ETV Bharat / bharat

Tallest Durga Puja Pandal: লম্বায় 136 ফিট, উচ্চতম দুর্গা পুজো প্যান্ডেলের নাম উঠল গিনেস বুকে

author img

By

Published : Oct 5, 2022, 11:34 AM IST

Updated : Oct 5, 2022, 12:25 PM IST

লখনউয়ের একটি দুর্গা পুজো প্যান্ডেল নাম তুলে নিল গিনেস বুকে (Guinness Book of World Records)৷ 136 ফিটের সেই প্যান্ডেলই উচ্চতম দুর্গা পুজো মণ্ডপ (Tallest Durga Puja Pandal)৷

136 ft Durga Puja pandal in Lucknow to enter Guinness Book as world's tallest
লম্বায় 136 ফিট ৷ উচ্চতম দুর্গা পুজো প্যান্ডেলের নাম উঠল গিনেস বুকে

লখনউ, 5 অক্টোবর: উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের (Durga Puja pandal in Lucknow) একটি দুর্গা পুজো মণ্ডপ সবার নজর কাড়ল (Tallest Durga Puja Pandal)৷ জাংকিপুরমের পুজো প্যান্ডেলটি লম্বায় 136 ফিট ৷ উচ্চতম দুর্গা পুজো মণ্ডপ হিসেবে তারা নাম তুলে নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness Book of World Records)৷

বৃন্দাবনে নির্মীয়মাণ চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পুজো প্যান্ডেল ৷ চন্দ্রোদয় মন্দির হতে চলেছে বিশ্বের উচ্চতম ধর্মীয় স্তম্ভ ৷ 5,40,000 বর্গফিট জায়গাজুড়ে তৈরি হচ্ছে এই মন্দির ৷ যার উচ্চতা হবে প্রায় 700 ফিট ৷ জাংকিপুরমের দুর্গা পুজো পার্কের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে এই মন্দিরের আদলে দুর্গা পুজো প্যান্ডেল ৷ গত 28 বছর ধরে এই পুজো করে আসছে উৎসব পুজো কমিটি ৷

পুজো কমিটির সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে জানালেন, এই বিরাট প্যান্ডেল তৈরি করতে কলকাতা ও অসম থেকে 52 জন শিল্পী এসেছেন ৷ এটি তৈরি করতে সময় লেগেছে টানা একমাস ৷ রাকেশ জানালেন, "এই দুর্গা পুজো প্যান্ডেল তৈরি করতে খরচ পড়েছে 32 লাখ টাকা ৷ প্রতিদিন দেবী দুর্গা দর্শনে এই প্যান্ডেলে প্রায় 70 হাজার মানুষের সমাগম হচ্ছে ৷"

আরও পড়ুন: নবমীর সন্ধ্যায় পাড়ায় পুজো প্যান্ডেলে সৌরভ

প্যান্ডেলের সুরক্ষা ব্যবস্থাও আঁটোসাটো বলে দাবি করে পুজো কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, "এই প্যান্ডেলে সুরক্ষার যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে ৷ রয়েছে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থাও ৷ গোটা প্যান্ডেলের পাহারায় রয়েছেন কমিটির প্রায় 55 জন সদস্য ৷ এছাড়াও রয়েছেন নিরাপত্তা রক্ষীরা ৷"

এই দুর্গা পুজো প্যান্ডেলটি গিনেস বুকে নাম তুলে ফেলেছে - এই সুখবরটি দিয়ে রাকেশ বলেন, "গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের টিম গোটা প্যান্ডেলটি পর্যালোচনা করে জানিয়েছে যে, এটি উচ্চতম দুর্গা পুজো প্যান্ডেল হিসেবে গিনেস বুকে নাম তুলে নিয়েছে ৷ 4-5 দিনের মধ্যেই মিলে যাবে সার্টিফিকেট ৷"

লখনউ, 5 অক্টোবর: উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের (Durga Puja pandal in Lucknow) একটি দুর্গা পুজো মণ্ডপ সবার নজর কাড়ল (Tallest Durga Puja Pandal)৷ জাংকিপুরমের পুজো প্যান্ডেলটি লম্বায় 136 ফিট ৷ উচ্চতম দুর্গা পুজো মণ্ডপ হিসেবে তারা নাম তুলে নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness Book of World Records)৷

বৃন্দাবনে নির্মীয়মাণ চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পুজো প্যান্ডেল ৷ চন্দ্রোদয় মন্দির হতে চলেছে বিশ্বের উচ্চতম ধর্মীয় স্তম্ভ ৷ 5,40,000 বর্গফিট জায়গাজুড়ে তৈরি হচ্ছে এই মন্দির ৷ যার উচ্চতা হবে প্রায় 700 ফিট ৷ জাংকিপুরমের দুর্গা পুজো পার্কের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে এই মন্দিরের আদলে দুর্গা পুজো প্যান্ডেল ৷ গত 28 বছর ধরে এই পুজো করে আসছে উৎসব পুজো কমিটি ৷

পুজো কমিটির সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে জানালেন, এই বিরাট প্যান্ডেল তৈরি করতে কলকাতা ও অসম থেকে 52 জন শিল্পী এসেছেন ৷ এটি তৈরি করতে সময় লেগেছে টানা একমাস ৷ রাকেশ জানালেন, "এই দুর্গা পুজো প্যান্ডেল তৈরি করতে খরচ পড়েছে 32 লাখ টাকা ৷ প্রতিদিন দেবী দুর্গা দর্শনে এই প্যান্ডেলে প্রায় 70 হাজার মানুষের সমাগম হচ্ছে ৷"

আরও পড়ুন: নবমীর সন্ধ্যায় পাড়ায় পুজো প্যান্ডেলে সৌরভ

প্যান্ডেলের সুরক্ষা ব্যবস্থাও আঁটোসাটো বলে দাবি করে পুজো কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, "এই প্যান্ডেলে সুরক্ষার যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে ৷ রয়েছে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থাও ৷ গোটা প্যান্ডেলের পাহারায় রয়েছেন কমিটির প্রায় 55 জন সদস্য ৷ এছাড়াও রয়েছেন নিরাপত্তা রক্ষীরা ৷"

এই দুর্গা পুজো প্যান্ডেলটি গিনেস বুকে নাম তুলে ফেলেছে - এই সুখবরটি দিয়ে রাকেশ বলেন, "গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের টিম গোটা প্যান্ডেলটি পর্যালোচনা করে জানিয়েছে যে, এটি উচ্চতম দুর্গা পুজো প্যান্ডেল হিসেবে গিনেস বুকে নাম তুলে নিয়েছে ৷ 4-5 দিনের মধ্যেই মিলে যাবে সার্টিফিকেট ৷"

Last Updated : Oct 5, 2022, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.