ETV Bharat / bharat

COVID-19 Cases : স্কুল খুলতেই কর্নাটকে একসঙ্গে করোনা 32 পড়ুয়ার

author img

By

Published : Oct 28, 2021, 3:27 PM IST

স্কুল নতুন করে চালু হওয়ার পর সম্প্রতি জনা দশেকের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয় । তাতেই সকলের করোনা পরীক্ষা করানো হয় । রিপোর্ট এলে দেখা যায়, 32 জন আক্রান্ত । এর মধ্যে 22 জনের কোনও উপসর্গই ছিল না বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ।

32 students got infected with COVID-19 days after their school repoened
কর্নাটকে একসঙ্গে করোনা 32 পড়ুয়ার

বেঙ্গালুরু, 28 অক্টোবর: করোনার প্রকোপ কাটিয়ে সবে স্কুল শুরু হয়েছে । তার পর এক সপ্তাহও কাটতে না কাটতেই কর্নাটকের আবাসিক স্কুলে একসঙ্গে 32 জন পড়ুয়ার শরীরে কোভিড-19 সংক্রমণ মিলল । তাদের কারও অবস্থা আশঙ্কাজনক না হলেও, এই ঘটনায় ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে ।

কোড়াগু জেলার মাডিকেরির জওহর নবোদয় আবাসিক বিদ্যালয়ের ঘটনা । আক্রান্ত পড়ুয়ারা সকলেই নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত । আক্রান্তদের মধ্যে 10 জন মেয়ে, 22 জন ছেলের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে । আবাসিকের এক কর্মীও করোনায় সংক্রমিত । জেলা হাসপাতালে সকলকে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন: Kashmiri Students Arrest : ভারতকে হারানোয় পাকিস্তানের প্রশংসা, ধৃত 3 কাশ্মীরি পড়ুয়া

স্থানীয় সূত্রে খবর, ওই আবাসিক স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা 270 । স্কুল নতুন করে চালু হওয়ার পর সম্প্রতি জনা দশেকের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয় । তাতেই সকলের করোনা পরীক্ষা করানো হয় । রিপোর্ট এলে দেখা যায়, 32 জন আক্রান্ত । এর মধ্যে 22 জনের কোনও উপসর্গই ছিল না বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ।

ওই স্কুলের অধ্যক্ষ পঙ্কজাশন সংবাদমাধ্যমে বলেন, ‘‘আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে ৷ দুশ্চিন্তার কিছু নেই ৷ গোটা ক্যাম্পাস-এর জীবাণুমুক্তকরণ হয়েছে ৷ অন্যান্য সতর্কতাও অবলম্বন করা হচ্ছে ৷ এত জন এক সঙ্গে সংক্রমিত হওয়ায় স্কুলের কাজকর্ম কিছুটা ধাক্কা খেলেও, পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে স্বাভাবিক আলোচনাই চলছে ৷’’

আরও পড়ুন: Yogi Adityanath: পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হবে, জানালেন যোগী

এক সঙ্গে এত জন পড়ুয়া সংক্রমিত হওয়ায়, বৃহস্পতিবারই ওই স্কুল পরিদর্শনে যান জেলাশাসক এবং জেলার স্বাস্থ্য আধিকারিক ৷ পড়ুয়াদের নিরাপত্তার খাতিরে স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছেন তাঁরা ৷

গত 20 সেপ্টেম্বর থেকে কর্নাটকের বেশ কিছু স্কুলে আগের মতো পঠনপাঠন চালু হয়েছে ৷ বেসরকারি স্কুলগুলি যদিও দীপাবলির পর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ৷ উৎসবের আবহে সংক্রমণ যে ভাবে বেড়েছে তাতে এখনই ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর সাহস পাচ্ছেন না অভিভাবকরা ৷ একসঙ্গে এত জন পড়ুয়া আক্রান্ত হওয়ায় তাঁদের দুশ্চিন্তা আরও বাড়ল ৷

বেঙ্গালুরু, 28 অক্টোবর: করোনার প্রকোপ কাটিয়ে সবে স্কুল শুরু হয়েছে । তার পর এক সপ্তাহও কাটতে না কাটতেই কর্নাটকের আবাসিক স্কুলে একসঙ্গে 32 জন পড়ুয়ার শরীরে কোভিড-19 সংক্রমণ মিলল । তাদের কারও অবস্থা আশঙ্কাজনক না হলেও, এই ঘটনায় ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে ।

কোড়াগু জেলার মাডিকেরির জওহর নবোদয় আবাসিক বিদ্যালয়ের ঘটনা । আক্রান্ত পড়ুয়ারা সকলেই নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত । আক্রান্তদের মধ্যে 10 জন মেয়ে, 22 জন ছেলের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে । আবাসিকের এক কর্মীও করোনায় সংক্রমিত । জেলা হাসপাতালে সকলকে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন: Kashmiri Students Arrest : ভারতকে হারানোয় পাকিস্তানের প্রশংসা, ধৃত 3 কাশ্মীরি পড়ুয়া

স্থানীয় সূত্রে খবর, ওই আবাসিক স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা 270 । স্কুল নতুন করে চালু হওয়ার পর সম্প্রতি জনা দশেকের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয় । তাতেই সকলের করোনা পরীক্ষা করানো হয় । রিপোর্ট এলে দেখা যায়, 32 জন আক্রান্ত । এর মধ্যে 22 জনের কোনও উপসর্গই ছিল না বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ।

ওই স্কুলের অধ্যক্ষ পঙ্কজাশন সংবাদমাধ্যমে বলেন, ‘‘আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে ৷ দুশ্চিন্তার কিছু নেই ৷ গোটা ক্যাম্পাস-এর জীবাণুমুক্তকরণ হয়েছে ৷ অন্যান্য সতর্কতাও অবলম্বন করা হচ্ছে ৷ এত জন এক সঙ্গে সংক্রমিত হওয়ায় স্কুলের কাজকর্ম কিছুটা ধাক্কা খেলেও, পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে স্বাভাবিক আলোচনাই চলছে ৷’’

আরও পড়ুন: Yogi Adityanath: পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হবে, জানালেন যোগী

এক সঙ্গে এত জন পড়ুয়া সংক্রমিত হওয়ায়, বৃহস্পতিবারই ওই স্কুল পরিদর্শনে যান জেলাশাসক এবং জেলার স্বাস্থ্য আধিকারিক ৷ পড়ুয়াদের নিরাপত্তার খাতিরে স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছেন তাঁরা ৷

গত 20 সেপ্টেম্বর থেকে কর্নাটকের বেশ কিছু স্কুলে আগের মতো পঠনপাঠন চালু হয়েছে ৷ বেসরকারি স্কুলগুলি যদিও দীপাবলির পর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ৷ উৎসবের আবহে সংক্রমণ যে ভাবে বেড়েছে তাতে এখনই ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর সাহস পাচ্ছেন না অভিভাবকরা ৷ একসঙ্গে এত জন পড়ুয়া আক্রান্ত হওয়ায় তাঁদের দুশ্চিন্তা আরও বাড়ল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.