ওয়াংশিংটন, 14 সেপ্টেম্বর:আট দিনের জন্য মহাকাশ অভিযানে গিয়ে সেখানেই আটকে গিয়েছেন মহাকশচারী সুনিতা উইলিয়ামস ও ব্য়ারি উইলমোর ৷ সেখানে থেকে অর্থাৎ 420 কিলোমিটার উঁচুতে স্পেস স্টেশন থেকে সাংবাদিক বৈঠক করেছেন ৷ এই সাংবাদিক সন্মেলনে মহাকাশচারী সুনীতা উইলিয়ামস জানান নম্ভেম্বরের মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করতে চান ৷
মহাকাশে সুনীতা উইলিয়ামস ও সঙ্গী বুচ উইলমোরে (ছবি এএনআই) সুনীতারা মহাকাশে! পৃথিবীতে একাই ফিরে এলো স্টারলাইনার, রইল ভিডিয়ো
এছাড়াও ভারতীয় বংশোদ্বূত মার্কিন মহাকাশচারী সুনীতা বলেন, "বোয়িং-এর স্টারলাইনারে খারাপ হয়ে যাওয়ার কারণে আর্ন্তজাতিক স্পেস স্টেশনে থাকতে হচ্ছে ৷ আমাদের সঙ্গে আরও মহাকাশচারীরা আছেন ৷ আমি মহাকাশে থাকতে ভালোবাসি ৷ বিষয়টি কঠিন হলেও আমার থাকতে ভালো লাগবে ৷" স্পেস শাটল ফেরার পর প্রথমবারের মতো মিডিয়া কনফারেন্সে অংশ নেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ৷ সবার সামনে তাদের মতামত তুলে ধরেন। স্টারলাইনারকে একা পৃথিবীতে ফিরে আসতে দেখে তাঁরা খুব দুঃখিত ।
স্পেস স্টেশনে কেমন আছেন সুনীতা, মহাকাশ অভিযান কীভাবে প্রভাবিত করে মহাকাশচারীদের স্বাস্থ্য
মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর জানান, চলতি বছরের 25 জুন বোয়িং স্টারলাইনার মহাকাশে পাড়ি দিয়েছিল ৷ সেটিতে হিলিয়াম লিকেজ ও বেশ কিছু যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হওয়ায় মহাকাশচারীদের সেখানে রেখে 6 সেপ্টম্বর ফিরে আসে স্টারলাইনার ৷ তিন মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন। এরপরই নাসার তরফে জানানো হয়েছে, 2025 সালের ফেব্রুয়ারি মাসে সুনীতারা ফিরে আসতে পারেন ৷
কবে ফিরবেন সুনীতা, আজ রাতে মহাকাশ থেকে পৃথিবীতে 'বার্তা'
"আমরা প্রস্তুত": এই অপারেশনটি 8 দিন থেকে 8 মাস পর্যন্ত হতে পারে। ইতিমধ্যে মহাকাশে 3 মাস কাটিয়ে ফেলেছেন ৷ এখন 5 মাস সেখানেই থাকতে হবে ৷ দু’জনেই জানান তাঁরা সেখানে আরও কিছুদিন বেশি থাকার সুযোগ পাওয়ায় তথ্য সংগ্রহ সংক্রান্ত কাজও আরও বেশি হবে ৷ কীভাবে ভোট দেবেন: 5 নভেম্বর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন মার্কিন মুলুকে ৷ সুনিতা এবং বুচ উইলমোর বলেছিলেন যে তারা মহাকাশ থেকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন। সুনিতা উইলিয়ামস হেসে বললেন, "আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে এটা কতটা আলাদা হবে।"
মহাকাশ থেকে সুনীতাদের ফিরিয়ে আনবে বোয়িংয়ের নতুন ক্যাপসুল ? উত্তর মিলবে শনিতে
কীভাবে পৃথিবীতে ফিরবেন: স্টারলাইনার মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির কারণে দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার মিশন বারবার স্থগিত হয়েছে ৷ এরফলে 24 অগস্ট নাসা ঘোষণা করেছিল যে সুনীতা উইলিয়ামস এবং উইলমোর ক্রু 9 মিশনের অংশ হবেন ৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসেই তাঁরা ফিরে আসবেন পৃথিবীতে ৷ স্পেসএক্স-এর স্পেস শাটল ড্রাগন মহাকাশচারীদের দলটিকে ফিরিয়ে আনবে পৃথিবীতে ৷