পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হনুমান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল, দেখুন ভিডিয়ো - Ram Navami 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 8:29 PM IST

Ram Navami 2024: রামনবমী উপলক্ষ্যে বুধবার গঙ্গার দহিঘাটের হনুমান মন্দিরে পুজো দিলেন রাজ্যেপাল সিভি আনন্দ বোস । রামনবমী উপলক্ষ্যে এদিন গার্ডেনরিচ এলাকা পরিদর্শনে যান রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ সেখানে গাড়ি থেকে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন ৷ এলাকার নিরাপত্তাও খতিয়ে দেখেন ৷ সার্বিকভাবে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতেই এই উদ্যোগ বলে জানান রাজ্যপাল ৷ 

আগেই রামনবমীর দিন রাস্তায় নেমে সমগ্র পরিস্থিতির উপর নজর রাখার কথা ঘোষণা করেছিলেন রাজ্যপাল ৷ সেই মতোই এদিন রাজভবন থেকে বেরিয়ে নির্দিষ্ট সময়ে গার্ডেনরিচ এলাকায় যান তিনি ৷ সেখানেই দহিঘাট হনুমান মন্দিরে পুজো দেন ৷ স্থানীয় শিবপুর এলাকায় পরিদর্শন করেন ৷ জিটি রোড- শিবপুর বাজার মোড়ে গাড়ি থেকে নেমে কথা বলেন স্থানীয়দের সঙ্গে । নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। 

রাজ্যপাল বলেন, "আজ অন্য কোনও কথা নয়। রাজনৈতিক আলোচনা নয়। বাংলার ভাই, মা-বোনেরা যাতে ভালো থাকেন তাঁর জন্যই পুজো দিলাম। রামলালা সকলের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখুন ।" এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমীর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও পরে তা পালন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সে প্রসঙ্গেই রাজ্যপাল বলেন, "এ বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হবে ।"  

ABOUT THE AUTHOR

...view details