ETV Bharat / bharat

দাদাকে স্কুলবাসে তুলতে গিয়ে চাকায় পিষ্ট, মৃত্যু দেড় বছরের শিশুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 9:55 AM IST

Updated : Jan 5, 2024, 11:45 AM IST

Child Died an Accident: হায়দরাবাদের হাবিসগুড়ায় একটি বেসরকারি স্কুলের বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বছর দেড়েকের শিশুকন্যার। পুলিশ জানিয়েছে, বাস চালকের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 5 জানুয়ারি: স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দেড় বছরের শিশুর ৷ বৃহস্পতিবার হায়দরাবাদের হাবিসগুড্ডা এলাকার ঘটনা ৷ পুলিশ সূত্র খবর, বাস চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ বাসের হেল্পার এম. রানি চালককে সাবধান করলেও, চালক কোনও কথাই কানে নেনেনি ৷ তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, বছর দেড়েকের শিশুকন্যাটি বাবার সঙ্গে তার দাদাকে স্কুলের বাসে তুলতে গিয়েছিল ৷ শিশুটির দাদা স্কুল বাসে উঠে গেলেও সে বাসের কাছে রাস্তাতেই দাঁড়িয়েছিল ৷ বাসটির চালক শিশুটিকে না দেখেই বাসটি ঘোরাতে যায় ৷ তখনই বাসের ধাক্কায় শিশুকন্যাটি পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয় ৷ পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে ৷ পুলিশ জানায়, "চালক শিশুটিকে না দেখেই বাসটি ঘোরতে যায় ৷ সেই সময়েই শিশুটি বাসের নীচে পড়ে যায়। তার উপরে বাসটি উঠে যায় ৷"

ঘটনার আকষ্মিকতায় হক চকিয়ে যান চালক ৷ শিশুটির বাবা ও স্থানীয়দের চিৎকারে চালক বাস থামিয়ে দেন ৷ মৃত শিশুকন্যার বাবা জানান, শিশুটিকে কোনওরকমে উদ্ধার করে স্থানীয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ তবে পুলিশ ইতিমধ্যেই বাসের চালককে গ্রেফতার করেছে ৷

এর আগে 1 জানুয়ারি সোমবার হায়দরাবাদের মিত্র হিলস রোডে একটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছিল ৷ একটি বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় ৷ ঘটনায় মৃত্যু হয় 33 বছর বয়সী এক ব্যক্তির ৷ মৃতের নাম নেদুরি অরুণ কুমার ৷ তিনি বাইক চালাচ্ছিলেন ৷ কেপিএইচবি কলোনি থেকে হায়াতনগরের দিকে আসছিলেন ৷ সেইসময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি ওই বাইকটিকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলে মত্যু হয় বাইক আরোহীর ৷ এমনটাই খবর পুলিশ সূত্রে ৷

আরও পড়ুন:

  1. ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন
  2. কনকনের শীতের সঙ্গে লড়াই, পানিপথ থেকে লক্ষ কম্বল যাচ্ছে অযোধ্যায়
  3. 'ফুয়েল চার্জ' নেবে না ইন্ডিগো, হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিমানের ভাড়া

হায়দরাবাদ, 5 জানুয়ারি: স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দেড় বছরের শিশুর ৷ বৃহস্পতিবার হায়দরাবাদের হাবিসগুড্ডা এলাকার ঘটনা ৷ পুলিশ সূত্র খবর, বাস চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ বাসের হেল্পার এম. রানি চালককে সাবধান করলেও, চালক কোনও কথাই কানে নেনেনি ৷ তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, বছর দেড়েকের শিশুকন্যাটি বাবার সঙ্গে তার দাদাকে স্কুলের বাসে তুলতে গিয়েছিল ৷ শিশুটির দাদা স্কুল বাসে উঠে গেলেও সে বাসের কাছে রাস্তাতেই দাঁড়িয়েছিল ৷ বাসটির চালক শিশুটিকে না দেখেই বাসটি ঘোরাতে যায় ৷ তখনই বাসের ধাক্কায় শিশুকন্যাটি পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয় ৷ পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে ৷ পুলিশ জানায়, "চালক শিশুটিকে না দেখেই বাসটি ঘোরতে যায় ৷ সেই সময়েই শিশুটি বাসের নীচে পড়ে যায়। তার উপরে বাসটি উঠে যায় ৷"

ঘটনার আকষ্মিকতায় হক চকিয়ে যান চালক ৷ শিশুটির বাবা ও স্থানীয়দের চিৎকারে চালক বাস থামিয়ে দেন ৷ মৃত শিশুকন্যার বাবা জানান, শিশুটিকে কোনওরকমে উদ্ধার করে স্থানীয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ তবে পুলিশ ইতিমধ্যেই বাসের চালককে গ্রেফতার করেছে ৷

এর আগে 1 জানুয়ারি সোমবার হায়দরাবাদের মিত্র হিলস রোডে একটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছিল ৷ একটি বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় ৷ ঘটনায় মৃত্যু হয় 33 বছর বয়সী এক ব্যক্তির ৷ মৃতের নাম নেদুরি অরুণ কুমার ৷ তিনি বাইক চালাচ্ছিলেন ৷ কেপিএইচবি কলোনি থেকে হায়াতনগরের দিকে আসছিলেন ৷ সেইসময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি ওই বাইকটিকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলে মত্যু হয় বাইক আরোহীর ৷ এমনটাই খবর পুলিশ সূত্রে ৷

আরও পড়ুন:

  1. ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন
  2. কনকনের শীতের সঙ্গে লড়াই, পানিপথ থেকে লক্ষ কম্বল যাচ্ছে অযোধ্যায়
  3. 'ফুয়েল চার্জ' নেবে না ইন্ডিগো, হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিমানের ভাড়া
Last Updated : Jan 5, 2024, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.