ETV Bharat / bharat

Covid Positive Afghan Evacuees : আফগানিস্তান থেকে দেশে ফেরা 16 জন কোভিডে আক্রান্ত - Covid-19

গতকাল কাবুল থেকে নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 78 জন যাত্রী ৷ তাঁদের মধ্যে 16 জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে ৷

গতকাল ফেরা যাত্রীরা
গতকাল ফেরা যাত্রীরা
author img

By

Published : Aug 25, 2021, 10:23 AM IST

Updated : Aug 25, 2021, 10:53 AM IST

নয়া দিল্লি, 25 অগস্ট : আফগানিস্তান থেকে ফেরা যাত্রীদের মধ্যে কোভিড সংক্রমণ ধরা পড়ল৷ গতকাল ভারতীয় বায়ু সেনার (Indian Air Force, IAF) বিমানে নয়া দিল্লিতে ফিরেছেন 78 জন যাত্রী ৷ তাদের কোভিড পরীক্ষা করানো হলে, 16 জন কোভিডে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷

কোভিড সংক্রামিতদের মধ্যে 3 জন ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং হাতে লেখা 3টি গুরু গ্রন্থসাহিব বয়ে এনেছেন আফগানিস্তান থেকে ৷ স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) আফগান-ফেরত যাত্রীদের জন্য কোয়ারান্টিনে (quarantine) থাকা আবশ্যক করেছে ৷

আরও পড়ুন : Soumya Swaminathan : ভারতে আঞ্চলিক রোগে পরিণত কোভিড, আশার কথা শোনালেন হু-র প্রধান বিজ্ঞানী

নয়া দিল্লিতে বিমান অবতরণের পর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Union Minister Hardeep Singh Puri), বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন (Minister of State for External Affairs, V Muraleedharan), বিজেপি নেতা আর পি সিং (Bharatiya Janata Party leader RP Singh) 3টি শ্রী গুরু গ্রন্থ সাহিবের (Sri Guru Granth Sahib) স্বরূপ (Swaroop) মাথায় তুলে নেন ৷ এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী একটি টুইট করে জানান, "কাবুল থেকে দিল্লিতে আসা শ্রী গুরু গ্রন্থ সাহিবের স্বরূপ পাওয়াটা একটা আশীর্বাদ, প্রণাম জানাই ৷"

  • जिसके साथ अकालपुरख (भगवान ) का साथ व आशीर्वाद है उसका कोई कुछ नहीं बिगाड़ सकता और उसकी जीत निश्चित है।
    वाहे गुरु! @narendramodi @HardeepSPuri https://t.co/KAcSwf7FFb

    — Pankaj Chaudhary (@mppchaudhary) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফগানিস্তান থেকে জরুরি ভিত্তিতে মানুষদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷ সঙ্কটজনক পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রক এই ধরনের মানুষদের ক্ষেত্রে বিমানে ওঠার আগে আরটি-পিসিআর (RT-PCR testing) পরীক্ষায় ছাড়পত্র দিয়েছে ৷

নয়া দিল্লি, 25 অগস্ট : আফগানিস্তান থেকে ফেরা যাত্রীদের মধ্যে কোভিড সংক্রমণ ধরা পড়ল৷ গতকাল ভারতীয় বায়ু সেনার (Indian Air Force, IAF) বিমানে নয়া দিল্লিতে ফিরেছেন 78 জন যাত্রী ৷ তাদের কোভিড পরীক্ষা করানো হলে, 16 জন কোভিডে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷

কোভিড সংক্রামিতদের মধ্যে 3 জন ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং হাতে লেখা 3টি গুরু গ্রন্থসাহিব বয়ে এনেছেন আফগানিস্তান থেকে ৷ স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) আফগান-ফেরত যাত্রীদের জন্য কোয়ারান্টিনে (quarantine) থাকা আবশ্যক করেছে ৷

আরও পড়ুন : Soumya Swaminathan : ভারতে আঞ্চলিক রোগে পরিণত কোভিড, আশার কথা শোনালেন হু-র প্রধান বিজ্ঞানী

নয়া দিল্লিতে বিমান অবতরণের পর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Union Minister Hardeep Singh Puri), বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন (Minister of State for External Affairs, V Muraleedharan), বিজেপি নেতা আর পি সিং (Bharatiya Janata Party leader RP Singh) 3টি শ্রী গুরু গ্রন্থ সাহিবের (Sri Guru Granth Sahib) স্বরূপ (Swaroop) মাথায় তুলে নেন ৷ এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী একটি টুইট করে জানান, "কাবুল থেকে দিল্লিতে আসা শ্রী গুরু গ্রন্থ সাহিবের স্বরূপ পাওয়াটা একটা আশীর্বাদ, প্রণাম জানাই ৷"

  • जिसके साथ अकालपुरख (भगवान ) का साथ व आशीर्वाद है उसका कोई कुछ नहीं बिगाड़ सकता और उसकी जीत निश्चित है।
    वाहे गुरु! @narendramodi @HardeepSPuri https://t.co/KAcSwf7FFb

    — Pankaj Chaudhary (@mppchaudhary) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফগানিস্তান থেকে জরুরি ভিত্তিতে মানুষদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷ সঙ্কটজনক পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রক এই ধরনের মানুষদের ক্ষেত্রে বিমানে ওঠার আগে আরটি-পিসিআর (RT-PCR testing) পরীক্ষায় ছাড়পত্র দিয়েছে ৷

Last Updated : Aug 25, 2021, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.