হায়দরাবাদ:OnePlus প্যাডের জন্য OxygenOS 15 ভারতে লঞ্চ করল OnePlus। সোমবার ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামের মাধ্যমে সফটওয়্যার আপডেটটির ব্যাপারে জানানো হয়েছে । নতুন OxygenOS 15-এ রয়েছে AI এর সুবিধা ৷ এছাড়াও আছে, অ্যানিমেশন, ফ্লাক্স থিমের সাহায্যে ভিজ্যুয়াল পরিবর্তনের ও ইউজার ইন্টারফেসের সুবিধা ৷ জানানো হয়েছে, ভারতে OnePlus ব্যবহারকারীরা নতুন আপডেটটি ইতিমধ্যেই ব্যবহার করতে পারছেন ৷ আগামী সপ্তাহের মধ্যেই এটি উত্তর আমেরিকা ও ইউরোপের মতো দেশগুলিতে লঞ্চ করবে ৷
এবার হোয়াটসঅ্যাপে তৈরি করা যাবে পছন্দের চ্যাট লিস্ট
এবার জেনে নেওয়া OxygenOS 15 আপডেট কিভাবে ইনস্টল করতে হবে
OnePlus প্যাডে OxygenOS 15 আপডেট ইনস্টল করার জন্য আগে দেখে নিতে হবে সেটির নোটিফিকেশন এসেছে কি না ৷ সেইমতো প্রথমে
- সেটিংসে গিয়ে সেটি ক্লিক করতে হবে
- সিস্টেম আপডেটে যেতে হবে
- উপরের ডানদিকের বোতামে ক্লিক করে এবং 'আপডেট ইনস্টল' করলেই হবে
OxygenOS 15 আপডেট
1. ভিজ্যুয়াল: সর্বশেষ আপডেটে, OnePlus প্যাডের UI (ইউজার ইন্টারফেস) জুড়ে একটি ভিজ্যুয়াল ফিচার রয়েছে । হোম এবং লক স্ক্রিন কাস্টমাইজেশন বিকল্পগুলির সঙ্গে ফ্লাক্স থিম যুক্ত করা হয়েছে । AI অটো-ফিলস, ক্লক কালার ব্লেন্ডিং এবং গ্লাস টেক্সচারের মতো কাস্টমাইজেশনের সুবিধা থাকবে নতুন আপডেটে ৷
2. AI ফিচার: সর্বশেষ আপডেটটিতে AI ফিচার ব্যবহারে সুবিধা রয়েছে ৷ এটিতে এআই লেখার স্যুট রয়েছে যার সাহায্যে সহজেই কোনও বিষয়ের উপর লেখা যাবে ৷ AI-এর সাহায্যে ভয়েস নোট থেকে 'উম', 'আহ', 'হুম' ইত্যাদির মতো ফিলার শব্দগুলি সরিয়ে দেয়। AI রিফ্লেকশন রিমুভার ফিচারটি ছবি থেকে কোনওরকম অযাচিত বিষয় সরিয়ে দেয় ৷ সেলফি এবং ছবিগুলি আরও উন্নত করে ।
3. লাইভ অ্যালার্ট: আপডেটটি লাইভ অ্যালার্টের ক্ষেত্রেও ভিজ্যুয়াল পরিবর্তন করেছে ৷ ফলে এবার আরও দক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যেকোনও নোটিফিকেশন এলে দ্রুত বুঝতে পারেবেন । নোটিফিকেশনটি ওপেন করলে সেটিতে বিশেষ ডিজাইন এবং অ্যানিমেশন থাকবে।
4. ক্যামেরা অ্যাপ এবং ফিল্টার: সর্বশেষ আপডেটটিতে ক্যামেরা অ্যাপেও কয়েকটি পরিবর্তন দেখা যাবে ৷ ছবি তোলা ও সেটির এডিট করা আরও সহজ ৷ ক্যামেরা অ্যাপে ফিল্টার ফিচারের পরিবর্তন আসবে ৷
5. চার্জিং সময়:নতুন অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক আপডেটে চার্জিং-এর ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন এসেছে ৷ ব্যাটারি ভালো রাখতে ও দীর্ঘদিন ব্যাটারি লাইফ বাজায় রাখতে ডিভাইসের সর্বোচ্চ চার্জিং 80 শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে ৷
ভারতে লঞ্চ করতে চলেছে iOS 18.2, কোন ডিভাইসে সাপোর্ট করবে