হায়দরাবাদ:কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগেই ঘোষণা করেছিলেন দেশ জুড়ে চালু হবে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা ৷ সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা বিএসএনএল 2025 সালের মার্চ মাসের মধ্যেই ফোর জি পরিষেবা চালু করতে উদ্যোগ নিয়েছে ৷ তারপরই 5জি পরিষেবা চালু হতে পারে বলে জানা গিয়েছে ৷ বেসরকারি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে টক্কর দিতেই বিএসএনএলের এই উদ্য়োগ ৷
ঠিক কী কী কারণে কিনতে পারেন নতুন iPhone 16 সিরিজ
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গত কয়েক মাস ধরে টেলিকম সেক্টরে বেশ কিছু পরিবর্তন এসেছে । কয়েকটি রিচার্জ প্ল্যানের পরিবর্তন করেছে ৷ সেই সমস্ত রিচার্জ প্ল্যানগুলিতে 4G নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে ৷ বেসরকারি টেলিকম সংস্থাগুলি অনেক আগেই 5জি পরিষেবা চালু করেছে ৷ এই সমস্ত সংস্থাগুলির সঙ্গে প্রতোযোগিতায় এঁটে উঠতে এবার দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল ৷ জানানো হয়েছে কোম্পানিটি শীঘ্রই তাদের 5G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে । কবে থেকে গ্রাহকরা এই পরিষেবা পাবেন তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে ৷
ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাজারে এল Acer এর দু‘টি নতুন মডেল
জানুয়ারী 2025-এ 5G পরিষেবা চালু:এই প্রসঙ্গেই BSNL-এর অন্ধ্রপ্রদেশের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার L.Sreenu একটি প্রেস কনফারেন্সে ঘোষণা করেছেন, যে BSNL 2025 সালের জানুয়ারিতে তার 5G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে ৷ গ্রাহকদের সুবিধার্থে যত তাড়াতাড়ি সম্ভব 5G পরিশষেবা চালু করতে প্রয়োজনীয় পরিকাঠমোর গঠনের উপর জোর দিচ্ছে। যার মধ্যে রয়েছে টাওয়ার বসানো থেকে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম।
4G পরিষেবাকে 5G-তে রূপান্তর: BSNL 4G পরিষেবা চালুর পাশাপাশি সেগুলিকে 5G-তে রূপান্তরের জন্য কাজ শুরু করে দিয়েছে ৷ ফোরজি পরিষেবার জন্য প্রয়োজনীয় ব্যবহৃত যন্ত্রাংশকেও 5G পরিষেবায় ব্যবহারের সুযোগ থাকা বিনিয়োগের বেশি প্রয়োজন নেই ৷ ইতিমধ্যেই বেশ কিছু নির্বাচিত এলাকায় 4 জি পরিষেবা আছে ৷ সেই সমস্ত এলাকাতেই আগে 5G পরিষেবা চালু হবে ৷ এই কাজ দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে ৷
বিভ্রান্ত! কোনটা কিনবেন আইফোন 16 নাকি গুগল পিক্সেল 9!
কোথায় চালু হবে:প্রথম দেশের কোনও শহরে 5জি পরিষেবা চালু হবে তা জানানো হয়নি ৷ আগামী বছরে যে এই পরিষেবা গ্রাহকরা যত তাড়াতাড়ি সম্ভব BSNL 5G পরিষেবা চালু করার জন্য অপেক্ষা করছে গ্রাহকরা ।