ETV Bharat / bharat

কনকনের শীতের সঙ্গে লড়াই, পানিপথ থেকে লক্ষ কম্বল যাচ্ছে অযোধ্যায় - পানিপথ

Panipat to sent one lakh blankets: পুরোদমে চলছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি । তার আগে পানিপথ থেকে 1 লক্ষ কম্বল যাচ্ছে অযোধ্যায় ৷ পানিপথের কম্বল শিল্প সারা দেশে বিখ্যাত ।

Panipat Blankets
পানিপথের কম্বল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 7:34 PM IST

Updated : Jan 4, 2024, 7:42 PM IST

পানিপথ, 4 জানুয়ারি: জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ ৷ 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার । 17 জানুয়ারি থেকে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত অনুষ্ঠান । বিভিন্ন রাজ্য থেকে লক্ষাধিক অতিথি ও পুণ্যার্থী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে । সেই সব অতিথি ও পুণ্যার্থীদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রবল শীতের হাত থেকে তাঁদের রক্ষা করতে আসছে 1 লক্ষ কম্বল ৷ শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট অযোধ্যায় কম্বল পাঠানোর দায়িত্ব দিয়েছে পানিপথের বিশ্ব হিন্দু পরিষদকে ।

  • পানিপথ থেকে অযোধ্যায় যাচ্ছে 1 লক্ষ কম্বল

রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কেউ 2100 কেজি অষ্টধাতুর ঘণ্টা পাঠাচ্ছেন অযোধ্যায় । কেউ তৈরি করছেন 108 ফুটের ধূপকাঠি । এসবের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ পানিপথ থেকে অযোধ্যায় মিঙ্ক এবং পোলার-সহ অনেক রকমের কম্বল পাঠাচ্ছে । ধাপে ধাপে এই 1 লক্ষ কম্বল অযোধ্যায় পৌঁছে দেওয়া হচ্ছে । এর আগে কারিগর এবং সাধুদের জন্য পানিপথ থেকে 2 হাজার কম্বল পাঠানো হয়েছিল ।

বিশ্ব হিন্দু পরিষদের সদস্য রাজীব ভাটিয়া বলেন, "অমরনাথ ও বৈষ্ণোদেবীর আদলে অযোধ্যায়ও তিন মাস চলবে ভান্ডারা । একটি স্টলে দিনে প্রায় 50 হাজার মানুষ খাবেন । ভান্ডারায় সেবার জন্য পানিপথ থেকে 40 জনের নামও ট্রাস্টের কাছে পাঠানো হয়েছে । ট্রাস্ট তাঁদের অনুমতিপত্র এবং আইডি কার্ড দেবে । আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘের সমস্ত সংগঠনের কর্মীরা 1 থেকে 15 জানুয়ারি পর্যন্ত ঘরে ঘরে আমন্ত্রণ জানাতে বেরিয়েছেন । 22 জানুয়ারির আগে প্রায় 1 লক্ষ কম্বল পানিপথ থেকে অযোধ্যায় পাঠানো হবে ।"

  • পানিপথ থেকে রাম জন্মভূমি পর্যন্ত রোডওয়েজ বাস পরিষেবা

রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি সরাসরি পানিপথ থেকে রাম জন্মভূমি পর্যন্ত চালু হতে চলেছে বাস পরিষেবা। বর্তমানে অস্থায়ী অনুমতির জন্য আবেদন করা হচ্ছে । বিশ্ব হিন্দু পরিষদের দাবিতে এই বাস পরিষেবা চালু করা হচ্ছে ।

পানিপথ ডিপোর জিএম কুলদীপ জাংরা বলেন, "অযোধ্যায় জাঁকজমকপূর্ণভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হচ্ছে । তাই এখন থেকে অযোধ্যায় বাস পরিষেবা চালুর দাবি জানিয়েছেন পুণ্যার্থীরা । এতদিন বাসটি পানিপথ থেকে লখনউ পর্যন্ত যেত । এখন অযোধ্যারও যাবে । লখনউ থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 120 কিলোমিটার । এই কারণে স্থায়ী পারমিট সরাসরি পাওয়া যায় না । স্থায়ী পারমিটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই আমরা সরকার ও পরিবহণ সদর দফতরে এই নিয়ে চিঠি দেব ।"

আরও পড়ুন:

  1. রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
  2. মন্দির নয় যেন আস্ত নগর! দেখুন রামলালার আশপাশে কী কী থাকবে ?
  3. প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা, স্নান করবেন 96 কলসির জলে

পানিপথ, 4 জানুয়ারি: জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ ৷ 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার । 17 জানুয়ারি থেকে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত অনুষ্ঠান । বিভিন্ন রাজ্য থেকে লক্ষাধিক অতিথি ও পুণ্যার্থী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে । সেই সব অতিথি ও পুণ্যার্থীদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রবল শীতের হাত থেকে তাঁদের রক্ষা করতে আসছে 1 লক্ষ কম্বল ৷ শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট অযোধ্যায় কম্বল পাঠানোর দায়িত্ব দিয়েছে পানিপথের বিশ্ব হিন্দু পরিষদকে ।

  • পানিপথ থেকে অযোধ্যায় যাচ্ছে 1 লক্ষ কম্বল

রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কেউ 2100 কেজি অষ্টধাতুর ঘণ্টা পাঠাচ্ছেন অযোধ্যায় । কেউ তৈরি করছেন 108 ফুটের ধূপকাঠি । এসবের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ পানিপথ থেকে অযোধ্যায় মিঙ্ক এবং পোলার-সহ অনেক রকমের কম্বল পাঠাচ্ছে । ধাপে ধাপে এই 1 লক্ষ কম্বল অযোধ্যায় পৌঁছে দেওয়া হচ্ছে । এর আগে কারিগর এবং সাধুদের জন্য পানিপথ থেকে 2 হাজার কম্বল পাঠানো হয়েছিল ।

বিশ্ব হিন্দু পরিষদের সদস্য রাজীব ভাটিয়া বলেন, "অমরনাথ ও বৈষ্ণোদেবীর আদলে অযোধ্যায়ও তিন মাস চলবে ভান্ডারা । একটি স্টলে দিনে প্রায় 50 হাজার মানুষ খাবেন । ভান্ডারায় সেবার জন্য পানিপথ থেকে 40 জনের নামও ট্রাস্টের কাছে পাঠানো হয়েছে । ট্রাস্ট তাঁদের অনুমতিপত্র এবং আইডি কার্ড দেবে । আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘের সমস্ত সংগঠনের কর্মীরা 1 থেকে 15 জানুয়ারি পর্যন্ত ঘরে ঘরে আমন্ত্রণ জানাতে বেরিয়েছেন । 22 জানুয়ারির আগে প্রায় 1 লক্ষ কম্বল পানিপথ থেকে অযোধ্যায় পাঠানো হবে ।"

  • পানিপথ থেকে রাম জন্মভূমি পর্যন্ত রোডওয়েজ বাস পরিষেবা

রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি সরাসরি পানিপথ থেকে রাম জন্মভূমি পর্যন্ত চালু হতে চলেছে বাস পরিষেবা। বর্তমানে অস্থায়ী অনুমতির জন্য আবেদন করা হচ্ছে । বিশ্ব হিন্দু পরিষদের দাবিতে এই বাস পরিষেবা চালু করা হচ্ছে ।

পানিপথ ডিপোর জিএম কুলদীপ জাংরা বলেন, "অযোধ্যায় জাঁকজমকপূর্ণভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হচ্ছে । তাই এখন থেকে অযোধ্যায় বাস পরিষেবা চালুর দাবি জানিয়েছেন পুণ্যার্থীরা । এতদিন বাসটি পানিপথ থেকে লখনউ পর্যন্ত যেত । এখন অযোধ্যারও যাবে । লখনউ থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 120 কিলোমিটার । এই কারণে স্থায়ী পারমিট সরাসরি পাওয়া যায় না । স্থায়ী পারমিটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই আমরা সরকার ও পরিবহণ সদর দফতরে এই নিয়ে চিঠি দেব ।"

আরও পড়ুন:

  1. রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
  2. মন্দির নয় যেন আস্ত নগর! দেখুন রামলালার আশপাশে কী কী থাকবে ?
  3. প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা, স্নান করবেন 96 কলসির জলে
Last Updated : Jan 4, 2024, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.