ETV Bharat / bharat

নেই অ্যাম্বুল্যান্স, ঠেসা হাসপাতালে রোগী! চিকিৎসার আগেই মৃত্যু

Man Dies Due to Failing to Get Ambulance in Uttar Pradesh: অ্যাম্বুল্যান্সের জরুরি পরিষেবা নম্বরে ফোন করেও সাহায্য না পাওয়ার অভিযোগ ৷ ফলে ঠেলাগাড়ি করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হল ৷ কিন্তু, সময়ে চিকিৎসা শুরু না হওয়ায় মৃত্যু হল রোগীর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 4:55 PM IST

এটাহ (উত্তরপ্রদেশ), 2 জানুয়ারি: তিনবার অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করেও কোনও পরিষেবা না পাওয়ার অভিযোগ ৷ ফলে সময়ে চিকিৎসা শুরু না হওয়া মৃত্যু হল 50 বছরের এক ব্যক্তির ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটাহ জেলায় ৷ অভিযোগ সরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবায় ফোন করা হলে জানানো হয়, এটাহর পাতিয়ালা গেট এলাকায় অ্য়াম্বুল্যান্স পরিষেবা উপলব্ধ নয় ৷ তাই বাধ্য হয়ে অসুস্থ ব্যক্তিকে ঠেলাগাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় পরিজনরা ৷ হাসপাতালে পৌঁছানোর পরেই মৃত্যু হয় ব্যক্তির ৷

মৃতের ছেলে আমন জানিয়েছেন, এটহার পাতিয়ালা গেট এলাকার বাসিন্দা তাঁরা ৷ তাঁর বাবা পেশায় সবজি বিক্রেতা ৷ দোকান বন্ধ করে ফেরার সময় অস্বস্তিবোধ করেন তিনি ৷ ফলে বাড়ি ফিরেই শুয়ে পড়েন ৷ বাবাকে অসময়ে শুয়ে পড়তে দেখে, কী হয়েছে জানতে চান আমন ৷ তিনি জানান, শরীর ভালো লাগছে না ৷ এর পরেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷ তখন আমন অ্য়াম্বুল্যান্স পরিষেবার 108 নম্বরে ফোন করেন ৷ কিন্তু, ফোনের ওপার থেকে তাঁকে বলা হয়, এটাহর ওই এলাকায় অ্যাম্বুল্যান্স পরিষেবা উপলব্ধ নেই ৷

মোট তিনবার ফোন করে একই জবাব পান আমন ৷ এরপর বাধ্য হয়েই প্রতিবেশীদের সাহায্যে ঠেলা গাড়ি করে অসুস্থ ব্যক্তিকে এটাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে উপস্থিত চিকিৎসক ব্যক্তির কাছে জানতে চান, তাঁর কী সমস্যা হচ্ছে ? কিন্তু, কোনও জবাব দেওয়ার আগেই জ্ঞান হারান তিনি ৷ দ্রুত প্রয়োজনীয় শুশ্রূষা করা হলেও, জ্ঞান ফেরেনি তাঁর ৷ এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

মৃতের ছেলে অভিযোগ করেছেন, অ্যাম্বুল্যান্স না পাওয়ায় তাঁর বাবার সময়ে চিকিৎসা শুরু করা যায়নি ৷ সময়ে চিকিৎসা হলে, তিনি প্রাণে বাঁচতেন ৷ এই ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ এর পরেই এটাহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর উমেশ ত্রিপাঠী ওই রোগীকে ঠেলাগাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগকারীর ফোন কলের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে জরুরি পরিষেবা বিভাগে কে বা কারা দায়িত্বে ছিলেন ? সেই রিপোর্টও চাওয়া হয়েছে ৷ ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

আরও পড়ুন:

  1. বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়
  2. অমিল অ্যাম্বুল্যান্স, বাইকে দেহ নিয়ে হাসপাতালে পরিজন
  3. অ্যাম্বুল্যান্স চালকদের নিতে হবে নির্ধারিত ভাড়াই, জরুরি বৈঠকে সিদ্ধান্ত উত্তরবঙ্গ মেডিক্যালে

এটাহ (উত্তরপ্রদেশ), 2 জানুয়ারি: তিনবার অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করেও কোনও পরিষেবা না পাওয়ার অভিযোগ ৷ ফলে সময়ে চিকিৎসা শুরু না হওয়া মৃত্যু হল 50 বছরের এক ব্যক্তির ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটাহ জেলায় ৷ অভিযোগ সরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবায় ফোন করা হলে জানানো হয়, এটাহর পাতিয়ালা গেট এলাকায় অ্য়াম্বুল্যান্স পরিষেবা উপলব্ধ নয় ৷ তাই বাধ্য হয়ে অসুস্থ ব্যক্তিকে ঠেলাগাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় পরিজনরা ৷ হাসপাতালে পৌঁছানোর পরেই মৃত্যু হয় ব্যক্তির ৷

মৃতের ছেলে আমন জানিয়েছেন, এটহার পাতিয়ালা গেট এলাকার বাসিন্দা তাঁরা ৷ তাঁর বাবা পেশায় সবজি বিক্রেতা ৷ দোকান বন্ধ করে ফেরার সময় অস্বস্তিবোধ করেন তিনি ৷ ফলে বাড়ি ফিরেই শুয়ে পড়েন ৷ বাবাকে অসময়ে শুয়ে পড়তে দেখে, কী হয়েছে জানতে চান আমন ৷ তিনি জানান, শরীর ভালো লাগছে না ৷ এর পরেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷ তখন আমন অ্য়াম্বুল্যান্স পরিষেবার 108 নম্বরে ফোন করেন ৷ কিন্তু, ফোনের ওপার থেকে তাঁকে বলা হয়, এটাহর ওই এলাকায় অ্যাম্বুল্যান্স পরিষেবা উপলব্ধ নেই ৷

মোট তিনবার ফোন করে একই জবাব পান আমন ৷ এরপর বাধ্য হয়েই প্রতিবেশীদের সাহায্যে ঠেলা গাড়ি করে অসুস্থ ব্যক্তিকে এটাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে উপস্থিত চিকিৎসক ব্যক্তির কাছে জানতে চান, তাঁর কী সমস্যা হচ্ছে ? কিন্তু, কোনও জবাব দেওয়ার আগেই জ্ঞান হারান তিনি ৷ দ্রুত প্রয়োজনীয় শুশ্রূষা করা হলেও, জ্ঞান ফেরেনি তাঁর ৷ এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

মৃতের ছেলে অভিযোগ করেছেন, অ্যাম্বুল্যান্স না পাওয়ায় তাঁর বাবার সময়ে চিকিৎসা শুরু করা যায়নি ৷ সময়ে চিকিৎসা হলে, তিনি প্রাণে বাঁচতেন ৷ এই ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ এর পরেই এটাহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর উমেশ ত্রিপাঠী ওই রোগীকে ঠেলাগাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগকারীর ফোন কলের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে জরুরি পরিষেবা বিভাগে কে বা কারা দায়িত্বে ছিলেন ? সেই রিপোর্টও চাওয়া হয়েছে ৷ ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

আরও পড়ুন:

  1. বেহাল রাস্তায় অমিল অ্যাম্বুল্যান্স, খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ায় তরুণী বধূ মৃত বামনগোলায়
  2. অমিল অ্যাম্বুল্যান্স, বাইকে দেহ নিয়ে হাসপাতালে পরিজন
  3. অ্যাম্বুল্যান্স চালকদের নিতে হবে নির্ধারিত ভাড়াই, জরুরি বৈঠকে সিদ্ধান্ত উত্তরবঙ্গ মেডিক্যালে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.