ETV Bharat / bharat

Pro-Taliban Post : সোশ্যাল মিডিয়ায় তালিবানের সমর্থনে পোস্ট, অসমে গ্রেফতার 14

তালিবানের পক্ষে কথা বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করায় অসমে গ্রেফতার করা হল মোট 14 জনকে ৷ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান অসম পুলিশের এক কর্তা ৷ এই ঘটনার পর পুলিশ সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি চালানো শুরু করেছে ৷

সোশ্যাল মিডিয়ায় তালিবানপন্থী মন্তব্য, অসমে গ্রেফতার 14
সোশ্যাল মিডিয়ায় তালিবানপন্থী মন্তব্য, অসমে গ্রেফতার 14
author img

By

Published : Aug 21, 2021, 4:33 PM IST

গুয়াহাটি, 21 অগস্ট : তালিবান কার্যকলাপের পক্ষে সওয়াল করে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য 14 জনকে গ্রেফতার করল অসম পুলিশ ৷ রাজ্যের 10টি জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের বয়স 23 থেকে 65 বছরের মধ্যে ৷ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া পোস্টের উপর বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ ৷

আফগানিস্তানে বর্তমানে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে তালিবানকে সমর্থন করে অসমের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করতে গিয়েছে যাচ্ছে ৷ এমনই 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার অসম পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের নাম হল- মৌলানা ফাজুল করিম, আবু বক্কর সিদ্দিকি, সইদুল হক, জাভেদ মজুমদার, মজিদুল ইসলাম, ফারুক হুসেন খান, সৈয়দ আহমেদ, আরমান হুসেন, নাদিম আফতার, নুর আলম, মৌলানা ইয়াসিন খান, মৌলানা বাসিরুদ্দিন লস্কর, মুজিব উদ্দিন এবং মুর্তজা হুসেন খান ৷ এদের বয়স 23 থেকে 65 বছরের মধ্যে ৷ অসমের ডারাংগম, কামরূপ, কাছাড়, বাড়পেটা, ধুবড়ি, হাইলাকান্দি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, হোজাই এবং করিমগঞ্জের বিভিন্ন জায়গাায় এদের বাড়ি ৷

অসম পুলিশ ডিজিপি জিপি সিং বলেন, "এই ধরনের আপত্তিকর পোস্ট করা অথবা এমন পোস্টে লাইক বা মন্তব্য করার ক্ষেত্রেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকর্মীদের ৷ আমরা সোশ্যাল মিডিয়া কড়া নজরদারি চালাচ্ছি ৷ এই ধরনের পোস্ট দেখলে কড়া পদক্ষেপও করা হচ্ছে ৷ এই ধরনের আচরণ জাতীয় নিরাপত্তা বিরুদ্ধ ৷ তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন : Taliban : অপহরণ ! কাবুল বিমানবন্দরে অপেক্ষারত ভারতীয়দের তুলে নিয়ে গেল তালিবান : সূত্র

গুয়াহাটি, 21 অগস্ট : তালিবান কার্যকলাপের পক্ষে সওয়াল করে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য 14 জনকে গ্রেফতার করল অসম পুলিশ ৷ রাজ্যের 10টি জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের বয়স 23 থেকে 65 বছরের মধ্যে ৷ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া পোস্টের উপর বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ ৷

আফগানিস্তানে বর্তমানে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে তালিবানকে সমর্থন করে অসমের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করতে গিয়েছে যাচ্ছে ৷ এমনই 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার অসম পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের নাম হল- মৌলানা ফাজুল করিম, আবু বক্কর সিদ্দিকি, সইদুল হক, জাভেদ মজুমদার, মজিদুল ইসলাম, ফারুক হুসেন খান, সৈয়দ আহমেদ, আরমান হুসেন, নাদিম আফতার, নুর আলম, মৌলানা ইয়াসিন খান, মৌলানা বাসিরুদ্দিন লস্কর, মুজিব উদ্দিন এবং মুর্তজা হুসেন খান ৷ এদের বয়স 23 থেকে 65 বছরের মধ্যে ৷ অসমের ডারাংগম, কামরূপ, কাছাড়, বাড়পেটা, ধুবড়ি, হাইলাকান্দি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, হোজাই এবং করিমগঞ্জের বিভিন্ন জায়গাায় এদের বাড়ি ৷

অসম পুলিশ ডিজিপি জিপি সিং বলেন, "এই ধরনের আপত্তিকর পোস্ট করা অথবা এমন পোস্টে লাইক বা মন্তব্য করার ক্ষেত্রেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকর্মীদের ৷ আমরা সোশ্যাল মিডিয়া কড়া নজরদারি চালাচ্ছি ৷ এই ধরনের পোস্ট দেখলে কড়া পদক্ষেপও করা হচ্ছে ৷ এই ধরনের আচরণ জাতীয় নিরাপত্তা বিরুদ্ধ ৷ তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন : Taliban : অপহরণ ! কাবুল বিমানবন্দরে অপেক্ষারত ভারতীয়দের তুলে নিয়ে গেল তালিবান : সূত্র

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.