হায়দরাবাদ, 5 জানুয়ারি: স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দেড় বছরের শিশুর ৷ বৃহস্পতিবার হায়দরাবাদের হাবিসগুড্ডা এলাকার ঘটনা ৷ পুলিশ সূত্র খবর, বাস চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ বাসের হেল্পার এম. রানি চালককে সাবধান করলেও, চালক কোনও কথাই কানে নেনেনি ৷ তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে ৷
জানা গিয়েছে, বছর দেড়েকের শিশুকন্যাটি বাবার সঙ্গে তার দাদাকে স্কুলের বাসে তুলতে গিয়েছিল ৷ শিশুটির দাদা স্কুল বাসে উঠে গেলেও সে বাসের কাছে রাস্তাতেই দাঁড়িয়েছিল ৷ বাসটির চালক শিশুটিকে না দেখেই বাসটি ঘোরাতে যায় ৷ তখনই বাসের ধাক্কায় শিশুকন্যাটি পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয় ৷ পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে ৷ পুলিশ জানায়, "চালক শিশুটিকে না দেখেই বাসটি ঘোরতে যায় ৷ সেই সময়েই শিশুটি বাসের নীচে পড়ে যায়। তার উপরে বাসটি উঠে যায় ৷"
ঘটনার আকষ্মিকতায় হক চকিয়ে যান চালক ৷ শিশুটির বাবা ও স্থানীয়দের চিৎকারে চালক বাস থামিয়ে দেন ৷ মৃত শিশুকন্যার বাবা জানান, শিশুটিকে কোনওরকমে উদ্ধার করে স্থানীয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ তবে পুলিশ ইতিমধ্যেই বাসের চালককে গ্রেফতার করেছে ৷
এর আগে 1 জানুয়ারি সোমবার হায়দরাবাদের মিত্র হিলস রোডে একটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছিল ৷ একটি বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় ৷ ঘটনায় মৃত্যু হয় 33 বছর বয়সী এক ব্যক্তির ৷ মৃতের নাম নেদুরি অরুণ কুমার ৷ তিনি বাইক চালাচ্ছিলেন ৷ কেপিএইচবি কলোনি থেকে হায়াতনগরের দিকে আসছিলেন ৷ সেইসময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি ওই বাইকটিকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলে মত্যু হয় বাইক আরোহীর ৷ এমনটাই খবর পুলিশ সূত্রে ৷
আরও পড়ুন: