নয়াদিল্লি, 20 এপ্রিল: রাজ্যে রাজ্যে দেখা দিয়েছে করোনা টিকার সঙ্কট ৷ এরই মধ্যে প্রকাশ্যে এল এক হতবাক করা তথ্য ৷ 11 এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যের জন্য যে টিকা বরাদ্দ করা হয়েছিল, তার 23 শতাংশ নষ্ট করা হয়েছে ৷ নষ্ট হয়েছে 44 লাখেরও বেশি কোভিড টিকার ডোজ় ৷ সবচেয়ে বেশি টিকা নষ্ট করেছে তামিলনাড়ু ৷ তথ্যে অধিকার আইনে এই তথ্য জানা গিয়েছে ৷
তামিলনাড়ুতে সর্বাধিক 12.10 শতাংশ টিকার ডোজ় নষ্ট করা হয়েছে ৷ তার পরেই রয়েছে হরিয়ানা ৷ তারা 9.74% টিকা নষ্ট করেছে ৷ এরপর তালিকায় পরপর রয়েছে যথাক্রমে পঞ্জাব (8.12%), মণিপুর (7.8%) ও তেলাঙ্গানা (7.55%) ৷
তথ্যের অধিকার আইনে এই তথ্য জানতে চাওয়া হয়েছিল ৷ তারই জবাবে বলা হয়েছে, 11 এপ্রিল পর্যন্ত বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ করা 10 কোটিরও বেশি ডোজ়ের মধ্যে 44 লাখের উপরে ডোজ় নষ্ট করা হয়েছে ৷
আরও পড়ুন: টিকার "সংকট"-এর মধ্যে রাজ্যে বয়স্কদের দ্রুত টিকাকরণের চেষ্টা স্বাস্থ্য দফতরের
তবে এ ব্যাপারে এ রাজ্যের পারফরম্যান্স ভালো ৷ যে রাজ্যগুলিতে সবচেয়ে কম টিকার ডোজ় নষ্ট হয়েছে, তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরালা, হিমাচলপ্রদেশ, মিজ়োরাম, গোয়া, দমন ও দিউ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ ৷