নয়াদিল্লি, 28 এপ্রিল : নয়াদিল্লি, 28 এপ্রিল : আজ, বুধবার বিকেল চারটে থেকেই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন 18 বছরের বেশি বয়সী তরুণরা ৷ এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে একথা ৷ বুধবার আরোগ্য সেতুর অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেল থেকে জানানো হয়, 18 বছরের বেশি বয়সিরা http://cowin.gov.in-তে লগ ইন করে, আরোগ্য সেতু অ্য়াপ এবং উমঙ্গ অ্য়াপের মাধ্যমে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন ৷ রাজ্য় সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের মধ্যে যেখানেই টিকা থাকবে, সেখানেই টিকা নিতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ 1 মে থেকে 18 বছরের বেশি বয়সিরা টিকা নিতে পারবেন ৷
-
Registration for 18 plus to begin on https://t.co/S3pUooMbXX, Aarogya Setu App & UMANG App at 4 PM on 28th April. Appointments at State Govt centers & Private centers depending on how many vaccination centers are ready on 1st May for Vaccination of 18 plus. #LargestVaccineDrive
— Aarogya Setu (@SetuAarogya) April 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Registration for 18 plus to begin on https://t.co/S3pUooMbXX, Aarogya Setu App & UMANG App at 4 PM on 28th April. Appointments at State Govt centers & Private centers depending on how many vaccination centers are ready on 1st May for Vaccination of 18 plus. #LargestVaccineDrive
— Aarogya Setu (@SetuAarogya) April 28, 2021Registration for 18 plus to begin on https://t.co/S3pUooMbXX, Aarogya Setu App & UMANG App at 4 PM on 28th April. Appointments at State Govt centers & Private centers depending on how many vaccination centers are ready on 1st May for Vaccination of 18 plus. #LargestVaccineDrive
— Aarogya Setu (@SetuAarogya) April 28, 2021
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সিইও আরএস শর্মাও এই বিষয়ে একটি টুইট করেছেন ৷ জানিয়েছেন কোউইন অ্য়াপের মাধ্যমেই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার পাশাপাশি টিকাকরণের শংসাপত্রও ডাউনলোড করা যাবে ৷
-
Today, we have opened Co-Win APIs for vacancies search and downloading certificates of vaccinations for third party applications. API specs can be found at https://t.co/2t0Ac8Ftmi.
— RS Sharma (@rssharma3) April 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today, we have opened Co-Win APIs for vacancies search and downloading certificates of vaccinations for third party applications. API specs can be found at https://t.co/2t0Ac8Ftmi.
— RS Sharma (@rssharma3) April 28, 2021Today, we have opened Co-Win APIs for vacancies search and downloading certificates of vaccinations for third party applications. API specs can be found at https://t.co/2t0Ac8Ftmi.
— RS Sharma (@rssharma3) April 28, 2021
কীভাবে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে হবে, নীচে তার বিস্তারিত বিবরণ দেওয়া হল ৷
1) প্রথমে ইউআরএলে https://www.cowin.gov.in/home টাইপ করতে হবে ৷
2) ওয়েবসাইটে ঢুকে "register/sign-in" অপশনে ক্লিক করতে হবে ৷
3) আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে ৷
4) মোবাইল নম্বর দিলেন ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) তৈরি হবে ৷
5) এবার ওটিপি দিয়ে "verify" অপশন ক্লিক করতে হবে ৷
6) ওটিপি ভেরিফিকেশনের পর টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে হবে ৷ এই পর্যায়ে আবেদনকারীর নাম, বয়স, লিঙ্গ এবং ফোটো আইডি (সচিত্র পরিচয়পত্র) দিতে হবে ৷
7) এরপর প্রথমে "Register" এবং তারপর "Schedule"-এ ক্লিক করতে হবে ৷
8) আবেদনকারীর এলাকার পিন কোড দিতে হবে ৷ অথবা রাজ্য থেকে জেলা নির্বাচন করতে হবে ৷
9) আবেদনকারীকে তাঁর পছন্দের টিকাকরণ কেন্দ্র বাছাই করতে হবে ৷
10) টিকাকরণের তারিখ ও সময় নির্বাচন করে তা "Confirm" করতে হবে ৷
আরও পড়ুন : 5মে থেকে শুরু 18-র ঊর্ধ্বে টিকাকরণ, তবে স্পষ্ট নয় বেসরকারি টিকাকরণের প্রক্রিয়া
উলেখ্য, গত সোমবারই কেন্দ্রের তরফে জানানো হয়, টিকাকরণের তৃতীয় দফায় শুধুমাত্র 45 বছরের বেশি বয়সিরাই নন, টিকা নিতে পারবেন 18 বছরের বেশি বয়সিরাও ৷ সেই প্রক্রিয়া শুরু হবে 1 মে থেকে ৷ প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে থেকেই ভারতে টিকাকরণের কর্মসূচি শুরু হয় ৷ প্রাথমিকভাবে কেবলমাত্র করোনা যোদ্ধাদেরই এই টিকা দেওয়া হয় ৷ পরবর্তীতে টিকাকরণের আওতায় আনা হয় প্রবীণ নাগরিক এবং 45 বছরের বেশি বয়সিদেরও (যাঁদের কোমর্বিডিটি আছে) ৷ ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে অল্প বয়সিদের মধ্যেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ুর ঘটনা ঘটতে থাকে ৷ তার জেরেই প্রত্যেক নাগরিককে টিকাকরণের দাবি ওঠে ৷ সেই প্রেক্ষিতেই এবার 18 বছরের বেশি বয়সিদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত নাবালকদের টিকাকরণের আওতার বাইরেই রাখা হয়েছে ৷