 লাখ নগদ টাকা এবং 1 কোটি 93 লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে ৷ মিলেছে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি, হাতে লেখা খাতা, চুক্তিপত্র ৷ যা খতিয়ে দেখে বেআইনি লেনদেনের হদিস পেয়েছে সিবিডিটি ৷ গরমিলের প্রমাণ মিলেছে উদ্ধার হওয়া বেশ কিছু সফ্​টওয়্য়ার এবং বৈদ্যুতিক সরঞ্জামেও ৷

আরও পড়ুন : বস্তায় এক কোটি টাকা, বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন

আয়কর বিভাগের অভিযোগ, রিয়েল এস্টেটের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি লেনদেন ৷ লাগাতার কর ফাঁকি দিয়ে জমানো হয়েছিল নগদ 700 কোটি ৷ সাম্প্রতিক অভিযানে সেই টাকারই কিছু অংশ হাতে আসে আয়কর বিভাগের প্রতিনিধিদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.