পঞ্চকুলা(হরিয়ানা), 12 জানুয়ারি : হরিয়ানায় বার্ড ফ্লু-র সংক্রমণে মৃত 20 হাজার মুরগিকে মাটি চাপা দেওয়া হল ৷ সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সুরক্ষাবিধি মেনে জেলার বিশেষ টাস্ক ফোর্স এই কাজ করেছে ৷ সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে পশুপালন এবং স্বাস্থ্য় বিভাগের দল সবরকম ব্য়বস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে ৷ ইতিমধ্য়ে পোলট্রিগুলোকে জীবাণু মুক্ত করতে সেখানে কীটনাশক স্প্রে করা হয়েছে ৷
মোট 40টি দল মৃত পাখিদের মাটি চাপা দেওয়ার কাজ করছে ৷ ডেপুটি কমিশনার মুকেশ কুমার আহুজা জানিয়েছেন, পঞ্চকুলায় বার্ড ফ্লু’র সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে ৷ যে দু’টি পোলট্রি ফার্মে অ্য়াভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস পাওয়া গেছে তার এক কিলোমিটারের মধ্য়ের এলাকাকে সংক্রমণ জ়োন ঘোষণা করা হয়েছে ৷ আর তার থেকে 5 কিলোমিটারের মধ্য়ে এলাকাকে সার্ভিলেন্স জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷
আরও পড়ুন : এবার মহারাষ্ট্র ও দিল্লিতেও বার্ড ফ্লু
মোট চারটি দল এই মুহূর্তে সংক্রমিত পোলট্রি ফার্মগুলিকে জীবাণুমুক্ত করার কাজ করছে ৷ ডেপুটি কমিশনার জানিয়েছেন, নরেন্দ্র পোলট্রিতে সংক্রমিত মুরগি মারার কাজ শুরু হয়েছে ৷ একইসঙ্গে এটাও সুনিশ্চিত করা হচ্ছে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পরে ৷ জীবাণুমুক্ত করা ও মুরগিগুলোকে মারার কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, প্রয়োজনীয় ওষুধ ও সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে৷