ETV Bharat / bharat

অফিসে সর্বাধিক 50 শতাংশ কর্মী, নয়া নির্দেশিকা মহারাষ্ট্রে

মহারাষ্ট্রে এখনও দাপুটে ব্য়াটিং করোনার ৷ পরিস্থিতি বাগে আনতে নয়া নির্দেশিকা রাজ্যের ৷ আগামী 31 মার্চ পর্যন্ত সমস্ত বেসরকারি অফিস, সিনেমাহল, অডিটোরিয়ামে একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ (ধারণ ক্ষমতার) মানুষকে ঢোকানো যাবে বলে নির্দেশ দিল উদ্ধব ঠাকরের সরকার ৷

50% Capacity For Maharashtra Private Offices, Theatres Till March 31
অফিসের কাজে সর্বাধিক 50 শতাংশ কর্মী, মহারাষ্ট্রে জারি নয়া নির্দেশিকা
author img

By

Published : Mar 19, 2021, 7:39 PM IST

মুম্বই, 19 মার্চ : করোনা আবহে ফের নয়া নির্দেশিকা জারি মহারাষ্ট্র সরকারের ৷ তাতে বলা হয়েছে, আগামী 31 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বেসরকারি অফিস, সিনেমাহল, অডিটোরিয়ামে একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ (ধারণ ক্ষমতার) মানুষকে ঢোকানো যাবে ৷

প্রসঙ্গত, গোটা দেশে ক্রমশ করোনার প্রকোপ কমলেও নতুন করে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র ৷ এখনও এ রাজ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ৷ বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও ৷ আরব সাগরের তীরে যে ইতিমধ্য়েই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, তা ইতিমধ্যেই মেনে নিয়েছে প্রশাসন ৷ আর তাতেই ঘুম ছুটেছে সকলের ৷ পরিস্থিতি বাগে আনতে কখনও নাইট কার্ফিউ, তো কখনও আঞ্চলিক লকডাউনে ভরসা রাখতে হচ্ছে রাজ্য়ে প্রশাসনকে ৷

বৃহস্পতিবার রাতের পরিসংখ্যান বলছে, শেষ 24 ঘণ্টায় নতুন করে কোভিড রোগী হিসাবে চিহ্নিত হয়েছেন 25 হাজার 833 জন ৷ গত বছর ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে যা এখনও পর্যন্ত সর্বাধিক ৷

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, মানুষ যেভাবে করোনা বিধি উপেক্ষা করছেন, তাতে ফের একবার লকডাউন ঘোষণা করা ছাড়া আর কোনও উপায় থাকছে না ৷ শুক্রবার ফের একবার সেকথা স্মরণ করিয়ে দেন উদ্ধব ৷ বলেন, ‘‘আগামী দিনে ফের হয়তো লকডাউন কার্যকর করা হতে পারে ৷ কিন্তু আমার বিশ্বাস, গতবারের মতো এবারও রাজ্য়ের মানুষ সবরকম সহযোগিতা করবেন ৷’’

আরও পড়ুন : বাড়ছে সংক্রমণ ! পুনেতে ফের নাইট কার্ফিউ, আকোলায় জারি লকডাউন

এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, কেবলমাত্র স্বাস্থ্য ও অন্য়ান্য় জরুরী পরিষেবা বাদে সমস্ত বেসরকারি অফিসেই একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ কর্মীকে নিয়ে কাজ করতে হবে ৷ উৎপাদন ক্ষেত্রে দূরত্ববিধি বজায় রাখতে প্রয়োজনে শিফটিং ডিউটিতে রদবদল ঘটিয়ে ও সময় বাড়িয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে সমস্ত কারখানা বা উৎপাদন সংস্থা এই নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷ এমনকী, সেখানে তালাও ঝুলিয়ে দেওয়া হতে পারে ৷

ওয়াকিবহাল মহল মনে করছে, করোনার একাধিক নতুন স্ট্রেইন মহারাষ্ট্রে ঢুকে পড়াতেই দাপট বেড়েছে কোভিড ভাইরাসের ৷ যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনও তথ্য পেশ করা হয়নি ৷

মুম্বই, 19 মার্চ : করোনা আবহে ফের নয়া নির্দেশিকা জারি মহারাষ্ট্র সরকারের ৷ তাতে বলা হয়েছে, আগামী 31 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বেসরকারি অফিস, সিনেমাহল, অডিটোরিয়ামে একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ (ধারণ ক্ষমতার) মানুষকে ঢোকানো যাবে ৷

প্রসঙ্গত, গোটা দেশে ক্রমশ করোনার প্রকোপ কমলেও নতুন করে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র ৷ এখনও এ রাজ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ৷ বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও ৷ আরব সাগরের তীরে যে ইতিমধ্য়েই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, তা ইতিমধ্যেই মেনে নিয়েছে প্রশাসন ৷ আর তাতেই ঘুম ছুটেছে সকলের ৷ পরিস্থিতি বাগে আনতে কখনও নাইট কার্ফিউ, তো কখনও আঞ্চলিক লকডাউনে ভরসা রাখতে হচ্ছে রাজ্য়ে প্রশাসনকে ৷

বৃহস্পতিবার রাতের পরিসংখ্যান বলছে, শেষ 24 ঘণ্টায় নতুন করে কোভিড রোগী হিসাবে চিহ্নিত হয়েছেন 25 হাজার 833 জন ৷ গত বছর ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে যা এখনও পর্যন্ত সর্বাধিক ৷

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, মানুষ যেভাবে করোনা বিধি উপেক্ষা করছেন, তাতে ফের একবার লকডাউন ঘোষণা করা ছাড়া আর কোনও উপায় থাকছে না ৷ শুক্রবার ফের একবার সেকথা স্মরণ করিয়ে দেন উদ্ধব ৷ বলেন, ‘‘আগামী দিনে ফের হয়তো লকডাউন কার্যকর করা হতে পারে ৷ কিন্তু আমার বিশ্বাস, গতবারের মতো এবারও রাজ্য়ের মানুষ সবরকম সহযোগিতা করবেন ৷’’

আরও পড়ুন : বাড়ছে সংক্রমণ ! পুনেতে ফের নাইট কার্ফিউ, আকোলায় জারি লকডাউন

এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, কেবলমাত্র স্বাস্থ্য ও অন্য়ান্য় জরুরী পরিষেবা বাদে সমস্ত বেসরকারি অফিসেই একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ কর্মীকে নিয়ে কাজ করতে হবে ৷ উৎপাদন ক্ষেত্রে দূরত্ববিধি বজায় রাখতে প্রয়োজনে শিফটিং ডিউটিতে রদবদল ঘটিয়ে ও সময় বাড়িয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে সমস্ত কারখানা বা উৎপাদন সংস্থা এই নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷ এমনকী, সেখানে তালাও ঝুলিয়ে দেওয়া হতে পারে ৷

ওয়াকিবহাল মহল মনে করছে, করোনার একাধিক নতুন স্ট্রেইন মহারাষ্ট্রে ঢুকে পড়াতেই দাপট বেড়েছে কোভিড ভাইরাসের ৷ যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনও তথ্য পেশ করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.