ETV Bharat / bharat

Murder For Love: প্রেম, প্রত্যাখ্যান, প্রতারণা ! কর্ণাটকে পাঁচবছরে খুন 215

কর্ণাটকে (Karnataka) 2018 থেকে 2022 সালের মধ্যে প্রেমে প্রত্যাখ্য়ান ও প্রতারণার কারণে খুন হয়েছেন (Murder For Love) 215 জন ! পরিসংখ্য়ানে বাড়ছে উদ্বেগ ৷

215 people lost lives due to Murder For Love cases within last five years in Karnataka
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Jan 9, 2023, 7:11 PM IST

বেঙ্গালুরু, 9 জানুয়ারি: কথায় বলে, ভালোবাসায় নাকি জাদু আছে ! এর সেই জাদুর প্রভাব এতটাই গভীর যে প্রেমে আঘাত পেলে অপরাধ করতেও পিছপা হয় না বহু মানুষ ! প্রেমে প্রত্যাখ্যান কিংবা প্রতারণার মতো ঘটনা ঘটে আকছার ৷ সমস্যা হল, যাঁদের সঙ্গে এমন ঘটনা ঘটে, তাদের একাংশ এই প্রত্যাখ্যান বা প্রতারণা মেনে নিতে পারে না ৷ আর তার জন্য তথাকথিত প্রিয় মানুষটির ক্ষতি করতেও বুক কাঁপে না তাদের ! অনেক সময় আবার এমন কাউকে এই ধরনের ঘটনার বলি হতে হয়, যিনি মূল দুই চরিত্রের পরিচিত কেউ ! তথ্য বলছে, যত দিন যাচ্ছে, প্রেমে প্রত্যাখ্যাত বা প্রতারিত হওয়ার ঘটনায় খুনের মতো অপরাধ বাড়ছে ! বিশেষ করে গত কয়েক বছরে এমন ঘটনা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে ৷ পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র কর্ণাটকেই (Karnataka) শেষ পাঁচবছরে এই ধরনের খুনের ঘটনা ঘটেছে 215টি ৷

2018 থেকে 2022, এই পাঁচবছরে কর্ণাটকে ভালোবাসার নামে মোট 215 জনকে পৃথিবী থেকে চিরকালের মতো সরিয়ে দেওয়া হয়েছে (Murder For Love) ৷ অর্থাৎ, গড় ধরলে বছরে খুনের সংখ্যা 43 ৷ তবে নির্দিষ্টভাবে পরিসংখ্যান তুলে ধরলে দেখা যাচ্ছে, 2018 সালে ভালোবাসার বলি হয়েছিলেন 60 জন ৷ আবার 2020 সালেও সংখ্যাটি ছিল 60 !

আরও পড়ুন: অন্তিম শয্যায় শায়িত প্রেমিকাকে বিয়ে করলেন অসমের যুবক

পুলিশ প্রশাসনের বক্তব্য, ইদানিং নাবালকদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে ৷ যার অন্যতম প্রধান কারণ হল, তথাকথিত প্রেম ! অনেক সময়েই প্রেম করতে গিয়ে নাবালক, নাবালিকারা এমন সব চক্রে ফেঁসে যাচ্ছে, যা পিছনে ফেলে বেরিয়ে আসা তাদের পক্ষে কার্যত অসম্ভব ৷ অনেকে জড়িয়ে পড়ছে এমন সব সম্পর্কে, যেগুলির জন্য সামাজিক স্বীকৃতি আদায় করা সম্ভব নয় বললেই হয় ৷ আর এইরকম প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে অপরাধের ভিত ৷

তবে, শুধুমাত্র খুন নয়, প্রেমে প্রত্য়াখ্য়াত ও প্রতারিত হয়ে অন্য়ান্য গর্হিত অপরাধও করছে অনেকে ৷ তার মধ্যে অন্যতম হল অ্যাসিড হামলা ৷ অধিকাংশ সময়েই অ্য়াসিড হামলার শিকার হন নানা বয়সের মেয়েরা ৷ অ্য়াসিড হামলার ক্ষেত্রে সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হল, এই হামলাকে খুনের মতো গুরুত্ব দেওয়া হয় না ৷ ফলে অপরাধী চরম শাস্তি পায় না ৷ অথচ, আক্রান্তের সারাজীবন তছনছ হয়ে যায় ৷ গত বছর 28 এপ্রিল প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীর উপর অ্যাসিড হামলা করে নাগরাজ নামে এক যুবক ৷ তেমনই আবার, গত সপ্তাহেই রাজানুকুন্তে থানার অন্তর্গত প্রেসিডেন্সি কলেজে পাঠরত এমটেকের এক ছাত্রীকে কোপানের অভিযোগ ওঠে তাঁর প্রত্যাখ্যাত প্রেমিকের উপর ! পরে সেই যুবকও আত্মহত্য়ার চেষ্টা করে বলে দাবি ৷

