ETV Bharat / bharat

দেশে দৈনিক সংক্রমণ 40 হাজারের নিচেই, একদিনে মৃত 526 - ভারতের কোরোনা আপডেট

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 35 হাজার 551 জন । মৃত্যু হয়েছে 526 জনের ।

একদিনে দেশে আক্রান্ত সাড়ে 35 হাজার, মৃত 526
একদিনে দেশে আক্রান্ত সাড়ে 35 হাজার, মৃত 526
author img

By

Published : Dec 3, 2020, 1:02 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : চলতি সপ্তাহে দেশে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা 40 হাজারের নিচে রয়েছে । আর গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 35 হাজার 551 । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 95 লাখ 34 হাজার 965 ।

স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 526 জনের । বুধবার মৃতের সংখ্যা ছিল 501 । এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 38 হাজার 648 জনের ।

গত 24 ঘণ্টায় 40 হাজার 726 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 89 লাখ 73 হাজার 373 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4 লাখ 22 হাজার 943 জন ।

দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 18 লাখ 32 হাজার 176 জন । সুস্থ হয়ে উঠেছে 16 লাখ 95 হাজার 208 জন । এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 87 হাজার 667 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 51 হাজার 690 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 69 হাজার 412, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 55 হাজার 485 জন ।

গত 24 ঘণ্টায় মোট 11 লাখ 11 হাজার 698 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এতদিনে মোট 14 কোটি 35 লাখ 57 হাজার 647 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)।

দিল্লি, 3 ডিসেম্বর : চলতি সপ্তাহে দেশে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা 40 হাজারের নিচে রয়েছে । আর গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 35 হাজার 551 । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 95 লাখ 34 হাজার 965 ।

স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 526 জনের । বুধবার মৃতের সংখ্যা ছিল 501 । এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 38 হাজার 648 জনের ।

গত 24 ঘণ্টায় 40 হাজার 726 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 89 লাখ 73 হাজার 373 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4 লাখ 22 হাজার 943 জন ।

দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 18 লাখ 32 হাজার 176 জন । সুস্থ হয়ে উঠেছে 16 লাখ 95 হাজার 208 জন । এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 87 হাজার 667 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 51 হাজার 690 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 69 হাজার 412, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 55 হাজার 485 জন ।

গত 24 ঘণ্টায় মোট 11 লাখ 11 হাজার 698 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এতদিনে মোট 14 কোটি 35 লাখ 57 হাজার 647 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.