ETV Bharat / bharat

Jharkhand Bandh: প্রভাব পড়ল না 48 ঘণ্টার বনধে, ঝাড়খণ্ডে জনজীবন স্বাভাবিক - জেএসএসইউ

ঝাড়খণ্ডের সরকারি চাকরিতে 100 শতাংশ সংরক্ষণের দাবি উঠেছে ৷ সেই দাবিতে শনিবার থেকে ছাত্র সংগঠনগুলির ডাকে শুরু হয়েছে বনধ ৷ যদিও বনধে সেভাবে প্রভাব পড়েনি ৷ জনজীবন স্বাভাবিক রয়েছে ৷

Jharkhand Bandh
Jharkhand Bandh
author img

By

Published : Jun 10, 2023, 12:38 PM IST

রাঁচি, 10 জুন: ঝাড়খণ্ড স্টেট স্টুডেন্টস ইউনিয়ন বা জেএসএসইউ 48 ঘণ্টার ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছে ৷ শনিবার থেকে এই বনধ শুরু হয়েছে ৷ রাজ্য সরকারি চাকরিতে স্থানীয় লোকেদের জন্য 100 শতাংশ সংরক্ষণের দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে ছাত্র সংগঠনের তরফে ৷ তবে বনধের প্রভাব সেভাবে পড়েনি ৷ সকালের দিকে দোকান-বাজার খোলা ছিল ৷ রাস্তায় যথারীতি যানবাহন চলাচলও করেছে ৷

যদিও শনিবার ভোরে বিভিন্ন ছাত্র ফেডারেশনের প্রতিনিধিরা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রাস্তায় নেমেছিলেন বনধ কার্যকর করতে । বিক্ষোভকারীরা রাঁচির খাদগারা বাস স্ট্যান্ডে জড়ো হন ৷ তাঁদের তরফে পরিবহণ কর্মীদের বনধে সামিল হওয়ার আহ্বান জানানো হয় ৷ কিন্তু সেই ডাকে কেউ সাড়া দেননি ৷

রাঁচি পুলিশের এসপি শুভ্রাংশু জৈন জানিয়েছেন, ওই শহরে বনধের কোনও প্রভাব পড়েনি ৷ সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, প্রায় 10 জন আন্দোলনকারীকে বাস স্ট্যান্ডে বাইকে করে দেখা গিয়েছে ৷ তবে সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে । শহরে পরিবহণ ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে ৷

জেএসএসইউ নেতা দেবেন্দ্র মাহতো সকালে বলেছিলেন, ‘‘সকাল থেকেই আমরা বনধকে সমর্থনের জন্য জনগণের কাছে অনুরোধ করেছি ৷ আশা করি দিন যত এগিয়ে যাবে, তার প্রভাব দেখা যাবে ।" বেলা যত বেড়েছে, তত দেখা গিয়েছে যে তাঁর সেই আশায় জল ঢেলে দিয়েছেন ঝাড়খণ্ডবাসী ৷

ঝাড়খণ্ডের আদিবাসী আইকন বিরসা মুণ্ডার মৃত্যুবার্ষিকী পালন করতে রাজ্য জুড়ে মশাল মিছিল বের করে ছাত্র সংগঠনগুলি । সমাবেশ চলাকালীন দেবেন্দ্র মাহতো অভিযোগ করেন, ‘‘ঝাড়খণ্ডে সরকারি চাকরিতে বহিরাগতদের জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে ৷ আমরা এটির অনুমতি দিতে পারি না । তাই, আমরা 10 জুন থেকে 48 ঘণ্টার ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছি ৷"

গত এপ্রিলে বহিরাগতদের রাজ্য সরকারি চাকরিতে যোগদানের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে ছাত্র সংগঠনের তরফে 72 ঘণ্টার আন্দোলন শুরু হয় । 19 এপ্রিল ঝাড়খণ্ড বনধও হয় ৷ সেই সময় দেবেন্দ্র মাহাতো জানিয়েছিলেন, সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি 60-40 অনুপাত হিসাবে ভিত্তি ঘোষণা হচ্ছে । এই সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের কর্মসংস্থান নীতি হবে 1932 সালের 'খতিয়ান' (ভূমি বন্দোবস্ত) এর ভিত্তিতে । পরিবর্তে, এই সরকার একটি প্রাক-2016 কর্মসংস্থান নীতি চালু করেছিল । এর ফলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য 60 শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে এবং বাকি অংশগুলিকে উন্মুক্ত প্রতিযোগিতায় রেখে দেয় ।

বিক্ষোভকারীরা বলছেন, 1932 সালকে আবাসিক নীতির জন্য শেষ বছর হিসেবে ঘোষণা করা হলে স্থানীয়দের অধিকার রক্ষার পথ প্রশস্ত হবে । এর ফলে সেই বছরের আগে ঝাড়খণ্ডে বসবাসকারী লোকদের বংশধরদের চাকরি পেতে সুবিধা হবে ৷ গত 3 মার্চ রাজ্য মন্ত্রিসভা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন বা জেএসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়মের সংশোধনী অনুমোদন করেছে, যা স্থানীয় প্রার্থীদের মধ্যে একটি বিশাল ক্ষোভের জন্ম দিয়েছে । অভিযোগ, ওই সংশোধনীর ফলে স্থানীয়রা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ৷

