পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

10 কোটি গাড়ি উৎপাদন করে রেকর্ড হুন্ডাইয়ের - Hyndai Motor Ceremony

Hyundai Motor Production: দক্ষিণ কোরিয়ার গাড়ি জায়ান্ট হুন্ডাই একটি বিরল মাইলফলক ছুঁয়েছে। এটি বিশ্বব্যাপী 10 কোটি ইউনিট গাডি উৎপাদন করে নজির গড়েছে ৷ এই উৎপাদিত ইউনিটের মধ্যে রয়েছে ইলেকট্রিক যানবাহনও ৷

Hyundai Motor Production
হুন্ডাই মোটর (সংবাদ সংস্থা)

By ETV Bharat Tech Team

Published : Oct 3, 2024, 4:24 PM IST

নয়াদিল্লি:গাড়ি উৎপাদনে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়ার বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই ৷ সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিশ্বব্যাপী 10 কোটি ইউনিট গাড়ি উৎপাদন করেছে সংস্থাটি। এই বছর সংস্থাটির 57তম প্রতিষ্ঠা দিবস ৷ হুন্ডাই এই বিপুল পরিমাণ গাড়ি উৎপাদন বিশ্ব ব্যাপী গাড়ি শিল্পকে প্রভাবিত করবে মনে দাবি সংস্থার ৷

গাড়ি বাজারে 'ডার্ক ডেমন'! বাজারে এল ক্রেটার ফেসলিফট ভার্সন Knight এডিশন

দক্ষিণ কোরিয়ার সিউল থেকে থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণ-পূর্বে উলসানে প্ল্যান্টে এই বিপুল পরিমাণ উৎপাদন হয়েছে ৷ দক্ষিণ কোরিয়ার প্রথম স্বাধীন মডেল হিসেবে 100 মিলিয়ন গাড়ি উৎপাদন করে নজির সৃষ্টি করল সংস্থাটি ৷ এটি প্রথম সংস্থা যারা Ioniq 5, সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে ।

উৎসবের মরশুমে ভারতীয় বাজারে আসছে Tata Curvv ICE এবং Maruti Dzire

Hyundai তার প্রথম Ioniq 5 মডেল 10 কোটি ইউনিট গাড়ি উৎপাদন করেছে ৷ হুন্ডাই-য়ের তরফে জানানো হয়েছে, 100 মিলিয়ন (10 কোটি) ইউনিট গাড়ি উৎপাদন করে তারা নজির সৃষ্টি করেছে ৷ এটা সম্ভব হয়েছে গ্রাহক সমর্থনের কারণেই ৷ এ প্রসঙ্গেই, হুন্ডাইয়ের সিইও ও প্রেসিডেন্ট জেহুন চ্যাং বলেছেন, "সাহসের সঙ্গে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি ৷ এই কাজে সফল হয়েছি ৷"

"Hyundai Motors-এর কর্মচারীরা এই মাইলফলক ছোঁয়ার জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন। এই উৎপাদনের মধ্যে ইলেকট্রিক গাড়িও আছে ৷ এটি গাড়ি শিল্পের উৎপাদনের প্রথম ধাপ ৷ এমনটাই জানিয়েছেন ডং সিওক, হেড অফ ডোমেস্টিক সেলস এবং চিফ সেফটি অফিসার ৷

একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত'

প্রসঙ্গত, উলসান প্ল্যান্টটি 1968 সালে কাজ শুরু করেছিল । এটি কোরিয়ান অটোমোবাইল শিল্পের জন্মস্থান হিসাবেও বিবেচিত হয়। দেশের প্রথম সুপারকার 'দ্য পনি' 1975 সালে এখানে তৈরি হয়েছিল। বর্তমানে, উলসান প্ল্যান্ট ইলেকট্রিক গাড়ির উৎপাদন কেন্দ্র। এই প্ল্যান্টেই সবথেকে বেশি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হয় ৷ সংস্থাটি জেনেসিস নামে প্রিমিয়াম ব্র্যান্ডের গাড়ি তৈরি করে। ই-জিএমপি প্ল্যাটফর্মে উচ্চ কর্মক্ষমতা ব্র্যান্ড-এন এবং IONIC 5 মডেলের বৈদ্যুতিক গাড়ি তৈরি করে। হুন্ডাইয়ের তুরস্ক, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র উৎপাদন প্ল্যান্ট রয়েছে ৷

দিওয়ালির আগেই বাজারে আসছে দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন

ABOUT THE AUTHOR

...view details