ETV Bharat / bharat

লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ, আক্রান্ত 1 লাখ 45 হাজারের বেশি

দিন দিন বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ । এখনও পর্যন্ত দেশে 9 কোটি 80 লাখ 75 হাজার 160 জনকে প্রতিষেধক দেওয়া হয়েছে ।

প্রায় লাখ দেড়েক আক্রান্ত একদিনে, এটাই সর্বাধিক
প্রায় লাখ দেড়েক আক্রান্ত একদিনে, এটাই সর্বাধিক
author img

By

Published : Apr 10, 2021, 9:35 AM IST

Updated : Apr 10, 2021, 9:48 AM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল : দেশে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী । প্রায় দেড় লাখের কাছাকাছি সংক্রমিত । এটাই সর্বপ্রথম সর্বাধিক দৈনিক আক্রান্ত হল গত 24 ঘণ্টায় । দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লাখ 45 হাজার 384 । এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে 1 কোটি 32 লাখ 5 হাজার 926 জন । গতকাল যা ছিল 1 লাখ 31 হাজার 968 । এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে 10 লাখ 46 হাজার 631 জন ।

কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 794 জনের ৷ গতকাল যা ছিল 780 ৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 68 হাজার 436 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 77 হাজার 567 জন ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 19 লাখ 90 হাজার 859 জন ৷

আরও পড়ুন : টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় রাহুলকে কটাক্ষ রবিশঙ্করের

দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 32 লাখ 88 হাজার 540 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 26 লাখ 95 হাজার 148 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক ৷ কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 54 হাজার 10 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 12 হাজার 758 জন ৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত 10 লাখ 48 হাজার 85, সুস্থ হয়েছে 9 লাখ 77 হাজার 169 জন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে গত একদিনে মোট 11 লাখ 73 হাজার 219টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 25 কোটি 52 লাখ 14 হাজার 803টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

নয়াদিল্লি, 10 এপ্রিল : দেশে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী । প্রায় দেড় লাখের কাছাকাছি সংক্রমিত । এটাই সর্বপ্রথম সর্বাধিক দৈনিক আক্রান্ত হল গত 24 ঘণ্টায় । দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লাখ 45 হাজার 384 । এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে 1 কোটি 32 লাখ 5 হাজার 926 জন । গতকাল যা ছিল 1 লাখ 31 হাজার 968 । এখনও পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত হয়েছে 10 লাখ 46 হাজার 631 জন ।

কেন্দ্রীয় সরকারের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 794 জনের ৷ গতকাল যা ছিল 780 ৷ এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 68 হাজার 436 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 77 হাজার 567 জন ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 19 লাখ 90 হাজার 859 জন ৷

আরও পড়ুন : টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় রাহুলকে কটাক্ষ রবিশঙ্করের

দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 32 লাখ 88 হাজার 540 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 26 লাখ 95 হাজার 148 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক ৷ কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 54 হাজার 10 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 12 হাজার 758 জন ৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত 10 লাখ 48 হাজার 85, সুস্থ হয়েছে 9 লাখ 77 হাজার 169 জন ৷

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে গত একদিনে মোট 11 লাখ 73 হাজার 219টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 25 কোটি 52 লাখ 14 হাজার 803টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

Last Updated : Apr 10, 2021, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.