ETV Bharat / bharat

হরিয়ানায় অক্সিজেন সঙ্কট, মৃত 5 করোনা রোগী - lack of oxygen in Haryana

হরিয়ানার হিসার জেলায় পাঁচ জন করোনা আক্রান্তের মৃত্যু ঘিরে প্রতিবাদ, বিক্ষোভ । মৃতদের পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে তাঁদের ।

হরিয়াণায় অক্সিজেন সঙ্কট
হরিয়াণায় অক্সিজেন সঙ্কট
author img

By

Published : Apr 26, 2021, 12:14 PM IST

Updated : Apr 26, 2021, 12:46 PM IST

হিসার, 26 এপ্রিল : দেশজুড়ে অব্যাহত অক্সিজেন সঙ্কট । হরিয়ানার হিসার জেলায় পাঁচ জন করোনা আক্রান্তের মৃত্যু ঘিরে প্রতিবাদ, বিক্ষোভ । মৃতদের পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে তাঁদের । শেষ 24 ঘণ্টায় হরিয়ানায় তৃতীয়বার এই ধরনের ঘটনা ঘটল ।

রবিবার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চারজন প্রাণ হারিয়েছিলেন । আরও চারজন মারা গিয়েছেন চন্ডিগড় থেকে 330 কিলোমিটার দূরে রেওয়ারির এক হাসপাতালে । প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ, অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে রোগীদের ।

গোটা দেশজুড়ে চলছে অক্সিজেন নিয়ে হাহাকার । সবথেকে খারাপ পরিস্থিতি রাজধানী দিল্লিতে । শুধুমাত্র শুক্রবারই অক্সিজেনের ঘাটতির জন্য 25 জন প্রাণ হারিয়েছেন রাজধানীতে ।

একই পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায় । দৈনিক সংক্রমণ সেখানেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে । শেষ 24 ঘণ্টায় 10 হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন সেখানে । হরিয়ানার মুখ্যসচিব বিজয় বর্ধন রবিবার ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছেন শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বিশেষ কমিটি গঠনের জন্য । ওই কমিটি হরিয়ানার সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন বণ্টনের উপর নজর রাখবে বলে ঠিক হয়েছে ।

হিসার, 26 এপ্রিল : দেশজুড়ে অব্যাহত অক্সিজেন সঙ্কট । হরিয়ানার হিসার জেলায় পাঁচ জন করোনা আক্রান্তের মৃত্যু ঘিরে প্রতিবাদ, বিক্ষোভ । মৃতদের পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে তাঁদের । শেষ 24 ঘণ্টায় হরিয়ানায় তৃতীয়বার এই ধরনের ঘটনা ঘটল ।

রবিবার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চারজন প্রাণ হারিয়েছিলেন । আরও চারজন মারা গিয়েছেন চন্ডিগড় থেকে 330 কিলোমিটার দূরে রেওয়ারির এক হাসপাতালে । প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ, অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে রোগীদের ।

গোটা দেশজুড়ে চলছে অক্সিজেন নিয়ে হাহাকার । সবথেকে খারাপ পরিস্থিতি রাজধানী দিল্লিতে । শুধুমাত্র শুক্রবারই অক্সিজেনের ঘাটতির জন্য 25 জন প্রাণ হারিয়েছেন রাজধানীতে ।

একই পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায় । দৈনিক সংক্রমণ সেখানেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে । শেষ 24 ঘণ্টায় 10 হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন সেখানে । হরিয়ানার মুখ্যসচিব বিজয় বর্ধন রবিবার ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছেন শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বিশেষ কমিটি গঠনের জন্য । ওই কমিটি হরিয়ানার সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন বণ্টনের উপর নজর রাখবে বলে ঠিক হয়েছে ।

Last Updated : Apr 26, 2021, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.