ETV Bharat / bharat

Helium Gas Balloon Blast: স্কুল প্রাঙ্গণে ফাটল হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ও বেলুন, আহত 33 পড়ুয়া - হিলিয়াম গ্যাস সিলিন্ডার ও বেলুন বিস্ফোরণ

ছত্তিশগড়ের স্কুলে গ্যাস ভরার সময় ফেটে গেল হিলিয়ামের সিলিন্ডার ও বেলুন ৷ তার জেরে আহত 33 জন পড়ুয়া-সহ 37 জন ৷ ঠিক কী হয়েছিল সেই সময় ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 10:58 PM IST

অম্বিকাপুর (ছত্তিশগড়), 12 অক্টোবর: স্কুল প্রাঙ্গণে ফেটে গেল হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ও গ্যাস ভর্তি বেলুন ৷ যার জেরে আহত 33 জন ছাত্র-সহ মোট 37 জন ৷ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুরগুজা জেলার একটি বেসরকারি স্কুলে ৷ এই বিষয়ে সুরগুজার পুলিশ সুপার সুনীল শর্মা জানান, অম্বিকাপুর শহরের বিবেকানন্দ স্কুলের মাঠে দুপুর 2টোর পর এই ঘটনাটি ঘটে ৷ হিলিয়াম সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় এই বিস্ফোরণ হয় ৷ হঠাৎ সিলিন্ডার ও একটি বেলুনে বিস্ফোরণ ঘটলে যারা গ্যাস ভরছিল বেলুনে সেই 4 জন গুরুতর আহত হয় ৷

সেই সময় স্কুলের 33 জন পড়ুয়া মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে খেলছিল ৷ বিস্ফোরণের জেরে তারাও কম বেশি আহত হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ৷ আহত 33 জন পড়ুয়ার মধ্যে 11 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, বেলুনগুলি স্কুলের একটি অনুষ্ঠানে সাজানোর জন্য আনা হয়েছিল ৷ কিন্তু কেন সেগুলি স্কুল চলাকালীন প্রাঙ্গণে গ্যাস ভরা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত 4, আহত 10

অম্বিকাপুর (ছত্তিশগড়), 12 অক্টোবর: স্কুল প্রাঙ্গণে ফেটে গেল হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ও গ্যাস ভর্তি বেলুন ৷ যার জেরে আহত 33 জন ছাত্র-সহ মোট 37 জন ৷ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুরগুজা জেলার একটি বেসরকারি স্কুলে ৷ এই বিষয়ে সুরগুজার পুলিশ সুপার সুনীল শর্মা জানান, অম্বিকাপুর শহরের বিবেকানন্দ স্কুলের মাঠে দুপুর 2টোর পর এই ঘটনাটি ঘটে ৷ হিলিয়াম সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় এই বিস্ফোরণ হয় ৷ হঠাৎ সিলিন্ডার ও একটি বেলুনে বিস্ফোরণ ঘটলে যারা গ্যাস ভরছিল বেলুনে সেই 4 জন গুরুতর আহত হয় ৷

সেই সময় স্কুলের 33 জন পড়ুয়া মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে খেলছিল ৷ বিস্ফোরণের জেরে তারাও কম বেশি আহত হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ৷ আহত 33 জন পড়ুয়ার মধ্যে 11 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, বেলুনগুলি স্কুলের একটি অনুষ্ঠানে সাজানোর জন্য আনা হয়েছিল ৷ কিন্তু কেন সেগুলি স্কুল চলাকালীন প্রাঙ্গণে গ্যাস ভরা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত 4, আহত 10

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.