ETV Bharat / bharat

12 হাজারের উপরে রইল দৈনিক আক্রান্তের সংখ্য়া

author img

By

Published : Feb 14, 2021, 11:25 AM IST

Updated : Feb 15, 2021, 11:05 PM IST

দেশে এখনও পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে 82 লাখ 63 হাজার 858 জনের শরীরে ।

12194 new covid positive cases are found in india
12194 new covid positive cases are found in india

দিল্লি, 14 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 12 হাজার 194 জন । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 12 হাজার 143 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 9 লাখ 4 হাজার 940 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 92 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 103 জনের । এ-নিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 55 হাজার 642 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 106 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 6 লাখ 11 হাজার 731 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 37 হাজার 567 ।

আরও পড়ুন : দেশে দৈনিক আক্রান্ত হল 12 হাজারের বেশি

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 60 হাজার 186 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 74 হাজার 248 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 9 লাখ 99 হাজার 523 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 31 হাজার 706 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 44 হাজার 856 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 26 হাজার 664 জন ।

দিল্লি, 14 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 12 হাজার 194 জন । গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 12 হাজার 143 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 9 লাখ 4 হাজার 940 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 92 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 103 জনের । এ-নিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 55 হাজার 642 জনের । গত 24 ঘণ্টায় 11 হাজার 106 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 6 লাখ 11 হাজার 731 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 37 হাজার 567 ।

আরও পড়ুন : দেশে দৈনিক আক্রান্ত হল 12 হাজারের বেশি

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 60 হাজার 186 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 74 হাজার 248 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 9 লাখ 99 হাজার 523 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 31 হাজার 706 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 44 হাজার 856 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 26 হাজার 664 জন ।

Last Updated : Feb 15, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.