ETV Bharat / bharat

6 রাজ্যে নতুন আক্রান্তের পরিমাণ মোট দেশের প্রায় 87 শতাংশ - coronavirus in india

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র সব থেকে এগিয়ে । মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা আট হাজার 623 । কেরালায় এই সংখ্যা তিন হাজার 792 এবং পঞ্জাবে 593 ।

corona
corona
author img

By

Published : Feb 28, 2021, 10:19 PM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় নতুনভাবে করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে সব থেকে করুণ অবস্থা ছয় রাজ্যের । এই রাজ্যগুলি হল কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাত । গত 24 ঘণ্টায় গোটা দেশে যত পরিমাণ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁর মধ্যে 86.37 শতাংশ মানুষ এই ছয় রাজ্যের ।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র সব থেকে এগিয়ে । মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা আট হাজার 623 । কেরালায় এই সংখ্যা তিন হাজার 792 এবং পঞ্জাবে 593 । ছয় রাজ্যে নতুন করে 84.96 শতাংশ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । মহারাষ্ট্রে 51 জন, কেরালায় 18 জন এবং পঞ্জাবে 11 জনের মৃত্যু হয়েছে শেষ 24 ঘণ্টায় । স্বাস্থ্যমন্ত্রক নতুন আট রাজ্যের উল্লেখ করেছে, যাদের দৈনিক করোনায় আক্রান্তের নিরিখে পরিসংখ্যান উর্ধ্বগামী । সেগুলি হল কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাত, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ ।

উল্লেখ্য, দেশে গত 24 ঘণ্টায় করোনায় 16 হাজার 752 জন আক্রান্ত । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 16 হাজার 488 জন । এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক কোটি 10 লাখ 96 হাজার 731 জন ।
আরও পডু়ন : বাজারে আসছে নতুন ভ্য়াকসিন, নিজেদের পছন্দ অনুযায়ী বাছতে পারবেন গ্রাহকরা

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 113 জনের মৃত্যু হয়েছে । এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট এক লাখ 57 হাজার 51 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 718 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে এক কোটি 7 লাখ 75 হাজার 169 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা এক লাখ 64 হাজার 511 ।

দিল্লি, 28 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় নতুনভাবে করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে সব থেকে করুণ অবস্থা ছয় রাজ্যের । এই রাজ্যগুলি হল কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাত । গত 24 ঘণ্টায় গোটা দেশে যত পরিমাণ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁর মধ্যে 86.37 শতাংশ মানুষ এই ছয় রাজ্যের ।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র সব থেকে এগিয়ে । মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা আট হাজার 623 । কেরালায় এই সংখ্যা তিন হাজার 792 এবং পঞ্জাবে 593 । ছয় রাজ্যে নতুন করে 84.96 শতাংশ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । মহারাষ্ট্রে 51 জন, কেরালায় 18 জন এবং পঞ্জাবে 11 জনের মৃত্যু হয়েছে শেষ 24 ঘণ্টায় । স্বাস্থ্যমন্ত্রক নতুন আট রাজ্যের উল্লেখ করেছে, যাদের দৈনিক করোনায় আক্রান্তের নিরিখে পরিসংখ্যান উর্ধ্বগামী । সেগুলি হল কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাত, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ ।

উল্লেখ্য, দেশে গত 24 ঘণ্টায় করোনায় 16 হাজার 752 জন আক্রান্ত । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 16 হাজার 488 জন । এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক কোটি 10 লাখ 96 হাজার 731 জন ।
আরও পডু়ন : বাজারে আসছে নতুন ভ্য়াকসিন, নিজেদের পছন্দ অনুযায়ী বাছতে পারবেন গ্রাহকরা

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 113 জনের মৃত্যু হয়েছে । এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট এক লাখ 57 হাজার 51 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 718 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে এক কোটি 7 লাখ 75 হাজার 169 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা এক লাখ 64 হাজার 511 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.