রহতাস, 30 অগস্ট: বিহারের রহতাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু ৷ বুধবার ভোররাতের এই ঘটনায় আরও 5 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি ৷ জানা গিয়েছে, রহতাসের শিবসাগর এলাকায় 2 নম্বর জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহি গাড়িটি ধাক্কা মারে ৷ মৃত সাতজনই বিহারের কাইমুর জেলার কুদারি গ্রামের বাসিন্দা ৷ পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের রাঁচিতে কোনও কাজে গিয়েছিলেন 11 জন ৷ তাঁরা একটি গাড়ি ভাড়া করে বিহার থেকে রাঁচি গিয়েছিলেন ৷ কাজ শেষ করে মঙ্গলবার মধ্যরাতে রাঁচি থেকে রওনা দেন তাঁরা ৷ গাড়িতে চালক-সহ মোট 12 জন ছিলেন ৷ কিন্তু, এ দিন ভোররাত প্রায় 3টে নাগাদ রহতাসের শিবসাগর এলাকায় জাতীয় সড়কের উপর আচমকাই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ জানা গিয়েছে, গাড়ির চাকা জ্যাম হয়ে গিয়েছিল ৷ ফলে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গাড়িটি গিয়ে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন ৷
আরও পড়ুন: বিহারে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য-সহ 5 জনের মৃত্যু
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায় ৷ সেই সঙ্গে অ্যাম্বুল্যান্সে খবর দেওয়া হয় ৷ পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করিয়েছে ৷ এই ঘটনায় মোট 7 জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৷ বাকি 5 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ কীভাবে গাড়ির চাকা জ্যাম হয়েছে ? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ মৃতেররা সকলে বিহারের কাইমুর জেলার কুদারি গ্রামের বাসিন্দা ৷ তাঁদের পরিবারকে এই দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে ৷ তবে, মৃত এবং আহতদের পরিচয় এখনও পুলিশ জানায়নি ৷