ETV Bharat / bharat

ভাগ্যে ক্ষতির সম্ভাবনা নেই তো! বড়দিনের আগে জেনে নিন আপনার রাশিফল - কুম্ভ

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 6:31 AM IST

মেষ: আপনি আজ আপনার নিজের জিনিস সম্পর্কে সচেতন থাকবেন ৷ সেটিকে অন্যদের সঙ্গে ভাগ করার বিষয়ে কম উৎসাহী হবেন। আপনার এই আগলে রাখার কারণ কোনও বিশেষ মানুষও হতে পারে। ভালবাসার ক্ষেত্রে আপনার সময় ভালো কাটবে ৷ আপনার বিবাহিত জীবনও বিকশিত হবে। ভালবাসার মানুষটির যত্ন নিন। আজ কল্পনাতীত পুরস্কার পেতে পারেন ৷ আজ আপনার মনে অস্থিরতা কম থাকবে ৷ প্রচুর আনন্দ আর পরিপূর্ণতায় ভরা থাকবে।

বৃষ: মধু যেমন মৌমাছিদের আকর্ষণ করে, তেমনি টাকাপয়সা আপনাকে নিজের দিকে টানবে ৷ ফলে আপনার দৃষ্টি আজ অনেকটাই অর্থের দিকে থাকবে। আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন ৷ আপনি আজ কোনও গয়না কিনতে পারেন ৷ আপনার দরদাম করার দক্ষতা আপনাকে প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে পারে । আপনি আজ কল্পনাপ্রবণ হবেন ৷ আর প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আপনার ভালোবাসার মানুষকে খুশি করার চেষ্টা করবেন । আজ আপনি ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন ৷ সেই মত কাজ করার চেষ্টা করবেন।

মিথুন: আজ দিনটি আপনার জন্যে বেশ অর্থবহ এবং ফলপ্রসূ নাও হতে পারে ৷ যদিও আপনি দিনের শেষে নিজের সঙ্গে ভালো সময় কাটাবেন ৷ সেটি আপনার পছন্দ অনুযায়ী নাও হতে পারে । বিকেলের দিকে আপনার নিজেকে অতিরিক্ত সংবেদনশীল মনে হতে পারে । আপনি অপ্রয়োজনীয় জিনিসের জন্যে টাকা খরচ করতে পারেন । কাজের জায়গায় আজ আপনার দিনটি কঠিন হতে পারে। ঠান্ডা মাথায় সেই কঠিন পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ হবে।

কর্কট: আজ আপনি আপনার উদ্ভাবর্নী শক্তিতে ভরপুর থাকবেন । সাফল্যের স্বাদ পাবেন এবং সেটি আপনার সহকর্মী আর পরিবারের লোকজনের কাছে আনন্দের কারণ হবে । অভিজ্ঞতার মূল্য অনেক ৷ আপনি যদি কোনও কাজ নতুন ভাবে শুরু করেন, তাহলে সেখানে আপনাকে বাধার মুখে পড়তে পারেন ৷ আজ আপনি আবেগের দ্বারা চালিত হয়ে আপনার ভালোবাসার মানুষকে খুশি করার জন্যে দামি উপহার কিনতে পারেন ৷ যার কারণে আপনার টাকাপয়সার টানাটানি হতে পারে। আপনার অনুসন্ধিৎসা আপনাকে কিছু প্রযুক্তিগত প্রশ্নের সমাধান খোঁজার দিকে ঠেলে দিতে পারে ।

সিংহ: কোনও সম্পর্কে ভারসাম্য বজায় রাখার ব্যাপারে আপনি সকলের জন্য উদাহরণ স্বরূপ । যেন কোনও অন্তরের আলো আপনাকে আনন্দময় সহাবস্থানের রাস্তা দেখাচ্ছে ৷ আপনার স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে । আপনি ইতিবাচক ও আত্মবিশ্বাসী থাকবেন । আপনি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন । আপনি দক্ষতার সঙ্গে নানা কাজ সম্পন্ন করবেন । কিন্তু আপনাকে সঠিক পরিকল্পনা করে কাজ করতে হবে ৷ ‘ট্রায়াল অ্যান্ড এরর’ পদ্ধতি এড়িয়ে চলতে হবে।

কন্যা: আপনার ব্যবসায়িক বিচারবুদ্ধির পরীক্ষা করবে সেরকম কাজ হাতে তুলে নিন ৷ বিশেষত যারা মূলধন ও আর্থিক ব্যবসার সঙ্গে জড়িত। সমস্যার সমাধানের জন্য আপনি প্রচলিত কোনও উপায় খুঁজে বার করবেন ৷ নিশ্চিন্ত থাকুন, খুবই ভালো কাজ করবে। আপনি হয়ত জটিলতা, চিন্তা ও উদ্বেগের দুনিয়ায় মগ্ন থাকবেন। আপনার প্রিয়তমের প্রশংসায় আপনি আত্মহারা হয়ে যেতে চান না। বিনিয়োগ নিয়ে সিদ্ধন্ত নেওয়ার জন্য আজ ভালো দিন ।

তুলা: কাজের ক্ষেত্রে আজ আপনি নানা মিটিং বা আলাপ-আলোচনায় ব্যস্ত থাকবেন ৷ যা কিনা আপনার জন্য ভালোই হবে। এর ফলে আপনার চিন্তা কমবে ও মানসিক ভাবে নিজেকে মুক্ত মনে হবে। আজ আপনি বেশি সক্রিয় ও প্রাণবন্তও থাকবেন ৷ ফলে অনেক বেশি কাজ করতে পারবেন। আজ আপনার মেজাজ খুবই ভালো থাকবে। আর্থিক দিক থেকে আজ দিনটি আপনার অনুকূলে যাবে না। খুব আক্রমণাত্মক হয়ে আপনার অর্থ কোথাও বিনিয়োগ করবেন না ।

বৃশ্চিক: আপনার ব্যবসা ও যৌথ উদ্যোগের ব্যাপারে আপনাকে হয়ত একটু বেশি অপেক্ষা করতে হবে। যদিও নিরাশ হয়ে পড়বেন না, কেননা সবুরে মেওয়া ফলে। কোনওরকম বিবাদে জড়িয়ে পড়বেন না। আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন ৷ তার উপদেশ শুনুন ও যে কোনও সমস্যা অবিলম্বে মিটিয়ে ফেলুন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য নিয়ে আসুন। কর্মক্ষেত্রে জরুরি কোনও মিটিং ভালোই যাবে। সময়সূচির পরিকল্পনা করুন ও তা ভালোভাবে পরিমার্জনা করুন।

ধনু: আপনার সহনশীলতা বাড়ান ৷ কেননা হয়ত কাছের মানুষদের সমালোচনার মুখোমুখি হতে হবে। যদিও আশেপাশের সবাইকে খুশি করা সম্ভব না। আপনার প্রিয় মানুষদের সহজ সাহায্য করেই আপনি খুশি থাকতে পারেন। আজ আপনি অলস হয়ে বসে থাকবেন না। এছাড়াও আপনি আজকের দিনটি ও কাজগুলি পরিকল্পিতভাবে সাজিয়ে নেবেন। আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে কাজ করতে চান, তাহলে আবেগহীনভাবে আপনার জমাখরচের হিসাব করুন, এর ফলে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন।

মকর: ভাগ্য সহায় থাকলে খুব ভীতিজনক উদ্যোগও সফল হতে পারে। আজ আপনি ভাগ্যবান। স্টক ও শেয়ারের লেনদেন করা ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভজনক ৷ কিন্তু জীবনসঙ্গীকে কৃতিত্ব দিতে ভুলবেন না ৷ কেননা তাদের ভাগ্যের কারণেই আপনার সময় এত ভালো যাবে। আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনার বিশ্বাস বাড়বে। আপনার সীমাবদ্ধতা আপনি ভালোই বোঝেন ৷ ফলে সবকিছু নিয়ে আপনি বাস্তববাদী এবং নিজের সাধ্যের বাইরে যাবেন না।

কুম্ভ: আপনাকে রুটিনে সহজ একটি পরিবর্তন আনতে বলা হচ্ছে ৷ তাতেই সব ঠিক হয়ে যাবে। অতীতের কৃতিত্বের জন্য আপনি পরিচিতি ও পুরস্কার পাবেন। যদিও সেই কারণে আত্মতুষ্ট হয়ে পড়বেন না। চলতে থাকুন, কেননা পরিশ্রমই মোক্ষলাভের নিশ্চিত পথ ৷ মহাজাগতিক স্রোত বলছে যে সাংসারিক জীবনে সমস্যায় জড়িয়ে থাকবেন। প্রিয়তমের সঙ্গে হওয়া সমস্যাগুলির সমাধান করলে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে সাহায্য হবে। আজকের দিনে জীবনে সঠিক ভারসাম্য নিয়ে আসতে হবে।

মীন: প্রশান্তি আপনার সহজাত এবং আপনার থেকে যেন জ্ঞানের জ্যোতি ঠিকরে বেরোয়। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে খুবই আবেগপ্রবণ এবং আপনি দায়িত্ব নিয়ে তা রক্ষা করেন। আপনি হয়ত আপনার প্রিয়তমকে যথেষ্ট সময়ে দেবেন না। অনমনীয় হবেন না, কাছের প্রিয় লোকজনরা দুঃখ পেতে পারেন। আপনার প্রিয়তমের কথা শুনুন, তাতে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। আজকে আপনি শুধু হৃদয়ের কথাই শুনবেন না, মাথা ও যুক্তিও ব্যবহার করবেন।

