শর্তসাপেক্ষে জামিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার - SSC Recruitment Scam - SSC RECRUITMENT SCAM
Published : May 15, 2024, 8:03 PM IST
Jiban Krishna Saha: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন জীবনকৃষ্ণ সাহা ৷ এক বছর তিন মাস তিনি সিবিআই তত্ত্বাবধানে ছিলেন ৷ বুধবার আলিপুর জর্জকোট সিবিআই আদালতে তোলা হলে তাঁকে বিশেষ শর্তে জামিনের অনুমোদন দিয়েছে আদালত ৷ সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "সত্যের জয় হয়েছে।" জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি বাইরে যেতে পারবেন না ৷ তাঁর উপরে নজরদারির ভার স্থানীর থানার ৷ তদন্তে সহযোগিতা করতে হবে ৷ জামিন পাওয়ার পর প্রতিটা শুনানিতে উপস্থিত থাকতে হবে জীবনকৃষ্ণ সাহাকে ৷ পাশাপাশি পাসপোর্ট জমা দিতে হবে স্থানীয় থানায় ৷
আদালতের শর্ত অনুযায়ী, যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বা প্রমাণ লোপাটের চ্ষ্টার অভিযোগ ওঠে তাহলে ব্যবস্থা নেওয়া হবে ৷ এদিন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরোনোর পর জীবনকৃষ্ণ সাহা সাংবাদিকর সামনে বলেন, "এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ৷ এই জয় তৃণমূলের জয় ৷" উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে সিবিআই বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাতে গেলে দুটি মোবাইল পুকুরে ফেলেন দিন তিনি ৷ দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। সেই মোবাইল থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে ।