ETV Bharat / bharat

কুয়ো থেকে মিলল 36 দিনের শিশুর দেহ, মাকে জিজ্ঞাসাবাদ পুলিশের - Newborn Baby

Newborn Baby Found Dead: তিরুবনন্তপুরমে কুয়ো থেকে পাওয়া গেল 36 দিনের এক শিশুর দেহ ৷ মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

Newborn Baby Found Dead
নবজাতকের দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 6:18 PM IST

তিরুবনন্তপুরম, 27 ডিসেম্বর: সদ্যোজাত শিশুর দেহ মিলল কুয়োর ভেতরে ৷ মর্মান্তিক এই ঘটনা তিরুবনন্তপুরমের ৷ আজ ভোরে তিরুবনন্তপুরমের পোথানকোড়ের একটি কুয়ো থেকে পাওয়া গিয়েছে 36 দিনের এক শিশুর মৃতদেহ ৷ তার মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

কুরাভান ভিলাকাম হাউসের মঞ্জুমালা এলাকার দম্পতি সুরিতা ও সাজি ৷ তাঁদের দ্বিতীয় সন্তান শ্রীদেব কয়েকদিন আগেই পৃথিবীর আলো দেখেছে ৷ মঙ্গলবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না সেই শিশুকে ৷ নিখোঁজ শিশুটির খোঁজে কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চলে ৷ অনেক খোঁজাখুঁজির পর বাড়িরই কুয়োয় মেলে শিশুটির দেহ ৷ সুরিতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ৷ পুলিশের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ।

সন্তান প্রসবের পর থেকে সুরিতা মঞ্জুমালায় তাঁর বাড়িতেই থাকেন । তিনি তাঁর স্বামী সাজিকে জানিয়েছিলেন যে, শিশুটি গতকাল রাতে নিখোঁজ হয়েছে । অনেক খুঁজেও সন্তানকে না পেয়ে সাজি পুলিশে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে এসে শুরু করে চিরুনি তল্লাশি ৷ সেই সময় হঠাৎ বাড়ির কুয়োর কাছে একটি তোয়ালে দেখতে পায় পুলিশ ৷ সাজির থেকে পুলিশ জানতে পারে, ওই তোয়ালে তাঁদের ৷ তাঁদের একরত্তি সন্তানকে ঢেকে রাখা হয় ওই তোয়ালে দিয়ে ৷ তোয়ালের হদিশ পাওয়ার পর কুয়োর ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন দমকল বিভাগের আধিকারিক ও উদ্ধারকারী দল ৷

কয়েক ঘণ্টা ধরে খোঁজ চালানোর পর অবশেষে আজ ভোরে কুয়োর মধ্যে থেকে উদ্ধার হয় ছোট্ট শিশুটির দেহ ৷ পুলিশ অপমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । শিশুটির আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । শিশুটিকে কে কুয়োর ধারে নিয়ে গেল, আর তাকে কে কুয়োয় ফেলে দিল, এই ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে, এই সব প্রশ্নেরই উত্তর জানতে চাইছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. মহিলাকে পুড়িয়ে মারার একদিনের মাথায় ফের তেজপুরেই ডাইনি অপবাদ! এবার বৃদ্ধ দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ
  2. অন্য 'শোলে'! 2700 কোটি টাকার প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলের ট্যাঙ্কে চড়ে বসলেন প্রতারিতরা
  3. ক্লাসরুমে কথা-কাটাকাটি, ব্লেড নিয়ে বন্ধুকে আক্রমণ প্রথম শ্রেণির পড়ুয়ার

তিরুবনন্তপুরম, 27 ডিসেম্বর: সদ্যোজাত শিশুর দেহ মিলল কুয়োর ভেতরে ৷ মর্মান্তিক এই ঘটনা তিরুবনন্তপুরমের ৷ আজ ভোরে তিরুবনন্তপুরমের পোথানকোড়ের একটি কুয়ো থেকে পাওয়া গিয়েছে 36 দিনের এক শিশুর মৃতদেহ ৷ তার মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

কুরাভান ভিলাকাম হাউসের মঞ্জুমালা এলাকার দম্পতি সুরিতা ও সাজি ৷ তাঁদের দ্বিতীয় সন্তান শ্রীদেব কয়েকদিন আগেই পৃথিবীর আলো দেখেছে ৷ মঙ্গলবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না সেই শিশুকে ৷ নিখোঁজ শিশুটির খোঁজে কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চলে ৷ অনেক খোঁজাখুঁজির পর বাড়িরই কুয়োয় মেলে শিশুটির দেহ ৷ সুরিতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ৷ পুলিশের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ।

সন্তান প্রসবের পর থেকে সুরিতা মঞ্জুমালায় তাঁর বাড়িতেই থাকেন । তিনি তাঁর স্বামী সাজিকে জানিয়েছিলেন যে, শিশুটি গতকাল রাতে নিখোঁজ হয়েছে । অনেক খুঁজেও সন্তানকে না পেয়ে সাজি পুলিশে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে এসে শুরু করে চিরুনি তল্লাশি ৷ সেই সময় হঠাৎ বাড়ির কুয়োর কাছে একটি তোয়ালে দেখতে পায় পুলিশ ৷ সাজির থেকে পুলিশ জানতে পারে, ওই তোয়ালে তাঁদের ৷ তাঁদের একরত্তি সন্তানকে ঢেকে রাখা হয় ওই তোয়ালে দিয়ে ৷ তোয়ালের হদিশ পাওয়ার পর কুয়োর ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন দমকল বিভাগের আধিকারিক ও উদ্ধারকারী দল ৷

কয়েক ঘণ্টা ধরে খোঁজ চালানোর পর অবশেষে আজ ভোরে কুয়োর মধ্যে থেকে উদ্ধার হয় ছোট্ট শিশুটির দেহ ৷ পুলিশ অপমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । শিশুটির আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । শিশুটিকে কে কুয়োর ধারে নিয়ে গেল, আর তাকে কে কুয়োয় ফেলে দিল, এই ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে, এই সব প্রশ্নেরই উত্তর জানতে চাইছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. মহিলাকে পুড়িয়ে মারার একদিনের মাথায় ফের তেজপুরেই ডাইনি অপবাদ! এবার বৃদ্ধ দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ
  2. অন্য 'শোলে'! 2700 কোটি টাকার প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলের ট্যাঙ্কে চড়ে বসলেন প্রতারিতরা
  3. ক্লাসরুমে কথা-কাটাকাটি, ব্লেড নিয়ে বন্ধুকে আক্রমণ প্রথম শ্রেণির পড়ুয়ার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.