কসগঞ্জ (উত্তর প্রদেশ), 23 মে : নির্মীয়মাণ কারখানার ছাদ ভেঙে অন্তত 3 জনের মৃত্যু হল ৷ আহত হয়েছেন 12 জন ৷ উত্তরপ্রদেশের কসগঞ্জ শহরে রবিবার এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, আজ কাজ চলাকালীন হঠাৎই ওই নির্মীয়মাণ কারখানার ছাদ ধসে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান কসগঞ্জের পুলিশ সুপার আদিত্যপ্রকাশ ভার্মা ৷
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে ওই নির্মীয়মাণ কারখানাটিতে শ্রমিকরাই থাকতেন ৷ তাঁরাই ওই কারখানাটি তৈরি করছিলেন ৷ কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনাস্থলে আহতদের উদ্ধার করতে দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের উদ্ধারকারী দল পৌঁছায় ৷ তবে, সেখানে পৌঁছে কাজ করতে সমস্যায় পড়তে হয় উদ্ধারকারী দলকে ৷ ভারী কংক্রিটের চাঁই সরিয়ে আহতদের উদ্ধার করা যাচ্ছিল না ৷ পরে খননের জন্য ব্যবহার হওয়া মেশিন নিয়ে এসে কংক্রিটের চাঁই সরানো হয় ৷ তারপর ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়েছে ৷
আরও পড়ুন :দিল্লিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি
তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি ৷ এটা নিছকই দুর্ঘটনা নাকি খারাপ নির্মাণ সামগ্রীর ফলে এটা হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