পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

মিলিটারি গ্রেড মেটিরিয়ালে তৈরি এই স্মার্টফোন জল-ধুলোতেও অক্ষত - Motorola Edge 50 - MOTOROLA EDGE 50

Motorola Edge 50 Pro: ভারতের বাজারে লঞ্চ করেছে মোটোরোলা এজ 50 নিও (Motorola Edge 50) সিরিজ ৷ এতে রয়েছে Dimensity 7300 চিপসেট, 8 জিবি RAM এবং IP68 রেটিং মতো দুর্দান্ত ফিচার ৷ দাম শুরু হচ্ছে 23 হাজার থেকে ৷

Motorola Edge 50 Pro
Motorola Edge 50 Neo ও Motorola Edge 50 Pro 5G (বাঁ দিক থেকে)) (মোটোরোলা ইন্ডিয়া)

By ETV Bharat Tech Team

Published : Sep 30, 2024, 5:30 PM IST

হায়দরাবাদ:ধুলো-বালি ও আধঘণ্টা জলে ডোবালেও কোনও ক্ষতি হবেমোটোরোলা এজ সিরিজের স্মার্টফোনের ৷ এই সিরিজের Motorola Edge 50 Neo ও Motorola Edge 50 Pro 5G ভারতীয় বাজারে লঞ্চ করেছে ৷ এই দুই স্মার্টফোনে রয়েছে বেশ কিছু অতিরিক্ত ফিচার ৷ নতুন মোটোরোলা এজ 50 নিও মিড বাজেট সেগামেন্টে আনা হয়েছে। এতে রয়েছে মিলিট্রি-গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন আছে। এছাড়া ফোনে Dimensity 7300 চিপসেট, 8 জিবি RAM এবং IP68 রেটিং-সহ একাধিক দুর্দান্ত ফিচার। এবার দেখে নেওয়া যাক মোটো এজ 50 নিও অন্যান ফিচার ও স্পেসিফিকেশন ৷

Motorola Edge 50 Neo-র বৈশিষ্ট্য

মোটোরোলা এজ 50 নিও-তে ভারতে 8GB RAM+256GB স্টোরেজে রয়েছে । এই মডেলের দাম 23,999 টাকা । লঞ্চ অফারের বেশ কয়েকটি ব্যংকের কার্ডে পেমেন্টের ক্ষেত্রে 10 শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অনলাইনের পাশাপাশি অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি ৷ এই স্মার্টফোনে রয়েছে মিলিটারি গ্রেড ধাতব ব্যাক কভার ৷ এটি উপর থেকে পড়লেও কোনও ক্ষতি হবে না মোবাইলের ৷ 1.5 মিটার গভীর জলে 30 মিনিট ডুবে থাকলেও কোনও ক্ষতি হয় না ৷

স্পেসিফিকেশন এবং ফিচার ডিসপ্লে

মটোরোলা এজ 50 নিও স্মার্টফোনে রয়েছে 6.4-ইঞ্চি ওয়াইড সুপার HD+ LTPO ডিসপ্লে । এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট । ফলে দিনের বেলা সূর্যের আলোতেও দেখতে সমস্যা হয় না ৷

প্রসেসর: মটোরোলা এজ 50 নিও ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7300 চিপসেট ৷

ক্যামেরা:নতুন এই সিরিজটিতে ক্যামেরার লেন্সের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ Sony LYTIA 700C সেন্সর ও 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে । সেই সঙ্গে 10MP টেলিফটো ক্যামেরা রয়েছে । সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনে 4K রেকর্ডিং-সহ 32MP ফ্রন্ট সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে ।

ব্যাটারি:মোটোরোলা এজ 50 নিও-তে রয়েছে 4310mAh ব্যাটারি ৷ 15W ওয়্যারলেস চার্জিং এবং 68W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা ৷

Motorola Edge 50 Pro 5G

মোটোরোলা এই সিরিজের আর একটা Motorola Edge 50 Pro 5Gতে রয়েছে একাধিক দুর্দান্ত ফিচার ৷ মোটোরোলা Edge 50 Pro 5G স্মার্টফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM +256GB স্টোরেজ 28 শতাংশ অর্থাৎ প্রায় 6,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে ৷ এই অফার-সহ ফোনটি মাত্র 29,999 টাকায় কিনতে পাবেন ক্রেতারা ৷ মোটোরোলা এজ 50 নিও-র মতো এটির ধুলোবালি প্রতিরোধক ও আধ ঘণ্টা জলে থাকলেও কোনও ক্ষতি হয় না ৷

10 হাজার টাকার দাম কমল স্যামসং-এর প্রিমিয়াম সিরিজ স্মার্টফোনের

Motorola Edge 50 Pro 5G এর বিশেষত্ত্ব

ডিসপ্লে: Motorola Edge 50 Pro 5G-তে রয়েছে 6.7 ইঞ্চির 1.5k 3ডি কার্ভ pOLED ডিসপ্লে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2000 নিটস পীক ব্রাইটনেস ৷ এছাড়াও চোখের যাতে কোনও ক্ষতি না-হয় তার জন্য দেওয়া রয়েছে SGS ফিচার । ফলে ব্লু লাইট এমিশন থেকে রক্ষা পাবে চোখ ৷

প্রসেসর: Motorola Edge 50 Pro 5G স্মার্টফোনে ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়াও উপরি পাওয়া AI ফিচার ৷

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার-সহ f/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP মেগাপিক্সেল প্রাইমারি প্রাইমারি সেন্সর ৷ 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং 10MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিয়ো কলের জন্য এই ফোনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এটি 50 ওয়াট টার্বো পাওয়ার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। ফোনটির 8GB RAM মডেলে 68 ওয়াট ফাস্ট চার্জিং এবং 12GB RAM মডেলে 125 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে ।

ওএস: প্রিমিয়াম Motorola Edge 50 Pro 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং Hello UI সফটওয়্যার রয়েছে ৷ এই ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 সহ সাপোর্ট করে। এই ফোনে 3 বছর ওএস আপগ্রেড দেওয়া হবে বলে জানানো হয়েছে।

স্প্যাম কলের সমস্যা থেকে রেহাই দিতে AI পরিষেবা টেলিকম সংস্থার

ABOUT THE AUTHOR

...view details