ETV Bharat / bharat

girl gang raped : রাজস্থানে চাকরির টোপে তরুণীকে গণধর্ষণ করে ছাদ থেকে ফেলে দেওয়া হল - 25 Years Old Raped In Rajasthan On Pretext of Work

রাজস্থানে চাকরির টোপ দিয়ে ডেকে তরুণীকে গণধর্ষণ । তারপর তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়া হল ৷ অভিযোগ 4 যুবকের বিরুদ্ধে । অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ । জানিয়েছেন চুরুর ডিএসপি মমতা সরস্বত (Rajasthan Rape Case)।

25 years old girl gang raped
চাকরির নাম করে ডেকে তরুণীকে গণধর্ষণের চেষ্টা
author img

By

Published : Feb 13, 2022, 4:11 PM IST

চুরু (রাজস্থান), 13 ফেব্রুয়ারি : চাকরির টোপ দিয়ে ডেকে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণের চেষ্টা । শনিবার রাজস্থানের চুরু এলাকার ঘটনাটি ঘটেছে (Rajasthan Rape Case । অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ চেষ্টা ও তথ্য প্রমাণ লেপাটের মামলা রুজু করেছে চুরুর ডিএসপি মমতা সরস্বত ।

আরও পড়ুন:Children Death in Brickyard : মালদার নলডুবিতে ইটভাটার চৌবাচ্চায় পড়ে মৃত দুই শিশু

এদিন সাংবাদিক বৈঠকে ডিএসপি মমতা সরস্বত বলেন, " চাকরির দেওয়ার নাম করে বছর 25-এর ওই যুবতীকে একটি হোটেলে ডাকে 4 যুবক । তাদের বলে দেওয়া জায়গায় ওই যুবতী এলে অভিযুক্তরা তাকে ধর্ষণ করে। তারপর নির্যতিতা তরুণীকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে দেয় (25 Years Old Raped In Rajasthan On Pretext of Work) । কোনওরকমে পোস্টে আটকে থাকা একটি দড়ি ধরে ফেলায় প্রাণে বেঁচে যান ওই যুবতী ।’’ পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে । ইতিমধ্যেই ওই নির্যাতিতা যুবতীর সরকারি হাসপাতালে শারীরিক পরীক্ষা হয়েছে । নির্যাতিতর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদেরও গ্রেফতার করা হয়েছে । শারীরিক পরীক্ষার রিপোর্ট এলে তদন্তে গতি পাবে বলে জানান ডিএসপি ।

চুরু (রাজস্থান), 13 ফেব্রুয়ারি : চাকরির টোপ দিয়ে ডেকে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণের চেষ্টা । শনিবার রাজস্থানের চুরু এলাকার ঘটনাটি ঘটেছে (Rajasthan Rape Case । অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ চেষ্টা ও তথ্য প্রমাণ লেপাটের মামলা রুজু করেছে চুরুর ডিএসপি মমতা সরস্বত ।

আরও পড়ুন:Children Death in Brickyard : মালদার নলডুবিতে ইটভাটার চৌবাচ্চায় পড়ে মৃত দুই শিশু

এদিন সাংবাদিক বৈঠকে ডিএসপি মমতা সরস্বত বলেন, " চাকরির দেওয়ার নাম করে বছর 25-এর ওই যুবতীকে একটি হোটেলে ডাকে 4 যুবক । তাদের বলে দেওয়া জায়গায় ওই যুবতী এলে অভিযুক্তরা তাকে ধর্ষণ করে। তারপর নির্যতিতা তরুণীকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে দেয় (25 Years Old Raped In Rajasthan On Pretext of Work) । কোনওরকমে পোস্টে আটকে থাকা একটি দড়ি ধরে ফেলায় প্রাণে বেঁচে যান ওই যুবতী ।’’ পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে । ইতিমধ্যেই ওই নির্যাতিতা যুবতীর সরকারি হাসপাতালে শারীরিক পরীক্ষা হয়েছে । নির্যাতিতর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদেরও গ্রেফতার করা হয়েছে । শারীরিক পরীক্ষার রিপোর্ট এলে তদন্তে গতি পাবে বলে জানান ডিএসপি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.