আরও পড়ুন: ধানবাদে বেআইনি কয়লাখনিতে ধসে মৃত 3, আহত 2

রাঁচি, 10 জুন: ঝাড়খণ্ড স্টেট স্টুডেন্টস ইউনিয়ন বা জেএসএসইউ 48 ঘণ্টার ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছে ৷ শনিবার থেকে এই বনধ শুরু হয়েছে ৷ রাজ্য সরকারি চাকরিতে স্থানীয় লোকেদের জন্য 100 শতাংশ সংরক্ষণের দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে ছাত্র সংগঠনের তরফে ৷ তবে বনধের প্রভাব সেভাবে পড়েনি ৷ সকালের দিকে দোকান-বাজার খোলা ছিল ৷ রাস্তায় যথারীতি যানবাহন চলাচলও করেছে ৷

যদিও শনিবার ভোরে বিভিন্ন ছাত্র ফেডারেশনের প্রতিনিধিরা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রাস্তায় নেমেছিলেন বনধ কার্যকর করতে । বিক্ষোভকারীরা রাঁচির খাদগারা বাস স্ট্যান্ডে জড়ো হন ৷ তাঁদের তরফে পরিবহণ কর্মীদের বনধে সামিল হওয়ার আহ্বান জানানো হয় ৷ কিন্তু সেই ডাকে কেউ সাড়া দেননি ৷

রাঁচি পুলিশের এসপি শুভ্রাংশু জৈন জানিয়েছেন, ওই শহরে বনধের কোনও প্রভাব পড়েনি ৷ সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, প্রায় 10 জন আন্দোলনকারীকে বাস স্ট্যান্ডে বাইকে করে দেখা গিয়েছে ৷ তবে সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে । শহরে পরিবহণ ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে ৷

জেএসএসইউ নেতা দেবেন্দ্র মাহতো সকালে বলেছিলেন, ‘‘সকাল থেকেই আমরা বনধকে সমর্থনের জন্য জনগণের কাছে অনুরোধ করেছি ৷ আশা করি দিন যত এগিয়ে যাবে, তার প্রভাব দেখা যাবে ।" বেলা যত বেড়েছে, তত দেখা গিয়েছে যে তাঁর সেই আশায় জল ঢেলে দিয়েছেন ঝাড়খণ্ডবাসী ৷

ঝাড়খণ্ডের আদিবাসী আইকন বিরসা মুণ্ডার মৃত্যুবার্ষিকী পালন করতে রাজ্য জুড়ে মশাল মিছিল বের করে ছাত্র সংগঠনগুলি । সমাবেশ চলাকালীন দেবেন্দ্র মাহতো অভিযোগ করেন, ‘‘ঝাড়খণ্ডে সরকারি চাকরিতে বহিরাগতদের জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে ৷ আমরা এটির অনুমতি দিতে পারি না । তাই, আমরা 10 জুন থেকে 48 ঘণ্টার ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছি ৷"

গত এপ্রিলে বহিরাগতদের রাজ্য সরকারি চাকরিতে যোগদানের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে ছাত্র সংগঠনের তরফে 72 ঘণ্টার আন্দোলন শুরু হয় । 19 এপ্রিল ঝাড়খণ্ড বনধও হয় ৷ সেই সময় দেবেন্দ্র মাহাতো জানিয়েছিলেন, সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি 60-40 অনুপাত হিসাবে ভিত্তি ঘোষণা হচ্ছে । এই সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের কর্মসংস্থান নীতি হবে 1932 সালের 'খতিয়ান' (ভূমি বন্দোবস্ত) এর ভিত্তিতে । পরিবর্তে, এই সরকার একটি প্রাক-2016 কর্মসংস্থান নীতি চালু করেছিল । এর ফলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য 60 শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে এবং বাকি অংশগুলিকে উন্মুক্ত প্রতিযোগিতায় রেখে দেয় ।

বিক্ষোভকারীরা বলছেন, 1932 সালকে আবাসিক নীতির জন্য শেষ বছর হিসেবে ঘোষণা করা হলে স্থানীয়দের অধিকার রক্ষার পথ প্রশস্ত হবে । এর ফলে সেই বছরের আগে ঝাড়খণ্ডে বসবাসকারী লোকদের বংশধরদের চাকরি পেতে সুবিধা হবে ৷ গত 3 মার্চ রাজ্য মন্ত্রিসভা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন বা জেএসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়মের সংশোধনী অনুমোদন করেছে, যা স্থানীয় প্রার্থীদের মধ্যে একটি বিশাল ক্ষোভের জন্ম দিয়েছে । অভিযোগ, ওই সংশোধনীর ফলে স্থানীয়রা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ৷

আরও পড়ুন: ধানবাদে বেআইনি কয়লাখনিতে ধসে মৃত 3, আহত 2

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.