মুম্বই, 26 জানুয়ারি : গতকাল, সোমবার মহারাষ্ট্রে 289টি পাখি মারা গিয়েছে৷ মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এমনই জানানো হয়েছে৷ সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রে 18 হাজার 700 টি পাখির মৃত্যু হল৷
বেশ কিছু সময় ধরে দেশে বার্ড ফ্লুয়ের আতঙ্ক তৈরি হয়েছে৷ কেরালা-সহ কয়েকটি রাজ্যে মৃত পাখির নমুনায় অ্যাভিয়ান ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে৷ ফলে দেশজুড়ে এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে৷ তাই মহারাষ্ট্রে পাখির মৃত্যু নিয়েও সতর্ক সরকার৷
ওই রাজ্যে যে পাখিগুলির মৃত্যু হয়েছে, সেগুলির নমুমা ভোপালের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট পাওয়া যায়নি বলে মহারাষ্ট্র সরকারের এক আধিকারিক জানিয়েছেন৷ তিনি জানান, একই সঙ্গে 51090 টি পোলট্রি পাখি, 8টি হাঁস, 38798টি ডিম ও 55476 কেজি পোলট্রির খাবার ইতিমধ্যেই নষ্ট করে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন : অসমের 56 শতাংশ বিধায়ক কোটিপতি, সমীক্ষায় উঠে এল তথ্য
পোলট্রি ভারতের একটা বড় অংশের মানুষের রোজগারের অন্যতম মাধ্যম৷ বার্ড ফ্লু তাঁদের আয়ের উপর থাবা বসিয়েছে৷ সরকারও বিষয়টি বুঝতে পারছে৷ কিন্তু রোগ ছড়ানো আটকাতে এই নষ্ট করার প্রক্রিয়া চলছে৷ তবে সরকারি তরফে হয়ত ক্ষতিপূরণ দেওয়া হতে পারে এই ব্যবসার সঙ্গে যুক্তদের৷