নিউদিল্লি, 17 মে : সারা দেশে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক ৷ তারই মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিল দৈনিক সংক্রমণ ৷ গতকালের তুলনায় আজ করোনা গ্রাফ বেশ অনেকটাই নেমেছে ৷ তবে মৃতের সংখ্যা আজও চার হাজারের বেশি ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 81 হাজার 386 জন ৷ মৃত্যু হয়েছে 4 হাজার 106 জনের ৷
এপ্রিল মাসের 21 তারিখ থেকে দৈনিক সংক্রমণের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী ৷ 3 লাখের উপরে ছিল দৈনিক সংক্রমণের গ্রাফ ৷ 21 এপ্রিলের পর এই প্রথমবার 3 লাখের নিচে নামল দৈনিক সংক্রমণ ৷
মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2.81 লাখ ৷ যেখানে রবিবার আক্রান্তের সংখ্যা ছিল 3 লাখ 11 হাজার 170 ৷ গতকালের তুলনায় আজ দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 4 হাজার 106 জনের ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 4 হাজার 77 জন ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত জয় গোস্বামী, ভর্তি হাসপাতালে
গত 24 ঘণ্টায় 3 লাখ 78 হাজার 741 জন সুস্থ হয়ে উঠেছে ৷ করোনায় সুস্থ হয়ে উঠেছে মোট 2 কোটি 11 লাখ 74 হাজার 76 জন ৷ মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 35 লাখ 16 হাজার 997 ৷ এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2 কোটি 49 লাখ 65 হাজার 463 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2 লাখ 74 হাজার 390 জনের ৷
দৈনিক সংক্রমণের নিরিখে দেশে মহারাষ্ট্রের স্থান প্রথম ৷ 34 হাজার 389 জন গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৷ একদিনে মৃত্যু হয়েছে 974 জনের ৷ এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক ও কেরালা ৷ কর্নাটকে একদিনে আক্রান্ত হয়েছে 31 হাজার 531, মৃত্যু হয়েছে 403 জনের ৷ গত 24 ঘণ্টায় কেরালায় আক্রান্ত 29 হাজার 704 জন, মৃত্যু হয়েছে 89 জনের ৷
গত 24 ঘণ্টায় দেশে মোট 15 লাখ 73 হাজার 515 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 31 কোটি 64 লাখ 23 হাজার 658 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এপর্যন্ত 18 কোটি 29 লাখ 26 হাজার 460 জন টিকা পেয়েছেন ৷