ETV Bharat / bharat

Assam-Mizoram Border Violence : অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে মৃত 6 আধাসেনা - Assam Mizoram violence

সূত্রের খবর, এখনও সরকারি ঘোষণা না হলেও লায়লাপুর সীমানা নিয়ে পুরোনো বিবাদে সোমবারের সংঘর্ষে স্থানীয় 30 জন আহত হয়েছেন ৷ এঁদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিজোরামের দিক থেকে গুলি চলে ৷

s
s
author img

By

Published : Jul 26, 2021, 8:21 PM IST

Updated : Jul 26, 2021, 9:01 PM IST

গুয়াহাটি, 26 জুলাই : পুরোনো বিবাদের জেরে অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে মৃত 6 আধাসেনা ৷ ঘটনাটি ঘটেছে দুই রাজ্যের সীমানা এলাকা লায়লাপুরে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম পুলিশ ও আধাসেনার 6 জন সংঘর্ষে আহত হন ৷ পরে তাঁদের মৃত্যু হয় ৷ মিজোরামের দিক থেকে গুলি চলে ৷

অসম পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও সরকারি ঘোষণা না হলেও লায়লাপুর সীমানা নিয়ে পুরোনো বিবাদে সোমবারের সংঘর্ষে স্থানীয় 30 জন আহত হয়েছেন ৷ এঁদের 4 জনের মৃত্যু হয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিজোরামের দিক থেকে গুলি চলে ৷

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংঘর্ষের ঘটনায় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরমাথাঙ্গার হস্তক্ষেপের দাবি করেছেন ৷ হেমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করেন ৷ সেখানে লেখেন, "মিজোরামের কোলাসিবের এসপি অসমের চেকপোস্ট থেকে নিরাপত্তারক্ষী সরিয়ে নিতে বলছেন ৷ কারণ তাঁদের সাধারণ বাসিন্দাদের সংঘর্ষ থেকে বিরত করা যাচ্ছে না ৷ আমরা এরকম পরিস্থিতির মধ্যে সরকার চালাব কী করে ?"

আরও পড়ুন: anti-CAA movement : ইউএপিএ-তে বন্দি অখিল গগৈ দেড় বছর পর বেকসুর খালাস

এদিন সংঘর্ষের খবর পেতেই দ্রুত রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযুষ হাজারিকে লায়লাপুর সীমানা পরিদর্শনের নির্দেশ দেন হেমন্ত বিশ্ব শর্মা ৷ পুরোনো বিবাদে এখনও উত্তপ্ত রয়েছে অসম-মিজোরাম সীমানা ৷

গুয়াহাটি, 26 জুলাই : পুরোনো বিবাদের জেরে অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে মৃত 6 আধাসেনা ৷ ঘটনাটি ঘটেছে দুই রাজ্যের সীমানা এলাকা লায়লাপুরে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম পুলিশ ও আধাসেনার 6 জন সংঘর্ষে আহত হন ৷ পরে তাঁদের মৃত্যু হয় ৷ মিজোরামের দিক থেকে গুলি চলে ৷

অসম পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও সরকারি ঘোষণা না হলেও লায়লাপুর সীমানা নিয়ে পুরোনো বিবাদে সোমবারের সংঘর্ষে স্থানীয় 30 জন আহত হয়েছেন ৷ এঁদের 4 জনের মৃত্যু হয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিজোরামের দিক থেকে গুলি চলে ৷

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংঘর্ষের ঘটনায় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরমাথাঙ্গার হস্তক্ষেপের দাবি করেছেন ৷ হেমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করেন ৷ সেখানে লেখেন, "মিজোরামের কোলাসিবের এসপি অসমের চেকপোস্ট থেকে নিরাপত্তারক্ষী সরিয়ে নিতে বলছেন ৷ কারণ তাঁদের সাধারণ বাসিন্দাদের সংঘর্ষ থেকে বিরত করা যাচ্ছে না ৷ আমরা এরকম পরিস্থিতির মধ্যে সরকার চালাব কী করে ?"

আরও পড়ুন: anti-CAA movement : ইউএপিএ-তে বন্দি অখিল গগৈ দেড় বছর পর বেকসুর খালাস

এদিন সংঘর্ষের খবর পেতেই দ্রুত রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযুষ হাজারিকে লায়লাপুর সীমানা পরিদর্শনের নির্দেশ দেন হেমন্ত বিশ্ব শর্মা ৷ পুরোনো বিবাদে এখনও উত্তপ্ত রয়েছে অসম-মিজোরাম সীমানা ৷

Last Updated : Jul 26, 2021, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.