বেঙ্গালুরু, 9 জানুয়ারি: কথায় বলে, ভালোবাসায় নাকি জাদু আছে ! এর সেই জাদুর প্রভাব এতটাই গভীর যে প্রেমে আঘাত পেলে অপরাধ করতেও পিছপা হয় না বহু মানুষ ! প্রেমে প্রত্যাখ্যান কিংবা প্রতারণার মতো ঘটনা ঘটে আকছার ৷ সমস্যা হল, যাঁদের সঙ্গে এমন ঘটনা ঘটে, তাদের একাংশ এই প্রত্যাখ্যান বা প্রতারণা মেনে নিতে পারে না ৷ আর তার জন্য তথাকথিত প্রিয় মানুষটির ক্ষতি করতেও বুক কাঁপে না তাদের ! অনেক সময় আবার এমন কাউকে এই ধরনের ঘটনার বলি হতে হয়, যিনি মূল দুই চরিত্রের পরিচিত কেউ ! তথ্য বলছে, যত দিন যাচ্ছে, প্রেমে প্রত্যাখ্যাত বা প্রতারিত হওয়ার ঘটনায় খুনের মতো অপরাধ বাড়ছে ! বিশেষ করে গত কয়েক বছরে এমন ঘটনা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে ৷ পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র কর্ণাটকেই (Karnataka) শেষ পাঁচবছরে এই ধরনের খুনের ঘটনা ঘটেছে 215টি ৷

2018 থেকে 2022, এই পাঁচবছরে কর্ণাটকে ভালোবাসার নামে মোট 215 জনকে পৃথিবী থেকে চিরকালের মতো সরিয়ে দেওয়া হয়েছে (Murder For Love) ৷ অর্থাৎ, গড় ধরলে বছরে খুনের সংখ্যা 43 ৷ তবে নির্দিষ্টভাবে পরিসংখ্যান তুলে ধরলে দেখা যাচ্ছে, 2018 সালে ভালোবাসার বলি হয়েছিলেন 60 জন ৷ আবার 2020 সালেও সংখ্যাটি ছিল 60 !

আরও পড়ুন: অন্তিম শয্যায় শায়িত প্রেমিকাকে বিয়ে করলেন অসমের যুবক

পুলিশ প্রশাসনের বক্তব্য, ইদানিং নাবালকদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে ৷ যার অন্যতম প্রধান কারণ হল, তথাকথিত প্রেম ! অনেক সময়েই প্রেম করতে গিয়ে নাবালক, নাবালিকারা এমন সব চক্রে ফেঁসে যাচ্ছে, যা পিছনে ফেলে বেরিয়ে আসা তাদের পক্ষে কার্যত অসম্ভব ৷ অনেকে জড়িয়ে পড়ছে এমন সব সম্পর্কে, যেগুলির জন্য সামাজিক স্বীকৃতি আদায় করা সম্ভব নয় বললেই হয় ৷ আর এইরকম প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে অপরাধের ভিত ৷

তবে, শুধুমাত্র খুন নয়, প্রেমে প্রত্য়াখ্য়াত ও প্রতারিত হয়ে অন্য়ান্য গর্হিত অপরাধও করছে অনেকে ৷ তার মধ্যে অন্যতম হল অ্যাসিড হামলা ৷ অধিকাংশ সময়েই অ্য়াসিড হামলার শিকার হন নানা বয়সের মেয়েরা ৷ অ্য়াসিড হামলার ক্ষেত্রে সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হল, এই হামলাকে খুনের মতো গুরুত্ব দেওয়া হয় না ৷ ফলে অপরাধী চরম শাস্তি পায় না ৷ অথচ, আক্রান্তের সারাজীবন তছনছ হয়ে যায় ৷ গত বছর 28 এপ্রিল প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীর উপর অ্যাসিড হামলা করে নাগরাজ নামে এক যুবক ৷ তেমনই আবার, গত সপ্তাহেই রাজানুকুন্তে থানার অন্তর্গত প্রেসিডেন্সি কলেজে পাঠরত এমটেকের এক ছাত্রীকে কোপানের অভিযোগ ওঠে তাঁর প্রত্যাখ্যাত প্রেমিকের উপর ! পরে সেই যুবকও আত্মহত্য়ার চেষ্টা করে বলে দাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.