মেষ: আপনি আজ আপনার নিজের জিনিস সম্পর্কে সচেতন থাকবেন ৷ সেটিকে অন্যদের সঙ্গে ভাগ করার বিষয়ে কম উৎসাহী হবেন। আপনার এই আগলে রাখার কারণ কোনও বিশেষ মানুষও হতে পারে। ভালবাসার ক্ষেত্রে আপনার সময় ভালো কাটবে ৷ আপনার বিবাহিত জীবনও বিকশিত হবে। ভালবাসার মানুষটির যত্ন নিন। আজ কল্পনাতীত পুরস্কার পেতে পারেন ৷ আজ আপনার মনে অস্থিরতা কম থাকবে ৷ প্রচুর আনন্দ আর পরিপূর্ণতায় ভরা থাকবে।

বৃষ: মধু যেমন মৌমাছিদের আকর্ষণ করে, তেমনি টাকাপয়সা আপনাকে নিজের দিকে টানবে ৷ ফলে আপনার দৃষ্টি আজ অনেকটাই অর্থের দিকে থাকবে। আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন ৷ আপনি আজ কোনও গয়না কিনতে পারেন ৷ আপনার দরদাম করার দক্ষতা আপনাকে প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে পারে । আপনি আজ কল্পনাপ্রবণ হবেন ৷ আর প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আপনার ভালোবাসার মানুষকে খুশি করার চেষ্টা করবেন । আজ আপনি ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন ৷ সেই মত কাজ করার চেষ্টা করবেন।

মিথুন: আজ দিনটি আপনার জন্যে বেশ অর্থবহ এবং ফলপ্রসূ নাও হতে পারে ৷ যদিও আপনি দিনের শেষে নিজের সঙ্গে ভালো সময় কাটাবেন ৷ সেটি আপনার পছন্দ অনুযায়ী নাও হতে পারে । বিকেলের দিকে আপনার নিজেকে অতিরিক্ত সংবেদনশীল মনে হতে পারে । আপনি অপ্রয়োজনীয় জিনিসের জন্যে টাকা খরচ করতে পারেন । কাজের জায়গায় আজ আপনার দিনটি কঠিন হতে পারে। ঠান্ডা মাথায় সেই কঠিন পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ হবে।

কর্কট: আজ আপনি আপনার উদ্ভাবর্নী শক্তিতে ভরপুর থাকবেন । সাফল্যের স্বাদ পাবেন এবং সেটি আপনার সহকর্মী আর পরিবারের লোকজনের কাছে আনন্দের কারণ হবে । অভিজ্ঞতার মূল্য অনেক ৷ আপনি যদি কোনও কাজ নতুন ভাবে শুরু করেন, তাহলে সেখানে আপনাকে বাধার মুখে পড়তে পারেন ৷ আজ আপনি আবেগের দ্বারা চালিত হয়ে আপনার ভালোবাসার মানুষকে খুশি করার জন্যে দামি উপহার কিনতে পারেন ৷ যার কারণে আপনার টাকাপয়সার টানাটানি হতে পারে। আপনার অনুসন্ধিৎসা আপনাকে কিছু প্রযুক্তিগত প্রশ্নের সমাধান খোঁজার দিকে ঠেলে দিতে পারে ।

সিংহ: কোনও সম্পর্কে ভারসাম্য বজায় রাখার ব্যাপারে আপনি সকলের জন্য উদাহরণ স্বরূপ । যেন কোনও অন্তরের আলো আপনাকে আনন্দময় সহাবস্থানের রাস্তা দেখাচ্ছে ৷ আপনার স্বাস্থ্য ও মেজাজ ভালো থাকবে । আপনি ইতিবাচক ও আত্মবিশ্বাসী থাকবেন । আপনি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন । আপনি দক্ষতার সঙ্গে নানা কাজ সম্পন্ন করবেন । কিন্তু আপনাকে সঠিক পরিকল্পনা করে কাজ করতে হবে ৷ ‘ট্রায়াল অ্যান্ড এরর’ পদ্ধতি এড়িয়ে চলতে হবে।

কন্যা: আপনার ব্যবসায়িক বিচারবুদ্ধির পরীক্ষা করবে সেরকম কাজ হাতে তুলে নিন ৷ বিশেষত যারা মূলধন ও আর্থিক ব্যবসার সঙ্গে জড়িত। সমস্যার সমাধানের জন্য আপনি প্রচলিত কোনও উপায় খুঁজে বার করবেন ৷ নিশ্চিন্ত থাকুন, খুবই ভালো কাজ করবে। আপনি হয়ত জটিলতা, চিন্তা ও উদ্বেগের দুনিয়ায় মগ্ন থাকবেন। আপনার প্রিয়তমের প্রশংসায় আপনি আত্মহারা হয়ে যেতে চান না। বিনিয়োগ নিয়ে সিদ্ধন্ত নেওয়ার জন্য আজ ভালো দিন ।

