শ্রীনগর, 30 এপ্রিল: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য বলছে রবিবার ভোর 5 টা 15 মিনিট নাগাদ কেঁপে ওঠে কাশ্মীর থেকে শুরু করে আশাপাশের এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1 । পাশাপাশি জানা গিয়েছে কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে 5 কিমি গভীরে ।
ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি । তবে 20টি জেলাতেই বিশেষ ব্যবস্থা করে রেখেছে প্রশাসন। কোথাও উদ্ধারকাজ চালানোর প্রয়োজন পড়লে সেই কাজ যত দ্রুত সম্ভব করা হবে। বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে প্রতিটি জেলাতেই আশ্রয়স্থল তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ধরনের আশ্রয়স্থল শুধু যে ভূমিকম্পের হাত থেকে রেহাই দেবে তা নয়, বন্যা থেকে শুরু করে যে কোনও আপদকালীন পরিস্থিতিতে এখানে এসে আশ্রয় নিতে পারবেন দুর্গতরা। কাশ্মীর ছাডা়ও দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের আশ্রয়স্থল তৈরি হয়েছে।
-
Earthquake of Magnitude:4.1, Occurred on 30-04-2023, 05:15:34 IST, Lat: 35.06 & Long: 74.49, Depth: 5 Km ,Location: Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/X8YU1Z1DK0@Dr_Mishra1966 @Ravi_MoES @Indiametdept @ndmaindia pic.twitter.com/oNQ4TNPaSy
— National Center for Seismology (@NCS_Earthquake) April 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake of Magnitude:4.1, Occurred on 30-04-2023, 05:15:34 IST, Lat: 35.06 & Long: 74.49, Depth: 5 Km ,Location: Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/X8YU1Z1DK0@Dr_Mishra1966 @Ravi_MoES @Indiametdept @ndmaindia pic.twitter.com/oNQ4TNPaSy
— National Center for Seismology (@NCS_Earthquake) April 30, 2023Earthquake of Magnitude:4.1, Occurred on 30-04-2023, 05:15:34 IST, Lat: 35.06 & Long: 74.49, Depth: 5 Km ,Location: Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/X8YU1Z1DK0@Dr_Mishra1966 @Ravi_MoES @Indiametdept @ndmaindia pic.twitter.com/oNQ4TNPaSy
— National Center for Seismology (@NCS_Earthquake) April 30, 2023
গত কয়েক মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে । মাস কয়েক আগে হওয়া সিরিয়ার ভূমিকম্পের স্মৃতি এখনও তাজা ।তাছাড়া মাত্র কয়েক মাস আগেই কাশ্মীরও কেঁপে উঠেছিল । এছাড়া রাজধাানী দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প হয়েছে। আতঙ্কে ঘর ছেড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই স্মৃতি ফিরল রবিবার।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা খুব বেশি নয়। তাই ক্ষয়ক্ষতির পরিমাণও খুব বেশি হওয়ার তেমন আশঙ্কা নেই। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন। উদ্ধারকাজ চালাতে যে সমস্ত প্রস্তুতি প্রয়োজন তা নিয়ে রাখা হয়েছে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় সাধনের কাজও চলছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন বড় কোনও খবর নেই ।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.1