পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

মাহিন্দ্রা বাজারে এনেছে এসইউভি Thar Roxx, 5টি দরজা ও বুট স্পেস-সহ একাধিক সেরা সুবিধা - Mahindra Thar Roxx 5 - MAHINDRA THAR ROXX 5

Mahindra Thar Roxx: চলতি মাসেই বাজারে মাহিন্দ্র বাজারে এনেছে SUV Mahindra Thar-এর আপডেটেড ভার্সন Mahindra Thar Roxx ৷ এই এসইউভি-তে আছে 5টি দরজা ৷ 3-ডোর সংস্করণ Mahindra Thar এর তুলনায় এই নতুন SUV-তে বেশ কিছু পরিবর্তন করেছে ৷

Mahindra Thar Roxx
মাহিন্দ্রা থর রকস বনাম মাহিন্দ্রা থর (ছবি - মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা)

By ETV Bharat Tech Team

Published : Aug 26, 2024, 3:49 PM IST

হায়দরাবাদ:চলতি মাসেই মাহিন্দ্রা লঞ্চ করেছে 5 দরজা বিশিষ্ট এসইউভি Mahindra Thar Roxx ৷ সংস্থাটি Mahindra Thar-এর 3-ডোর সংস্করণের তুলনায় এই নতুন SUV-তে বেশ কিছু পরিবর্তন করেছে । নতুন মাহিন্দ্রা থর রক্সের ইঞ্জিনও সাধরণ থরের থেকে অনেকটাই উন্নত ৷ এসইউভি থর রক্সের মাইলেজ বেশি ৷ এটি ডিজেল এবং পেট্রল দু’টি ভার্সন আছে ৷ এবার দেখে নেওয়া যাক চলতি মাসে লঞ্চ হওয়া মাহিন্দ্রা থর রক্সের সঙ্গে 3 দরজা থর কতটা আলাদা ৷

মাহিন্দ্রা থর রকস বনাম মাহিন্দ্রা থর: ইঞ্জিন

মাহিন্দ্রা থর রক্স মাহিন্দ্রা থর
ইঞ্জিন 2.2-লিটার ডিজেল ইঞ্জিন
2.0-লিটার পেট্রোল ইঞ্জিন
1.5-লিটার ডিজেল ইঞ্জিন
2.2-লিটার ডিজেল ইঞ্জিন
2.0-লিটার পেট্রোল ইঞ্জিন
পাওয়ার আউটপুট 152 এইচপি / 330 এনএম টর্ক (ডিজেল)
175 এইচপি / 370 এনএম টর্ক (ডিজেল)
162 এইচপি / 330 এনএম টর্ক (পেট্রোল)
177 এইচপি / 380 এনএম টর্ক (পেট্রোল)
118 এইচপি/ 300 Nm টর্ক (1.5-L ডিজেল)
130 এইচপি/ 300 Nm টর্ক (2.2-L ডিজেল)
150 এইচপি/ 320 Nm টর্ক (2.0-L পেট্রোল)
গিয়ারবক্স 6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স (2 এবং 4 হুইল ড্রাইভ ডিজেল)
6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স (2 হুইল ড্রাইভ পেট্রোল)
6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স (2 হুইল ড্রাইভ 1.5-L পেট্রোল)
6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স (2 এবং 4 হুইল ড্রাইভ 2.2-L ডিজেল)
6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স (2 হুইল ড্রাইভ 2.0-L ডিজেল)

মাহিন্দ্রা থর রকস বনাম মাহিন্দ্রা থর: আকার

মাহিন্দ্রা থর রক্সক্স মাহিন্দ্রা থর
দৈর্ঘ্য 4,428 মিমি 3,985 মিমি
প্রস্থ 1,870 মিমি 1,820 মিমি
উচ্চতা 1,923 মিমি 1,855 মিমি
চাকার আকার 2,850 মিমি 2,450 মিমি

মাহিন্দ্রা থর রক্সের আকার সাধারণ থরের থেকে অনেকটাই বড় ৷ এই এসইউভি-র ভিতরেও জায়গাও বেশ বড় ৷ প্রসঙ্গত, 3-ডোর থরে বুট স্পেস ছিল না, থর ROXX-এ এখন বুট স্পেস রয়েছে। এবার জিনিস পত্র বহন করা যাবে নতুন মাহিন্দ্রা থর রক্সে ৷ এসইউভি মাহিন্দ্রা থর রক্স ফিচারের দিক থেকে পুরনো থরকে যে পিছনে ফেলে দিতে পারে তা অনায়াসেই বলা যায় ৷

কেনার আগে দেখে নিন 2024 TVS JUPITER 110-এর আকর্ষণীয় কিছু ফিচার

মাহিন্দ্রা থর রকস বনাম মাহিন্দ্রা থর: বাইরের ডিজাইন

5-দরজা মাহিন্দ্রা থর রকস মডেল 3-দরজা থরের থেকে জিজাইনেও অনেকটা আলদা ৷ নতুন থর রক্স-এর সামনে এবং পিছনের অংশের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। গাড়ির সি-পিলারের অংশে ত্রিভুজাকার আকৃতির কনট্রাস্ট কালো কোয়ার্টার গ্লাস দেওয়া হয়েছে। গাড়ির স্টেপনির অংশে লাগানো হয়েছে এলইডি লাইট ৷ মাহিন্দ্রা THAR ROXX গাড়ির সামনের অংশে অতিরিক্ত হাইলাইট হিসেবে এলইডি হেডলাইট এবং সি-আকৃতির ডিআরএল ল্যাম্প রয়েছে। তবে 3-দরজা Mahindra THAR মডেলে কোনও অংশে LED লাইট ব্যবহার করা হয়নি।

মাহিন্দ্রা থর রকস বনাম মাহিন্দ্রা থর: ভিতরের বৈশিষ্ট্য়

Mahindra Thar: মাহিন্দ্রা থর 3-দরজা সংস্করণে 7-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম ছিল ৷ এছড়াও এটিতে অ্যানালগ ক্লাস্টার, ম্যানুয়াল ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, রিভার্স ক্যামেরা এবং 2টি এয়ারব্যাগ রয়েছে ।

Mahindra Thar Roxx: নতুন 5-দরজা Mahindra Thar Roxx-এ প্যানোরামিক সানরুফ, 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে ৷ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, জায়গা বিশেষে গাড়ির ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় ৷ পাশাপাশি ক্রুজ কন্ট্রোল, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, 360 ডিগ্রি ক্যামেরা, 6টি এয়ার ব্যাগ এবং লেভেল-2 ADAS রয়েছে।

গাড়িপ্রেমীদের জন্য সুখবর, এবার 5 লাখে মিলবে AUDI Q8 ফেসলিফট মডেল

মাহিন্দ্রা থর রকস বনাম মাহিন্দ্রা থর: দাম

3-দরজা Mahindra Thar SUV মডেলের এক্স-শোরুম মূল্য 11.35 লক্ষ টাকা থেকে 17.60 লক্ষ টাকা পর্যন্ত ৷ 5-দরজা Mahindra Thar ROXX-এর 2-হুইল ড্রাইভ ভেরিয়েন্টের দাম শুরু 12.99 লক্ষ টাকা ৷ সর্বোচ্চ মূল্য 20.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে থর ROXX-এর 4 হুইল ড্রাইভ ভেরিয়েন্টের দাম এখনও ঘোষণা করা হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details