ETV Bharat / bharat

Landslide in Uttarakhand : পিথোরাগড়ে ভূমিধসে মৃত দুই, চাপা পড়লেন আরও পাঁচজন - পিথোরাগড়

উত্তরাখণ্ডে লাগাতার ভারী বৃষ্টির জের ৷ পিথোরাগড় জেলার জুম্মা গ্রামের কাছে নামল ধস ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেঘ ভাঙা বৃষ্টির জেরেই নামে ধস ৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ যায় দু’জনের ৷ ধসের নীচে চাপা পড়ে যান আরও পাঁচজন ৷ চলছে উদ্ধারকাজ ৷

2 killed, 5 buried under debris due to landslide in Uttarakhand
Landslide in Uttarakhand : পিথোরাগড়ে ভূমিধসে মৃত দুই, চাপা পড়লেন আরও পাঁচজন
author img

By

Published : Aug 30, 2021, 1:16 PM IST

পিথোরাগড়, 30 অগস্ট : ভূমিধসে প্রাণ গেল দু’জনের ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন আরও পাঁচজন ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার জুম্মা গ্রামের কাছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ ইতিমধ্যেই এসডিআরএফ এবং এসএসবি-র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ৷ দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিথোরাগড়ের জেলাশাসক আশিস চৌহান ৷

আরও পড়ুন : উত্তর কাশিতে মেঘ ভাঙা বৃষ্টি , মৃত 3

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেঘ ভাঙা বৃষ্টির জেরেই ধসের ঘটনা ঘটেছে ৷ সেই সময় অধিকাংশ গ্রামবাসীই নিজেদের বাড়িতে ছিলেন ৷ ধসের কবলে পড়ে তাঁদের বাড়ি ভেঙে যায় ৷ তার নীচে চাপা পড়ে যান বাসিন্দারা ৷ সিরৌদয়ার টোকের দুই বাসিন্দার তাতে মৃত্যু হয় ৷ এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ৷ ধ্বংসস্তূপ সরিয়ে আক্রান্তদের বের করে আনার কাজ শুরু হয় ৷

আরও পড়ুন : Kalimpong landslide : টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ের 29 মাইল জাতীয় সড়কে ধস

উদ্ধারকাজে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করতে ঘটনার পরই জরুরি বৈঠকে বসেন পিথোরাগড়ের জেলাশাসক ৷ জেলা বিপর্যয় অভিযান কেন্দ্রে আয়োজিত এই বৈঠকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন তিনি ৷ উদ্ধারকাজের গতি বাড়াতে ঘটনাস্থলে অস্থায়ী হেলিপ্য়াডও তৈরি করা হয়েছে ৷ কারণ, ধসের জেরে ওই এলাকায় সড়ক যোগাযোগ আপাতত বন্ধ ৷ প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই উত্তরাখণ্ডে লাগাতার ভারী বৃষ্টি চলছে ৷ ফলে স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ ভূমিধস সেই পরিস্থিতি আরও জটিল করে তুলল ৷

পিথোরাগড়, 30 অগস্ট : ভূমিধসে প্রাণ গেল দু’জনের ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন আরও পাঁচজন ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার জুম্মা গ্রামের কাছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ ইতিমধ্যেই এসডিআরএফ এবং এসএসবি-র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ৷ দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিথোরাগড়ের জেলাশাসক আশিস চৌহান ৷

আরও পড়ুন : উত্তর কাশিতে মেঘ ভাঙা বৃষ্টি , মৃত 3

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেঘ ভাঙা বৃষ্টির জেরেই ধসের ঘটনা ঘটেছে ৷ সেই সময় অধিকাংশ গ্রামবাসীই নিজেদের বাড়িতে ছিলেন ৷ ধসের কবলে পড়ে তাঁদের বাড়ি ভেঙে যায় ৷ তার নীচে চাপা পড়ে যান বাসিন্দারা ৷ সিরৌদয়ার টোকের দুই বাসিন্দার তাতে মৃত্যু হয় ৷ এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ৷ ধ্বংসস্তূপ সরিয়ে আক্রান্তদের বের করে আনার কাজ শুরু হয় ৷

আরও পড়ুন : Kalimpong landslide : টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ের 29 মাইল জাতীয় সড়কে ধস

উদ্ধারকাজে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করতে ঘটনার পরই জরুরি বৈঠকে বসেন পিথোরাগড়ের জেলাশাসক ৷ জেলা বিপর্যয় অভিযান কেন্দ্রে আয়োজিত এই বৈঠকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন তিনি ৷ উদ্ধারকাজের গতি বাড়াতে ঘটনাস্থলে অস্থায়ী হেলিপ্য়াডও তৈরি করা হয়েছে ৷ কারণ, ধসের জেরে ওই এলাকায় সড়ক যোগাযোগ আপাতত বন্ধ ৷ প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই উত্তরাখণ্ডে লাগাতার ভারী বৃষ্টি চলছে ৷ ফলে স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ ভূমিধস সেই পরিস্থিতি আরও জটিল করে তুলল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.