ভোপাল, 11 জানুয়ারি: ভোপালের বৈরাগড় কালানে বিষ খেয়ে পুরো পরিবার-সহ পাঁচজনের আত্মহত্যার চেষ্টা (Attempt Suicide) ৷ পরিবারের কর্তা তিনি একজন ঠিকাদার (Contractor) ৷ ঋণে জর্জরিত হওয়ায় তিনি তাঁর পরিবারের পাঁচজনকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের ওই সদস্যদের স্থানীয় হামিদিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, পরিবারের সকলেরই অবস্থা আশংকাজনক ৷ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে। খেজুরি থানা পুলিশ বিষয়টির তদন্ত শুরু করছে ।
খেজুরি থানার ইনচার্জ সন্ধ্যা মিশ্র জানান, তিনি এবং তাঁর তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঠিকাদার কিশোর জাটের পরিবারের কাছ থেকে জানেত পারেন, বুধবার সকাল 6টা নাগাদ এই ঘটনাটি ঘটে ৷ কিশোর জাট (40) এদিন তাঁর স্ত্রী সীতা জাট (35), তিন মেয়ে, কাঞ্চন জাট (15), আন্নু (10), পূর্বা (8) এবং এক ছেলে অভয়কে (12) নিয়ে থাকতেন ৷ সকলেই এদিন তাঁরা বিষ খান (5 People of Same Family Attempt Suicide) ৷ সবার অবস্থা খারাপ। তাঁদের মেয়েরা পূর্বা ও আন্নুর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ৷
আরও পড়ুন: বিচ্ছেদের জেরে প্রেমিককে ভিডিয়ো কলের সময় আত্মঘাতী বিবাহিত মহিলা !
পরিবারসূত্রে আরও জানা গিয়েছে, কিশোর অনেক জায়গায় ঘরবাড়ি তৈরি চুক্তিতে সই করে থাকলেও তা সময়মতো করে উঠতে পারেননি ৷ যার কারণে মানসিক চাপে ছিলেন কিশোর। কারণ সুদখোরদের থেকে ক্রমশ বাড়ছিল তাগাদা ৷ প্রাথমিক তদন্ত করার পর পুলিশ জানিয়েছে, ঋণের জেরেই আত্মহত্যার চেষ্টা করেছে পরিবারের সকলে। পুলিশ হাসপাতাল ছাড়াও ঘটনাস্থলও তদন্ত করছে ৷ পাশাপাশি তাঁদের মোবাইল ফোনও পরীক্ষার জন্য নেওয়া হয়েছে ৷ বিভিন্ন সময়ে কার থেকে ফোন এসেছিল তাও তদন্ত করা হবে। প্রতিবেশীদের কাছ থেকেও জানা হবে এদিন সকালে কিছু ঘটেছিল কি না ৷
আরও পড়ুন: নিত্য খাবারের লক্ষাধিক টাকা বকেয়া, বিডিওকে দায়ী করে আত্মঘাতী দোকানি