তুলা: কাজের ক্ষেত্রে আজ আপনি নানা মিটিং বা আলাপ-আলোচনায় ব্যস্ত থাকবেন ৷ যা কিনা আপনার জন্য ভালোই হবে। এর ফলে আপনার চিন্তা কমবে ও মানসিক ভাবে নিজেকে মুক্ত মনে হবে। আজ আপনি বেশি সক্রিয় ও প্রাণবন্তও থাকবেন ৷ ফলে অনেক বেশি কাজ করতে পারবেন। আজ আপনার মেজাজ খুবই ভালো থাকবে। আর্থিক দিক থেকে আজ দিনটি আপনার অনুকূলে যাবে না। খুব আক্রমণাত্মক হয়ে আপনার অর্থ কোথাও বিনিয়োগ করবেন না ।

বৃশ্চিক: আপনার ব্যবসা ও যৌথ উদ্যোগের ব্যাপারে আপনাকে হয়ত একটু বেশি অপেক্ষা করতে হবে। যদিও নিরাশ হয়ে পড়বেন না, কেননা সবুরে মেওয়া ফলে। কোনওরকম বিবাদে জড়িয়ে পড়বেন না। আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন ৷ তার উপদেশ শুনুন ও যে কোনও সমস্যা অবিলম্বে মিটিয়ে ফেলুন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য নিয়ে আসুন। কর্মক্ষেত্রে জরুরি কোনও মিটিং ভালোই যাবে। সময়সূচির পরিকল্পনা করুন ও তা ভালোভাবে পরিমার্জনা করুন।

ধনু: আপনার সহনশীলতা বাড়ান ৷ কেননা হয়ত কাছের মানুষদের সমালোচনার মুখোমুখি হতে হবে। যদিও আশেপাশের সবাইকে খুশি করা সম্ভব না। আপনার প্রিয় মানুষদের সহজ সাহায্য করেই আপনি খুশি থাকতে পারেন। আজ আপনি অলস হয়ে বসে থাকবেন না। এছাড়াও আপনি আজকের দিনটি ও কাজগুলি পরিকল্পিতভাবে সাজিয়ে নেবেন। আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে কাজ করতে চান, তাহলে আবেগহীনভাবে আপনার জমাখরচের হিসাব করুন, এর ফলে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন।

মকর: ভাগ্য সহায় থাকলে খুব ভীতিজনক উদ্যোগও সফল হতে পারে। আজ আপনি ভাগ্যবান। স্টক ও শেয়ারের লেনদেন করা ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভজনক ৷ কিন্তু জীবনসঙ্গীকে কৃতিত্ব দিতে ভুলবেন না ৷ কেননা তাদের ভাগ্যের কারণেই আপনার সময় এত ভালো যাবে। আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনার বিশ্বাস বাড়বে। আপনার সীমাবদ্ধতা আপনি ভালোই বোঝেন ৷ ফলে সবকিছু নিয়ে আপনি বাস্তববাদী এবং নিজের সাধ্যের বাইরে যাবেন না।

কুম্ভ: আপনাকে রুটিনে সহজ একটি পরিবর্তন আনতে বলা হচ্ছে ৷ তাতেই সব ঠিক হয়ে যাবে। অতীতের কৃতিত্বের জন্য আপনি পরিচিতি ও পুরস্কার পাবেন। যদিও সেই কারণে আত্মতুষ্ট হয়ে পড়বেন না। চলতে থাকুন, কেননা পরিশ্রমই মোক্ষলাভের নিশ্চিত পথ ৷ মহাজাগতিক স্রোত বলছে যে সাংসারিক জীবনে সমস্যায় জড়িয়ে থাকবেন। প্রিয়তমের সঙ্গে হওয়া সমস্যাগুলির সমাধান করলে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে সাহায্য হবে। আজকের দিনে জীবনে সঠিক ভারসাম্য নিয়ে আসতে হবে।

মীন: প্রশান্তি আপনার সহজাত এবং আপনার থেকে যেন জ্ঞানের জ্যোতি ঠিকরে বেরোয়। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে খুবই আবেগপ্রবণ এবং আপনি দায়িত্ব নিয়ে তা রক্ষা করেন। আপনি হয়ত আপনার প্রিয়তমকে যথেষ্ট সময়ে দেবেন না। অনমনীয় হবেন না, কাছের প্রিয় লোকজনরা দুঃখ পেতে পারেন। আপনার প্রিয়তমের কথা শুনুন, তাতে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। আজকে আপনি শুধু হৃদয়ের কথাই শুনবেন না, মাথা ও যুক্তিও ব্যবহার করবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.