ETV Bharat / bharat

Rome Amritsar flight : রোম থেকে অমৃতসরে আসা বিমানে 173 জন কোভিড পজিটিভ ! - 173 passengers of Rome Amritsar flight test Covid positive

বিমানটি রোম থেকে অমৃতসর বিমানবন্দরে নামার পর শিশুদের বাদ দিয়ে বাকি 285 জনের করোনা পরীক্ষা করা হয় ৷ এর মধ্যে 173 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে (173 passengers of Rome Amritsar flight test Covid positive) !

173 passengers Covid Positive Rome Amritsar flight
রোম থেকে অমৃতসরে আসা বিমানে 173 জন কোভিড পজিটিভ
author img

By

Published : Jan 8, 2022, 8:22 AM IST

অমৃতসর, 8 জানুয়ারি : একইসঙ্গে বিমানের 173 জন যাত্রী কোভিড পজিটিভ ! দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যে এমনই ঘটনার সাক্ষী থাকল অমৃতসর বিমানবন্দর ৷ শুক্রবার রোম থেকে পঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে নামে একটি বিমান ৷ এরপর বিমানের 285 জন যাত্রীর কোভিড টেস্ট করা হয় ৷ বিমানবন্দরে যাত্রীদের কোভিড পরীক্ষার ফলাফলে যে তথ্য সামনে এসেছে তা চোখ কপালে তুলে দেওয়ার মতো ৷ এক, দু'জন নয়, একইসঙ্গে 173 জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে ৷ যাত্রীরা বিদেশ ফেরত হওয়ায় ওমিক্রনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ (173 passengers of Rome Amritsar flight test Covid positive) ৷

অমৃতসর বিমানবন্দরের (Amritsar Airport, Director) ডিরেক্টর ভিকে শেঠ বলেন, "শুক্রবার রোম থেকে অমৃতসরে একটি বিমান আসে ৷ বিমানে 290 জন যাত্রী ছিলেন ৷ শিশুদের বাদ দিয়ে 285 জনের কোভিড পরীক্ষা করা হয়েছিল ৷ তার মধ্যে 173 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ এর মধ্যে থেকে 75 জনের আবার পরীক্ষা করা হবে ৷"

আরও পড়ুন : Health Ministry Revised Guidelines : বিদেশ থেকে ফিরলে সাতদিনের নিভৃতবাস বাধ্যতামূলক, জানাল স্বাস্থ্য মন্ত্রক

এর আগে 6 ডিসেম্বর রোমের মিলান থেকে 179 জন যাত্রী সমেত একটি চাটার্ড বিমান নামে অমৃতসর বিমানবন্দরে ৷ তাদের মধ্যে 125 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সেই ঘটনার পর ফের এই খবর সামনে এসেছে ৷ এই বিপুল সংখ্যক কোভিড-পজিটিভ রোগীদের যাতে পঞ্জাবের বিভিন্ন জেলার কোয়ারান্টিন সেন্টারে রাখা যায়, সেই ব্যবস্থা করতে অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে ৷

অমৃতসর, 8 জানুয়ারি : একইসঙ্গে বিমানের 173 জন যাত্রী কোভিড পজিটিভ ! দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যে এমনই ঘটনার সাক্ষী থাকল অমৃতসর বিমানবন্দর ৷ শুক্রবার রোম থেকে পঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে নামে একটি বিমান ৷ এরপর বিমানের 285 জন যাত্রীর কোভিড টেস্ট করা হয় ৷ বিমানবন্দরে যাত্রীদের কোভিড পরীক্ষার ফলাফলে যে তথ্য সামনে এসেছে তা চোখ কপালে তুলে দেওয়ার মতো ৷ এক, দু'জন নয়, একইসঙ্গে 173 জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে ৷ যাত্রীরা বিদেশ ফেরত হওয়ায় ওমিক্রনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ (173 passengers of Rome Amritsar flight test Covid positive) ৷

অমৃতসর বিমানবন্দরের (Amritsar Airport, Director) ডিরেক্টর ভিকে শেঠ বলেন, "শুক্রবার রোম থেকে অমৃতসরে একটি বিমান আসে ৷ বিমানে 290 জন যাত্রী ছিলেন ৷ শিশুদের বাদ দিয়ে 285 জনের কোভিড পরীক্ষা করা হয়েছিল ৷ তার মধ্যে 173 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ এর মধ্যে থেকে 75 জনের আবার পরীক্ষা করা হবে ৷"

আরও পড়ুন : Health Ministry Revised Guidelines : বিদেশ থেকে ফিরলে সাতদিনের নিভৃতবাস বাধ্যতামূলক, জানাল স্বাস্থ্য মন্ত্রক

এর আগে 6 ডিসেম্বর রোমের মিলান থেকে 179 জন যাত্রী সমেত একটি চাটার্ড বিমান নামে অমৃতসর বিমানবন্দরে ৷ তাদের মধ্যে 125 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সেই ঘটনার পর ফের এই খবর সামনে এসেছে ৷ এই বিপুল সংখ্যক কোভিড-পজিটিভ রোগীদের যাতে পঞ্জাবের বিভিন্ন জেলার কোয়ারান্টিন সেন্টারে রাখা যায়, সেই ব্যবস্থা করতে অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.