ETV Bharat / bharat

করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লিতে সর্বাধিক 109 জন চিকিৎসকের মৃত্যু , দেশে 624 - ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

রাজধানী দিল্লিতে সর্বাধিক 109 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ যেখানে এও বলা হয়েছে, করোনা দ্বিতীয় ঢেউয়ে দেশে মোট 624 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷

109-doctors-died-due-to-second-wave-of-covid-in-delhi-in-india-total-624-doctors-died
দিল্লিতে সর্বাধিক 109 জন চিকিৎসকের মৃত্যু করোনার দ্বিতীয় ঢেউয়ে, দেশে 624
author img

By

Published : Jun 3, 2021, 5:33 PM IST

নয়াদিল্লি, 3 জুন : সারা দেশে করোনার অতিমারির দ্বিতীয় ঢেউয়ে 624 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে সর্বাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে ৷ আজ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ মোট 109 জন চিকিৎসক দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গত কয়েক সপ্তাহে ৷ যার পরেই রয়েছে বিহার ৷ সেখানে 96 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায় ৷

প্রসঙ্গত, করোনায় সবচেয়ে বিধ্বস্ত হয়েছে মহারাষ্ট্র ৷ সর্বোচ্চ সংক্রমণ এমনকি মৃত্যুর হারও সবচেয়ে বেশি ছিল সেখানে ৷ কিন্তু, মন্দের ভাল অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসকের মৃত্যু সবচেয়ে কম হয়েছে মহারাষ্ট্রে ৷ 23 জন চিকিৎসক সে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশে 79 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ একই ভাবে রাজস্থানে 43 জন, ঝাড়খণ্ড 39 জন, অন্ধ্রপ্রদেশে 34 জন, তেলাঙ্গানায় 32 জন এবং গুজরাতে 31 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : একদিনে দেশে মৃত্যু 50 চিকিৎসকের

প্রসঙ্গ, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে 1 লক্ষের বেশি মানুষ মারা গিয়েছেন ৷ আর যার বেশিরভাগটাই অক্সিজেনের অভাবে ৷ একসময় সংক্রমণের হার এতটাই বেড়ে গিয়েছিল যে শ্বাসকষ্ট হওয়া রোগীদের জন্য অক্সিজেন কম পড়ে গিয়েছিল ৷ পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছিল ৷ সেই পরিস্থিতিতে রেলের সাহায্যে একাধিক রাজ্যে অক্সিজেন সরবরাহ করতে হয় ৷ যা এখনও করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 3 জুন : সারা দেশে করোনার অতিমারির দ্বিতীয় ঢেউয়ে 624 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে সর্বাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে ৷ আজ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ মোট 109 জন চিকিৎসক দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গত কয়েক সপ্তাহে ৷ যার পরেই রয়েছে বিহার ৷ সেখানে 96 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায় ৷

প্রসঙ্গত, করোনায় সবচেয়ে বিধ্বস্ত হয়েছে মহারাষ্ট্র ৷ সর্বোচ্চ সংক্রমণ এমনকি মৃত্যুর হারও সবচেয়ে বেশি ছিল সেখানে ৷ কিন্তু, মন্দের ভাল অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসকের মৃত্যু সবচেয়ে কম হয়েছে মহারাষ্ট্রে ৷ 23 জন চিকিৎসক সে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশে 79 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ একই ভাবে রাজস্থানে 43 জন, ঝাড়খণ্ড 39 জন, অন্ধ্রপ্রদেশে 34 জন, তেলাঙ্গানায় 32 জন এবং গুজরাতে 31 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : একদিনে দেশে মৃত্যু 50 চিকিৎসকের

প্রসঙ্গ, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে 1 লক্ষের বেশি মানুষ মারা গিয়েছেন ৷ আর যার বেশিরভাগটাই অক্সিজেনের অভাবে ৷ একসময় সংক্রমণের হার এতটাই বেড়ে গিয়েছিল যে শ্বাসকষ্ট হওয়া রোগীদের জন্য অক্সিজেন কম পড়ে গিয়েছিল ৷ পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছিল ৷ সেই পরিস্থিতিতে রেলের সাহায্যে একাধিক রাজ্যে অক্সিজেন সরবরাহ করতে হয় ৷ যা এখনও করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.