ETV Bharat / bharat

ফের বাড়ল দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টা মৃত 300 জনের বেশি

author img

By

Published : Mar 28, 2021, 12:41 PM IST

দেশে ফের রেকর্ড হারে দৈনিক আক্রান্ত হয়েছে করোনায় ৷ আক্রান্ত 62 হাজার 714 জন ৷ করোনায় দৈনিক মৃত্যু হয়েছে রেকর্ড হারে ৷ মৃত 312 জন ৷ এপর্যন্ত মোট 6 কোটি 2 লাখ 69 হাজার 782 জনের শরীরে প্রতিষেধক দেওয়া হয়েছে ৷

6 মাসের মধ্যে সর্বাধিক 62 হাজার 714 জন আক্রান্ত
6 মাসের মধ্যে সর্বাধিক 62 হাজার 714 জন আক্রান্ত

দিল্লি, 28 মার্চ : বেড়েই চলেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনায় 62 হাজার 714 জন আক্রান্ত হয়েছে । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 62 হাজার 258 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 19 লাখ 71 হাজার 624 জন । গত বছরে 16 অক্টোবর আক্রান্তের সংখ্যা ছিল 63 হাজার 371 জন ৷ তারপর কমতে কমতে একসময় দশ হাজারের নিচে নেমে এসেছিল সংক্রমণ ৷ তারপর আবার বাড়তে থাকে ৷ গতকাল সংক্রমণের সংখ্যা 60 হাজারের গণ্ডি পেরোয়া ৷ আজ তা আরও বাড়ল ৷

এছাড়া গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 312 জনের, যা বিগত 3 মাসের মধ্যে সর্বাধিক ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 291 জন ৷ এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 61 হাজার 552 জনের । গত 24 ঘণ্টায় 28 হাজার 739 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 13 লাখ 23 হাজার 762 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 86 হাজার 310 ।

আরও পড়ুন : করোনার জেরে ফুসফুসে তৈরি হচ্ছে কালো আবরণ !

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 26 লাখ 73 হাজার 461 জন । সুস্থ হয়ে উঠেছে 21 লাখ 14 হাজার 579 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 15 হাজার 777 জন । সুস্থ হয়ে উঠেছে 10 লাখ 86 হাজার 669 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 83 হাজার 930 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 50 হাজার 167 জন ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শনিবারে মোট 11 লাখ 81 হাজার 289 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 24 কোটি 9 লাখ 50 হাজার 842 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি, 28 মার্চ : বেড়েই চলেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনায় 62 হাজার 714 জন আক্রান্ত হয়েছে । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 62 হাজার 258 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 19 লাখ 71 হাজার 624 জন । গত বছরে 16 অক্টোবর আক্রান্তের সংখ্যা ছিল 63 হাজার 371 জন ৷ তারপর কমতে কমতে একসময় দশ হাজারের নিচে নেমে এসেছিল সংক্রমণ ৷ তারপর আবার বাড়তে থাকে ৷ গতকাল সংক্রমণের সংখ্যা 60 হাজারের গণ্ডি পেরোয়া ৷ আজ তা আরও বাড়ল ৷

এছাড়া গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 312 জনের, যা বিগত 3 মাসের মধ্যে সর্বাধিক ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 291 জন ৷ এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 61 হাজার 552 জনের । গত 24 ঘণ্টায় 28 হাজার 739 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 13 লাখ 23 হাজার 762 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 86 হাজার 310 ।

আরও পড়ুন : করোনার জেরে ফুসফুসে তৈরি হচ্ছে কালো আবরণ !

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 26 লাখ 73 হাজার 461 জন । সুস্থ হয়ে উঠেছে 21 লাখ 14 হাজার 579 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 15 হাজার 777 জন । সুস্থ হয়ে উঠেছে 10 লাখ 86 হাজার 669 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 83 হাজার 930 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 50 হাজার 167 জন ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শনিবারে মোট 11 লাখ 81 হাজার 289 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 24 কোটি 9 লাখ 50 হাজার 842 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.