হায়দরাবাদ:টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা বাজাজ অটো শীঘ্রই বাজারে আনতে চলেছে নতুন বাজাজ পালসার N125 ৷ সম্প্রতি 125 সিসি বাইকের মডেল কি রকম হতে পারে সেটি ফার্স্টলুক প্রকাশ করেছে ৷ এই নতুন বাইক কবে লঞ্চ হবে ও কত দাম হতে পারে সেই ব্যাপারে কোনও তথ্য প্রকাশ করেনি সংস্থাটি ৷
গুগলে রদবদল! প্রধান প্রযুক্তিবিদ পদে প্রভাকর রাঘবন
নতুন বাজাজ পালসার N125 সিসি ডিজাইন ও স্টাইল পালসারের মতো হয়েছে ৷ নতুন বাজাজ পালসার N125 সিসি-তে রয়েছে LED হেডলাইট একটি সম্পূর্ণ নতুন ইউনিট ৷ N125 এর সামনের অংশে প্লাস্টিকের ক্ল্যাডিং রয়েছে। এই বাইকের হেডলাইটের চারপাশের ফর্ক কভার এবং সংশ্লিষ্ট প্যানেলটিকে মজবুত করার জন্য প্লাস্টিকের গার্ড দেওয়া হয়েছে। নতুন বাজাজ পালসার N125-র হেডলাইটের চারপাশে প্লাস্টিকের প্যানেল দেওয়ায় এটি শেডের কাজ করেছে ৷
গুগল ক্রোম ব্যবহার করছেন, তবে তথ্য চুরি থেকে সাবধান !
বাজাজ পালসার N125 এর চাকাতেও পরিবর্তম আনা হয়েছে ৷ পালসার N150 এর মতো বাজাজ পালসার N125-র চাকার আকৃতি ৷ Bajaj Pulsar N125-এ বেসিকে ইনবিল্ট ব্লুটুথ কার্যকারিতা রয়েছে । বর্তমান প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে Pulsar N125 সাইড প্যানেল এবং টেল (পিছনের অংশ) সেকশনে কিছু নতুন ডিজাইন করা হয়েছে। নুতন এই মডেল TVS Raider এবং Hero Xtreme 125R, Pulsar N125 সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে ৷
পালসার 125, পালসার NS125, ফ্রিডম 125 এবং CT 125X-এর পরে 125cc ক্লাসর পর Bajaj Pulsar N125 লঞ্চ করতে চলেছে ৷ Bajaj Pulsar N125 এর দাম Hero এবং TVS কোম্পানির বাইকের মতো হতে পারে ৷ মনে করা হচ্ছে এটির দাম 90,000 থেকে 1.10 লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে ৷
ইলেকট্রিক স্কুটারের পর, লঞ্চ হল হাইভোল্টেজ বাইক Raptee T30