চামোলি (উত্তরাখণ্ড), 3 অক্টোবর : মাউন্ট ত্রিশূল (Mt Trishul) অভিযানে গিয়ে মৃত নৌসেনার চার আধিকারিক ৷ শনিবার তাঁদের দেহ উদ্ধার করা হয় ৷ সূত্রের খবর, দুর্ঘটনার সময় পর্বতারোহীদের এই দলটিতে মোট 10 জন সদস্য ছিলেন ৷ অভিযান চালাকালীনই তুষার ধসের কবলে পড়েন তাঁরা ৷ ঘটনার পর উদ্ধার কাজ শুরু হয় ৷ তাতেই মৃত চার নৌসেনা আধিকারিকের দেহ উদ্ধার হয় ৷ তবে এখনও পর্যন্ত এক শেরপা-সহ দু’জনের কোনও খোঁজ মেলেনি ৷ সেই কারণেই উত্তরাখণ্ডের পশ্চিম কুমায়ুনের এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ৷
আরও পড়ুন : চামোলির তুষার ধসে নিখোঁজ শ্রমিকদের মৃত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার
উল্লেখ্য, দুর্ঘটনার পর শুক্রবারই তুষারে চাপা পড়া কয়েকটি দেহ চিহ্নিত করেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ ত্রিশূলের কাছেই দেহগুলি পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ এরপর ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে হেলিকপ্টারে যোশিমঠে পৌঁছন উদ্ধারকারীরা ৷ সূত্রের খবর, প্রত্যেকটি দেহেরই ময়নাতদন্ত করা হবে ৷ ইতিমধ্যেই দেহগুলি স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে ৷ আপাতত সেখানেই রয়েছে সেগুলি ৷
-
#IndianNavy mountaineering expedition to Mt Trishul, Uttarakhand caught in an avalanche near the summit today.
— SpokespersonNavy (@indiannavy) October 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
All out efforts for Search and Rescue (SAR) being progressed by the ground team and helicopters from #IndianArmy, #IndianAirForce & State Disaster Response Force (1/2).
">#IndianNavy mountaineering expedition to Mt Trishul, Uttarakhand caught in an avalanche near the summit today.
— SpokespersonNavy (@indiannavy) October 1, 2021
All out efforts for Search and Rescue (SAR) being progressed by the ground team and helicopters from #IndianArmy, #IndianAirForce & State Disaster Response Force (1/2).#IndianNavy mountaineering expedition to Mt Trishul, Uttarakhand caught in an avalanche near the summit today.
— SpokespersonNavy (@indiannavy) October 1, 2021
All out efforts for Search and Rescue (SAR) being progressed by the ground team and helicopters from #IndianArmy, #IndianAirForce & State Disaster Response Force (1/2).
নৌবাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই প্রয়াত চার আধিকারিকের পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে ৷ তাঁরা হলেন, লেফটেন্য়ান্ট কমান্ডার রাজনীকান্ত যাদব, লেফটেন্য়ান্ট কমান্ডার যোগেশ তিওয়ারি, লেফটেন্য়ান্ট কমান্ডার অনন্ত কুকরেতি এবং এমসিপিও-2 হরিওম ৷ তাঁদের মৃত্যুতে নৌসেনার তরফ থেকে শোকপ্রকাশ করা হয়েছে ৷
-
All out efforts continue to locate the fifth naval climber and one Sherpa (2/2)@SpokespersonMoD @DefenceMinIndia @adgpi @IAF_MCC @HQ_IDS_India
— SpokespersonNavy (@indiannavy) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All out efforts continue to locate the fifth naval climber and one Sherpa (2/2)@SpokespersonMoD @DefenceMinIndia @adgpi @IAF_MCC @HQ_IDS_India
— SpokespersonNavy (@indiannavy) October 2, 2021All out efforts continue to locate the fifth naval climber and one Sherpa (2/2)@SpokespersonMoD @DefenceMinIndia @adgpi @IAF_MCC @HQ_IDS_India
— SpokespersonNavy (@indiannavy) October 2, 2021
নৌসেনা সূত্রে জানা গিয়েছে, গত 3 সেপ্টেম্বর এই অভিযানের সূচনা হয়েছিল মুম্বই থেকে ৷ সেই সময় দলে মোট 20 জন সদস্য ছিলেন ৷ পরে অভিযানের অন্তিম পর্যায়ে তাঁদের মধ্যে 10 জন মাউন্ট ত্রিশূল (উচ্চতা 7 হাজার 120 মিটার) জয়ের উদ্দেশে রওনা হন ৷ গত শুক্রবার সকালেই দলের বাকি 10 সদস্যদের থেকে আলাদা হয়ে যান তাঁরা ৷ কিন্তু, তারপরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ চূড়ায় পৌঁছানোর আগেই তুষার ধসের কবলে পড়েন তাঁরা ৷
-
Deeply anguished by the tragic death of four Navy personnel who were part of the Indian Navy mountaineering expedition to Mt. Trishul. The nation has not only lost precious young lives but also courageous soldiers in this tragedy.
— Rajnath Singh (@rajnathsingh) October 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply anguished by the tragic death of four Navy personnel who were part of the Indian Navy mountaineering expedition to Mt. Trishul. The nation has not only lost precious young lives but also courageous soldiers in this tragedy.
— Rajnath Singh (@rajnathsingh) October 2, 2021Deeply anguished by the tragic death of four Navy personnel who were part of the Indian Navy mountaineering expedition to Mt. Trishul. The nation has not only lost precious young lives but also courageous soldiers in this tragedy.
— Rajnath Singh (@rajnathsingh) October 2, 2021
আরও পড়ুন : উত্তরাখণ্ডের চামোলিতে তুষার বিপর্যয়ে মৃত বেড়ে 60, নিখোঁজ 136
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘নৌবাহিনীর মাউন্ট ত্রিশূল অভিযানে অংশ নিতে গিয়ে চার নৌসেনা আধিকারিকের মৃত্যু হয় ৷ এই ঘটনায় আমি শোকস্তব্ধ ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশ যে শুধুমাত্র মূল্যবান কয়েকটি তরুণের জীবন হারাল, তাই নয় ৷ দেশ তার সাহসী যোদ্ধাদেরও হারাল ৷’’