ETV Bharat / bharat

Sexagenarian Father of Triplets: একইসঙ্গে তিন সন্তানের বাবা হলেন 62 বছরের বৃদ্ধ - 62 এর বৃদ্ধের 30 বছর বয়সি স্ত্রী

62 বছরের বৃদ্ধের 30 বছর বয়সি স্ত্রী জন্ম দিলেন তিন সন্তানের ৷ শিশুগুলির অবস্থা আশংকাজনক হলেও বৃদ্ধের মুখে খুশির হাসি ৷

62 year old man becomes father
62 বছরে বাবা
author img

By

Published : Jun 14, 2023, 10:44 PM IST

সাতনা (মধ্যপ্রদেশ), 14 জুন: এজ ইজ যাস্ট আ নাম্বার ! বয়সটা কোনও বাধাই নয় ৷ সবাইকে চমকে দিয়ে 62 বছরে একসঙ্গে তিন সন্তানের বাবা হলেন মধ্যপ্রদেশের সাতনা জেলার এক বৃদ্ধ ৷ মঙ্গলবার সকালে গোবিন্দ কুশওয়াহারের স্ত্রী বছর 30-এর হীরাবাই সন্তানদের জন্ম দিয়েছেন । তবে তিন সন্তানের অবস্থা আশংকাজনক ৷ তাদের রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ারে ৷ কিন্তু তা হলেও সন্তান জন্মের খবর শুনে আনন্দে আত্মহারা বৃদ্ধ বাবা ।

জানা গিয়েছে, গোবিন্দ দুটি বিয়ে করেছেন ৷ প্রথম স্ত্রীর নাম কস্তুরী বাই ৷ বয়স 60 বছর । তাঁদের একটি ছেলেও ছিল ৷ 18 বছর বয়সে একটি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর । তারপরেই পুত্রশোকে কাতর হয়ে যান গোবিন্দ ৷ সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের ৷ প্রথম স্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে তাঁর স্বামীর দ্বিতীয়বার বিয়ে দেন । হীরাবাই কুশওয়াহার সঙ্গে বিয়ের প্রায় 6 বছর পর বাবা হলেন গোবিন্দ ৷ তাও আবার একসঙ্গে তিন সন্তানের ৷ তিনি তাঁর তিন সন্তানের সুস্থতা ও মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলে জানিয়েছেন ।

সোমবার রাতে বৃদ্ধের স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিসকেরা তাঁকে প্রসূতি ওয়ার্ডে ভরতি করেন এবং মঙ্গলবার সকালে সিজারিয়ান অপারেশন করে হীরাবাই একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেন । সদ্যজাতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছে এবং তিন শিশুরই চিকিৎসা চলছে ।

আরও পড়ুন: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কেই সন্তান ! 10 মাসের শিশুকে আছড়ে মারল বাবা

জেলা হাসপাতালের প্রশাসক চিকিৎসক অমর সিং জানিয়েছেন, শিশুদের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে । মহিলা 34 সপ্তাহে বাচ্চাদের জন্ম দিয়েছেন, যেখানে স্বাভাবিক প্রসব হয় 35 সপ্তাহের মধ্যে । এর জেরে শিশুরা দুর্বল রয়েছে ৷ তাই এনআইসিইউতে চিকিৎসা করা হচ্ছে তাদের ।

সাতনা (মধ্যপ্রদেশ), 14 জুন: এজ ইজ যাস্ট আ নাম্বার ! বয়সটা কোনও বাধাই নয় ৷ সবাইকে চমকে দিয়ে 62 বছরে একসঙ্গে তিন সন্তানের বাবা হলেন মধ্যপ্রদেশের সাতনা জেলার এক বৃদ্ধ ৷ মঙ্গলবার সকালে গোবিন্দ কুশওয়াহারের স্ত্রী বছর 30-এর হীরাবাই সন্তানদের জন্ম দিয়েছেন । তবে তিন সন্তানের অবস্থা আশংকাজনক ৷ তাদের রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ারে ৷ কিন্তু তা হলেও সন্তান জন্মের খবর শুনে আনন্দে আত্মহারা বৃদ্ধ বাবা ।

জানা গিয়েছে, গোবিন্দ দুটি বিয়ে করেছেন ৷ প্রথম স্ত্রীর নাম কস্তুরী বাই ৷ বয়স 60 বছর । তাঁদের একটি ছেলেও ছিল ৷ 18 বছর বয়সে একটি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর । তারপরেই পুত্রশোকে কাতর হয়ে যান গোবিন্দ ৷ সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের ৷ প্রথম স্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে তাঁর স্বামীর দ্বিতীয়বার বিয়ে দেন । হীরাবাই কুশওয়াহার সঙ্গে বিয়ের প্রায় 6 বছর পর বাবা হলেন গোবিন্দ ৷ তাও আবার একসঙ্গে তিন সন্তানের ৷ তিনি তাঁর তিন সন্তানের সুস্থতা ও মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলে জানিয়েছেন ।

সোমবার রাতে বৃদ্ধের স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিসকেরা তাঁকে প্রসূতি ওয়ার্ডে ভরতি করেন এবং মঙ্গলবার সকালে সিজারিয়ান অপারেশন করে হীরাবাই একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেন । সদ্যজাতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছে এবং তিন শিশুরই চিকিৎসা চলছে ।

আরও পড়ুন: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কেই সন্তান ! 10 মাসের শিশুকে আছড়ে মারল বাবা

জেলা হাসপাতালের প্রশাসক চিকিৎসক অমর সিং জানিয়েছেন, শিশুদের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে । মহিলা 34 সপ্তাহে বাচ্চাদের জন্ম দিয়েছেন, যেখানে স্বাভাবিক প্রসব হয় 35 সপ্তাহের মধ্যে । এর জেরে শিশুরা দুর্বল রয়েছে ৷ তাই এনআইসিইউতে চিকিৎসা করা হচ্ছে তাদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.