নয়াদিল্লি, 1 জুন : বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমাল তেল কোম্পানিগুলি৷ মাসের প্রথম দিনে ওএমসি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 135 টাকা কমিয়েছে৷ আজ থেকেই তা কার্যকরী হবে (19kg commercial LPG cylinders price reduced by Rupees 135 per cylinder) ৷
এর ফলে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম 2 হাজার 219 টাকা, আগে ছিল 2 হাজার 355 টাকা ৷ মুম্বইতে 31 মে পর্যন্ত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল 2 হাজার 307 টাকা ৷ আজ থেকে দাম হল 2 হাজার 171 টাকা 50 পয়সা ৷
-
Prices of 19kg commercial LPG cylinders reduced by Rs 135 per cylinder. It will now cost Rs 2219 in Delhi, in Kolkata it will cost Rs 2322, in Mumbai Rs 2171.50, and in Chennai it will cost Rs 2373.
— ANI (@ANI) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
No change in rates of domestic LPG cylinder. New rates are effective from today pic.twitter.com/4EzRDHQheG
">Prices of 19kg commercial LPG cylinders reduced by Rs 135 per cylinder. It will now cost Rs 2219 in Delhi, in Kolkata it will cost Rs 2322, in Mumbai Rs 2171.50, and in Chennai it will cost Rs 2373.
— ANI (@ANI) June 1, 2022
No change in rates of domestic LPG cylinder. New rates are effective from today pic.twitter.com/4EzRDHQheGPrices of 19kg commercial LPG cylinders reduced by Rs 135 per cylinder. It will now cost Rs 2219 in Delhi, in Kolkata it will cost Rs 2322, in Mumbai Rs 2171.50, and in Chennai it will cost Rs 2373.
— ANI (@ANI) June 1, 2022
No change in rates of domestic LPG cylinder. New rates are effective from today pic.twitter.com/4EzRDHQheG
আরও পড়ুন : LPG Price Hike : নতুন অর্থবর্ষের প্রথম দিনেই একলাফে 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
কলকাতায় 2 হাজার 455 টাকার পরিবর্তে আজ থেকে দিতে হবে 2 হাজার 322 টাকা ৷ আর চেন্নাইয়ে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল 2 হাজার 373 টাকা, গতকাল পর্যন্ত এই দাম ছিল 2 হাজার 508 টাকা ৷
ইতিমধ্যে রান্নার 14 কেজি এলিপিজি সিলিন্ডারের দাম ছাড়িয়েছে 1 হাজার টাকা ৷ শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্য 200 টাকা ভর্তুকির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷
এর আগে 1 এপ্রিল 19 কেজি বাণিজ্যিক এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে হয়েছিল 2 হাজার 253 টাকা ৷ 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