ETV Bharat / bharat

দেশে সর্বপ্রথম লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ - corona update in india

গত 24 ঘণ্টায় দেশে সর্বাধিক দৈনিক সংক্রমণ ৷ আক্রান্ত 1 লাখ 3 হাজার 558 জন ৷

H
HU
author img

By

Published : Apr 5, 2021, 10:29 AM IST

Updated : Apr 5, 2021, 10:39 AM IST

দিল্লি, 5 এপ্রিল : করোনা সংক্রমণে নতুন রেকর্ড ৷ এক লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 1 লাখ 3 হাজার 558 জন ৷ এখনও পর্যন্ত দেশে এটাই সর্বাধিক দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 93 হাজার 249 ৷ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে 1 কোটি 25 লাখ 89 হাজার 67 জন ৷ মোট সক্রিয় আক্রান্ত 7 লাখ 41 হাজার 830 জন ৷

আরও পড়ুন : শিকেয় স্বাস্থ্যবিধি, মাত্র চার দিনে দু'হাজারে পৌঁছে গেল করোনার দৈনিক সংক্রমণ

কেন্দ্রীয় সরকারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 478 জনের ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 513 ৷ এপর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 65 হাজার 101 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 52 হাজার 847 ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 16 লাখ 82 হাজার 136 জন ৷

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্ত 30 লাখ 10 হাজার 597 জন । সুস্থ হয়ে উঠেছে 25 লাখ 22 হাজার 823 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 35 হাজার 233 জন । সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 2 হাজার 359 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ 15 হাজার 155 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 63 হাজার 419 জন ।

দিল্লি, 5 এপ্রিল : করোনা সংক্রমণে নতুন রেকর্ড ৷ এক লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 1 লাখ 3 হাজার 558 জন ৷ এখনও পর্যন্ত দেশে এটাই সর্বাধিক দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 93 হাজার 249 ৷ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে 1 কোটি 25 লাখ 89 হাজার 67 জন ৷ মোট সক্রিয় আক্রান্ত 7 লাখ 41 হাজার 830 জন ৷

আরও পড়ুন : শিকেয় স্বাস্থ্যবিধি, মাত্র চার দিনে দু'হাজারে পৌঁছে গেল করোনার দৈনিক সংক্রমণ

কেন্দ্রীয় সরকারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 478 জনের ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 513 ৷ এপর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 65 হাজার 101 জনের ৷ একদিনে সুস্থ হয়ে উঠেছে 52 হাজার 847 ৷ এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 16 লাখ 82 হাজার 136 জন ৷

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্ত 30 লাখ 10 হাজার 597 জন । সুস্থ হয়ে উঠেছে 25 লাখ 22 হাজার 823 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 35 হাজার 233 জন । সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 2 হাজার 359 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ 15 হাজার 155 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 63 হাজার 419 জন ।

Last Updated : Apr 5, 2021, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.